![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন চলতে পারে না, চলবেনা। গনবিস্ফোরন হবে তবে সেটা সুধু একদলের বিরুদ্ধে নয় দুটো দলের বিরুদ্ধেই। জনগনের সয্যের সিমা যেদিন শেষ হবে সেদিনই হবে খেলা, যার গায় সামান্যতম রাজনীতির দাগ থাকবে তাকে যেখানে জনগন পাবে সেখাই গনধোলাই। ওরাতো মানুষ না রাজনীতিবিদ আজ এ দল মানুষ মারবে মানুষের অধিকারের কথা বলে কাল ও দল মারবে মানুষের অধিকারের কথা বলে, আসলে সব করে ওদের অধিকারের জন্য। ওরা ভাবে সবাই ওদের সাথে আছে আসলে ওদের সাথে কেউ নাই। সেটা প্রকাশ পাওয়া সমেয় ব্যাপার মাত্র।
আলোচনা হবো না।
আপনারা তো জনগের জন্য রাজনীতি করেন তাহলে জনগনের সার্থে সব কিছুইতো আপনাদের করা উচিত। আলোচনা করে সমাধান কেন হবে না। ডান্ড মেরে ঠান্ডা করার দিন এখন আর নাই।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫
মাটি আমার মা বলেছেন: ডান্ডা আর আলোচনার ফাকে যে মানুষ মরে শেষ তার কি হবে। দু পক্ষই পুড়ছে, কেউ দাবী আদায়ের জন্য কেউ জঙ্গী ট্যাগ লাগানোর জন্য। ক্রশফায়ার, আগুনে পোড়ানো কোনটা সমর্থন যোগ্য না। দু পক্ষকেই থামতে হবে। ক্ষমতায় বসলে সব বীর বাহাদুর, আর সব আরসোলা।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২
যোগী বলেছেন:
আলোচনা করলে সেটা রাজনৈতীক রিতীতে পরিনত হবে এর যারাই বিরোধী দলে থাকবে তারাই মানুষ পুড়িয়ে দাবী আদায়ের চেষ্টা করবে। এবং সেটা অনেক ভয়ংকর রুপ নিবে।
এই ভাবে মানুষ পুড়িয়ে মারা কে আগে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তার পর অন্য কথা বা আলোচনা।