![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীর অন্তরে ফেরারি দস্যু ঢুকে
সঞ্চিত ইজ্জত লুন্ঠন করছে !
বন্দি শিবিরের যোদ্ধারা কৈ?
অনাগত শিশুটি মাতৃগর্ভে তোমাদের
মুক্তির আহ্বানের প্রহর গুনছে,
এসে কাঁটা মুক্ত কর ৷
'
কাল মেঘের এতো সাহস !
বাংলার আকাশে উড়বে,
সূর্য সন্তানেরা উত্তপ্ত হয়ে গলিয়ে দাও ঐ মেঘ
,
কিছু নেশা গ্রস্থ কুপ
মাদকের স্পর্শের মত নেশার বানে
ফুলে ফেঁপে ভরে যাচ্ছে ৷
চাঁষার গোয়ালে কিছু বুনো ষাড়
পৌষ্যকুলের আহার কাড়ছে ৷
রাষ্ট চলছে সিনেমার মত,
এ কিছুতেই হতে দেওয়া যায় না
বন্দি যোদ্ধারা, অসুস্থ জাতীকে বাঁচাও ৷
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা