![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা প্রায়শই একটা ব্যাপার সংশয় নিয়ে ভাবি কিংবা মনে করি, প্রেম আর ভালোবাসা একই। যদিও ব্যক্তিভেদে চিন্তায় ভিন্নতা আসে,এবং এ আসাটাই স্বাভাবিক। আমি তাই এখানে আমার ভাবনাটাই বলবো,
মতদ্বৈততা অবশ্য গ্রহণীয়।
প্রেমকে আমি ভালোবাসা থেকে একটু পিছিয়েই রাখবো, যদিও এর ব্যাপ্তিও বিশাল। মনে হয় প্রেম ব্যাপারটা মুলত একক ব্যক্তি মনের উপর সীমাবদ্ধ,
তবে এটা যে কেবলই ব্যক্তি প্রেম হবে তা নয়। প্রেম ব্যক্তির সাথে সাথে বস্তুকেন্দ্রিক হতে পারে,অন্যপ্রাণির জন্য হতে পারে কিংবা প্রকৃতি বা ঈশ্বর প্রেমও হতে পারে।প্রেম কেবলই নিজের জন্যই প্রেম,এতে ধরণীর সরাসরি উপকার কম তবে পরোক্ষ অবদান অস্বীকার করার উপায় নেই।
পক্ষান্তরে প্রেমকে সামগ্রিক করার যে বাসনা,বাস্তবিক করার যে চেষ্টা সেটাই ভালোবাসা। ভালোবাসা নির্বিশেষ, এখানে প্রাপ্তির আকাঙ্ক্ষা ছাড়া এখানে কেবলই দেয়ার চেষ্টা থাকে।তাই ভালোবাসা হলে নিজের উপর অন্যায় মন থেকে ক্ষমা করে সবার জন্য শুভ কাজ করা যায়, উপকার করা যায়।এখানটাতেই প্রেম সংকীর্ণ, এখানটাতেই ভালোবাসার সাথে তার পার্থক্য। প্রেম কেবলই নিজের মত করে পেতে চায়, না পেলে হিংস্র হয়ে যায় অথবা ধবংস হয়ে যায়। ভালোবাসা সেখানে অবিনশ্বর।
দুটোই আসলে জল,একটা নদীর আরেকটা সমুদ্রের। আর এ পৃথিবীর দুটোই দরকার।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:২৭
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আসলেই তাই প্রেম ব্যক্তিক ভালবাসা সার্বিক।।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:২৮
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: পক্ষান্তরে প্রেমকে সামগ্রিক করার যে বাসনা,বাস্তবিক করার যে চেষ্টা সেটাই ভালোবাসা।
মানবপ্রেম শুনেছি মানব ভালোবাসা শুনি নি। সেক্ষেত্রে প্রেমতো সামগ্রিক অর্থে অর্থায়িত হলো।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৩২
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ,
এটা একান্ত আমার ভাবনা ভাই,ধ্রুব নয়। তবে মনে হয় মানবপ্রেম কথাটা প্রচলিত কথ্য, ভাবার্থে সেটা ভালোবাসাকে বুঝিয়েছে।
৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬
সোজোন বাদিয়া বলেছেন: আপনার চিন্তাকে স্বাগত অভিনন্দন জানাই।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৭
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪১
সজীব সাখাওয়াত বলেছেন: সুন্দর কথা :-)