![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানের পানি সরে গেলেই রাস্তার ক্ষত দেখা যায়...... সে রাস্তা চলাচলের উপযোগী কি না তখন বোঝা যায়। চুক্তি মনোরম, তার চেয়ে মনোরম চুক্তিমত প্রাপ্তির স্বপ্ন দ্যাখা।
ঐ যে বানের পানি..... কোমরে কাঠ বেঁধে দাঁড় করিয়ে দিলেই দাঁড়িয়ে থাকা হয় না... দাঁড়াতে গেলে নিজের কোমরের জোর থাকা লাগে.....। যে কোনো ব্যাপারে দ্বিমত থাকাটাই স্বাভাবিক, বরং না থাকাটাই সন্দেহের। সাম্প্রতিক বিদ্যুৎকেন্দ্র রামপাল নিয়েই যে দ্বিপাক্ষিক বিরোধ ( পার্সেন্টিজ যাই হোক) কিংবা জঙ্গি ইস্যু সমাধানের ব্যাপারটাই.......পক্ষ বিপক্ষীয় সবাই এসির নীচে..... পথে নেই কেউ.... ক্রমাগত উপেক্ষা আজ তৈরি করেছে জঙ্গিবাদ.... রামপাল, এটাও একটা ইস্যু... কতটা বনাঞ্চল কমেছে সুন্দরবনের এ পর্যন্ত.... বনের পরিবেশ কতটা বিপন্ন হয়েছে.... তা নিয়ে কথা হয়েছে কতটা, কে খেয়াল করেছে.... স্ট্যাটাস দিতে কেবল কী বোর্ডে আঙুল দিলেই হয়..... কত যে দেশপ্রেমিক!
দোষ খোঁজার আগে কিন্তু দেশ। সরকারে যিনিই থাকুন দায় কিন্তু তার বেশী..... দেশের বয়সও তো কম হলো না...
মানুষকে / জনগণকে সত্যটা জানতে দিন ঠকবেন না।
অস্তিত্ব কিন্তু চিরস্থায়ী নয়..... মিথ্যে বড় হলে.... আগুন হয়ে যায় ..... শেষ পর্যন্ত সে আগুন নেভাতে পারবেন তো।
বানের পানিতে সব অস্পষ্ট।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাই মূর্তজা ফয়সাল (শুভ্র), মন্তব্য করার জন্য,
হ্যাঁ, অন্য কোথাও করা যেত কিন্তু কথা হলো নিজের ঘর নিজে সামলে না রাখলে অন্য কেউ তার প্রবেশ অবশ্যম্ভাবী করে...... সম্ভবত টেংরাটিলায় এখনও আগুন জ্বলে,
টিকফা চুক্তি বাতিল হয় নি মনেহয় আর পানির হিস্যার কথা বাদই থাক..... দায়িত্ব না নিতে পারলে স্বাধীনতার মূল্য থাকে না, আমাদের দেশপ্রেম শুরু থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে....... :-)
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬
মূর্তজা ফয়সাল(শুভ্র) বলেছেন: দেশে তো আরো জায়গা ছিলো,সুন্দর বনের কাছাকাছিই যে বিদ্যুৎ কেন্দ্র নির্মান করতে হবে এমন তো আর কথা নয়।আর স্বাধীনতার বহুবছর হয়ে গেছে,কিন্তু মানুষগুলো এখনো পরাধিনতার শৃঙ্খলে আবদ্ব কথাটা ঠিক।