![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকারণে ভালোবাসি
চাইনা খুজতে কারণ।
অামি কাব্য চাষি
সুদ্ধতায় করি চারণ।
গাহি গান
বসন্ত যবে দেয় উঁকি।
ভরে প্রাণ
এতেই অামি সুখি।
অামার নেই কোন তাড়া
নই অামি উন্মাদ নই হন্যে।
এতটুকু জানি অামি ছাড়া
তুমি ভাবো না কারো জন্যে।
এতো দিন ধরে ভালোবেসে
একটা অাকাঙ্খা মনে পড়ল যেন।
ভাবছি বসে বেলা শেষে
তুমি এতো সুন্দর কেন!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
হাবিবুর অন্তনীল বলেছেন: ব্যাখ্যা টা অাপনি যেমনটি ভাবছেন তেমন নয়।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বানানের করুণ অবস্থা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯
হাবিবুর অন্তনীল বলেছেন: চিন্তিত হলাম, বার বার খুজলাম ভুল পেলাম না। অাপনি ভুলগুলো শনাক্ত করুণ
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা সতত
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
কবিতায় ওর সৌন্দয্য-হানী হয়েছে