![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান- ০১
হাট টিমাটিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দু'টি শিং
তারা হাটটিমাটিম টিম ।
এখানে দেখুন 'হাট টিমাটিম টিম' বলতে কবি কোন এক প্রাণী কে বুঝিয়েছেন । হতে পারে সেটা কোন পাখি, হতে পারে কোন পশু যারা ডিম পাড়ে বা হতে পারে কোন প্রাগঐতিহাসিক প্রাণী যারা ডিম পাড়ে মাঠে । কিন্তু বিজ্ঞানীদের নিরলস গবেষনার পরেও আজো কোন বিজ্ঞানী এমন ঘোষনা দেননি যে তিনি এ জাতীয় কোন প্রাণীর সন্ধান পেয়েছেন । কাজেই এটা একেবারে অর্থহীন আজগুবি কল্পনা ছাড়া কিছুই না ।
অতএব এ কথা নিঃসন্দেহে বলা যায় আমরা আমাদের শিশুদের যা শেখাই তা ভুল । এমন অর্থহীন ছড়া দিয়ে আর যাই হোক ভালো মানসম্মত জাতি গঠনের আশা করা যায় না । এ কথার সত্যতা আমরা যারা দেশকে নিয়ে ভাবি তারা হাড়ে হাড়ে টের পাচ্ছি । ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সকল ক্ষেত্রে আমাদের শৃঙ্খলা ভেঙ্গে গেছে ।
সুতারং আমাদেরকে ভবিষ্যতের গর্বিত বাঙ্গালী জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে হলে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে । আর এ জন্য আমাদেরকে আমাদের শিশুদের শুরুতেই শেখাতে হবে-
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ।
আদেশ করেন যাহা মোর গুরুজনে
আমি যেন সেই কাজ করি ভালো মনে ।
কিন্তু আমরা বর্তমানে যা দেখছি তা সব উল্টো ।কেন ? সেটা কিসের ফল? তা আমরা সবাই না জানলেও উপলব্ধি করতে পারি । সবশেষে একথা অবশ্যই বলা যায় অর্থহীন আজগুবি ছড়া বা বিষয় ছেড়ে অর্থপূর্ণ বিষয় না শেখাতে পারলে আমাদের সন্তানরা সবকিছুই হয়তো পারবে বা করবে কিন্তু সত্যিকারে মানুষ হয়ে জাতি গঠনের হাতিয়ার হতে পারবে কিনা সন্দেহ আছে । তাই সময় থাকতেই সাবধান হতে হবে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৬
অপঠিত দৈনিকী বলেছেন: বাচ্চাদের শিক্ষা দেওয়া টা যেমন জরুরি তেমনি আগ্রহ বজাই রাখতে মজা দেওয়াও আবশ্যক। এজন্য জ্ঞানমূলোক পাঠ্যসূচির পাশাপাশি আনন্দ মূলক পাঠদান ও জরুরি।
হ্যা তবে কথা সত্য যে উক্ত প্রথম ছড়ার (মজাদার/আনন্দ) মতো পাঠ জ্ঞান সমৃদ্ধ পাঠের চেয়ে ঢের বেশি আছে পাঠ্য বই এ, তার মানে বর্তমান পদক্ষেপ হওয়া উচিত এই না যে আনন্দমূলোক পাঠ গুলো অপসারন করা হোক।