![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ মানুষেরা সাধারণত মানবতা হারায় না। এই যে হাড় আর মন কাঁপানো শীতের রাতে নিভৃতে অনেক সাধারণ তার সামর্থ্যানুযায়ী পুরোনো কাপড় কিংবা সস্তা কম্বল দান করে আসে আরো বঞ্চিত সাধারণের কাছে।
ব্যতিক্রম কেবল সুবিধাবাদী রাজনৈতিক ও অন্যান্য লোকের বেলায়। তারা দানকে নিয়ে গ্যাছে পুঁজিবাদী ব্যবসায়। যতটুকু বিনিয়োগ, বিনিময় প্রাপ্তি তার চেয়ে অনেকগুন বেশী, কখনো গরম কাপড়ের লোভে আসা কিছু গরীব সন্তানের প্রাণ। মনে পড়ে যায় লাল পিরানের কথা। যা হোক, এদের কথা বলে এই মুহূর্তের মন নষ্ট করতে ইচ্ছেও করছে না।
বলতে চাচ্ছি কিছু নিবেদিত প্রাণ মানুষের কথা, কিছু সংগঠনের কথা, সত্যিকারের মানুষ যারা,অন্যদের দুঃখের সারথি এরা, মানুষের তরে তাদের প্রাণ কাঁদে।
সহায়তার গরম কাপড়, এই দরিদ্র দেশের দরিদ্র মানুষদের কতটা উষ্ণতা দেবে জানি না, তবে এটা জানি, এই মহান সব মানবতাবাদী মানুষদের সাহায্য অবশ্যই হৃদয়ের উষ্ণতায় তাদের মন ভরিয়ে দেবে।
তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
©somewhere in net ltd.