![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমারে ভালোবাসিয়া সখি
জীবন হইলে ক্ষয় !
পরকালেও ভালেবাসিব,
মনে যদি মোর রয় ৷
'
ঐহিক হলো স্বপ্নের মত
নিদ্রা তার শেষ,
পারত্রিকে পাইয়া তোমায়,
মিটাব সব রেস ৷
'
তোমার পানে নেত্র দিয়া,
থাকিব যত রত
সাত ভুবন এভাবেই
হয়ে যাবে গত ৷
'
ক্ষন প্রভা রুপে সখির
সপি কায় মনঃ !
শেষে অচিন্ত অপমান
দিল প্রিয় জন ৷
'
সুকেশু সুন্দরী সখি
তোমায় করিয়া মার্জন ৷
পণ করেছি, দিলাম তোমার
বদন বির্সজন ৷
২| ১২ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৫৪
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২
বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন!