![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাম্বুরী, তোমার অম্বর জুড়ে মেঘের ঘনঘটা
ও সলিলে দিতে চাই সামান্য আলোর ছটা,
তোমার অশান্ত ঊর্মি আমায় মেনে কি নেবে?
কিছু অপমান তারপরও পিছুটান,
বলো তোমার মন কি আমায় দেবে ৷
নয়তো নাশ করে দেব এ পরাণ !
'
আজ গগন কাঁদছে কেউ শুনবেনা
তারকাও বুঝি কেউ গুনবেনা, তাই
সাড়া দাও ফেলে সব সংকোচ, শরম
হাতে মোর সময় যে কম ৷
'
শুধু আমিই জানি,
তোমার তরে এসেছে মহাপ্রলয়ের দৈব বানী
তার সাথে সর্বনাশ কতখানি ৷
সইবে আঘাত এ বয়স হয়নি এক্ষনি,
তুমি যে কৌশরী !
তাইতো তোমার পার্শ্বে আমি, নীলাম্বুরী ৷
©somewhere in net ltd.