নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিসুর র

তারাই আমার বন্ধু যারা বড় মনের মানুষ। ভয় পাই খারাপ কথাকে। ভালবাসি অসহায়কে। ঘৃনা করি নিকৃষ্ট মানুষিকতার মানুষকে।

আনিসুর র › বিস্তারিত পোস্টঃ

আজকের এই পরিস্থিতিতে সরকারের জয় হলে বাংলার জনগনের জয় হবে নাকী পরাজয় হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

টিভিতে টকশোতে আমাদের প্রধানমন্ত্রীর মুখে বলতে শুনি এই পরিস্থিতিতে যদি আপোষ করা হয় তবে সন্ত্রাসের সাথে আপোষ করা হবে। খুনিদের সাথে আপোষ করা হবে এবং একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে। পরবর্তিতে এভাবেই এই দৃষ্টন্ত অনুসরন করে সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেয়া হবে।



কথাটা যেমন সত্য তেমনি এটাও সত্য আজ এই পরিস্তিতিতে সরকারের পতন হলে ভবিষ্যতে আর কোন সরকার জোর করে, ভোটের অধিকার কেরে নিয়ে, দলীয় করন করে বাংলাদেশের ক্ষমতায় থাকার কথা দু স্বপ্নেও ভাববে না। বাংলাদেশের জন্য মন্দের চেয়ে ভালই হবে।



এরশাদ জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে পারে নাই। বাংলার মানুষের জয় হয়েছে।



বিএনপি জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে পারে নই। বাংলার মানুষের জয় হয়েছে।



আওয়ামিলীগ ঠিক এই পথে হাটছে। এবার দেখার পালা ইতিহাসের পুনরাভিত্তি হয় নাকি নতুন দুষ্টান্ত স্তাপন হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:

" এরশাদ জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে পারে নাই। "

-এরশাদ হাজার কোটী দখল করে নিয়ে এখনো ভালো আছে। এ ধরণের সিস্টেমে, ক্ষমতাসীনরা ক্যাপিটেলের মালিক হয়; সেজন্য উনারা দেশকে দখল করে ও করতে চায়।

জনতার বিজয় সম্ভব যদি জনতা রাজনীতি করে; জনতার একাংশ ভোট বিক্রী করার ফলে পুরো ভোটের কোন দাম থাকে না।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

গাঁও গেরামের মানুষ বলেছেন: উনার কথা গুরুত্ব দিয়ে নেওয়ার কিছু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.