![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনে হায় প্রেম কত সোজা
যৌবন কতক্ষন থাকবেরে রোজা ৷
সবাইতো করে - আমিও না হয় করি ৷
মেয়েরা খোজে স্মার্ট, ছেলেরা সুন্দরি!
কেউ মেকাপের সাদা রং চেহারায় ঘসে
কেউ বা মেয়ে দেখে ক্যানটিনে বসে ৷
ভাব হয়, কথা হয়, পরে হয় প্রেম
আরো ভাল হয় যদি বয়সটা হয় সেম সেম ৷
আবেগে পড়ে তারা করে কত রঙ্গ
মন চায় সারাক্ষণ দেই তার সঙ্গ ৷
এইখানে ওখানে বসে করে গল্প
ক্লাস টাইমের জন্য সময়টা অবশ্য অল্প ৷
রাত ভর ফোনে চলে হাজারো কথা
মরে যাবো, তুমি মোরে দাও যদি ব্যথা ৷
সার্থে যদি কভু পড়ে কারো টান
মূহুর্তে প্রেম ভেঙে হয় খান খান ৷
টাইম লাগেনা নতুন আরেরটা ধরতে
হাত এখন তার পেকে গেছে ঐসব করতে ৷
এটাই হলো এ যুগের প্রেম
ধরো, ছাড়ো; প্রেম যেন গেম!
২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬
হাবিবুর অন্তনীল বলেছেন: হুমমম
২| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৯
আবু দারদা সেলিম বলেছেন: লেখাটা... খুভ ভালো লাগলো
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: এটাই হলো এ যুগের প্রেম

ধরো, ছাড়ো; প্রেম যেন গেম!