![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরবে যে প্রতিষ্ঠানটি দিনের পর দিন silent killer দের মত দুর্নীতি করে যাচ্ছে তার দিকে অামাদের চোঁখই পড়ছে না।
হ্যাঁ অামি বিদ্যুৎ অফিসের কথা বলছি।
এরা যে কিভাবে অাপনাকে অাছোলা বাঁশ দিয়ে যাচ্ছে অাপনি হিসাব না করলে বুঝতে পারবেননা।
এদের কর্মীরা যখন বিল লিখে নিয়ে যায় প্রায় প্রতিটা বিলেই ইউনিট বেশি লেখে।
অামার কাছে যদি প্রমাণ চান বলবো অাপনিই প্রমাণ, অাগামি মাস থেকে অাপনিও মিটারের হিসাব রাখুন প্রমাণ পেয়ে যাবেন।
এদের অফিসে রিপোর্ট দিয়ে কোন লাভ হয় না। বরং অাপনি প্রতিবাদ করতে গেলে এরা অাপনার বাসার লাইনটা বিনা নোটিশে কেঁটে দিবে।
জনগণের মাথায় কাঠাল ভাঙার সাহস এরা পায় কৈ?
নাকি এই দুর্নীতিরর পিছনে কোন নেতা মার্কা জনগণদের হাত অাছে।
দেশ অামাদেরকে বলে হে জাতি তোমরা এগিয়ে যাও অামরা দেশকে বলি হে দেশ তোমার দরকার হয় তুমি এগুতে থাক!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
হাবিবুর অন্তনীল বলেছেন: দেশটা কোথায় যাচ্ছে ভেবে দেখেছেন? এরা নাকি এখন মিটার না দেখেই বিল করে। একজনের ঘাটতি অন্যকে দিয়ে পুষিয়ে নেয়।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
শাহিন-৯৯ বলেছেন: প্রকাশ্যে ব্যাংক লুট হচ্ছে, সেখানে এটাতো অতি ক্ষুদ্র অন্যায়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬
হাবিবুর অন্তনীল বলেছেন: কোটি কোটি গ্রাহককে এরা ঠকাচ্ছে, এটাও কম বড় অন্যায় নয়।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৪
মাআইপা বলেছেন: আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এ মাসে আমার বিল এসেছে ১৭৩ এবং ২১০ (আলাদা ২টি মিটার) অথচ এর আগেও আমি ৪০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বিল দিয়েছি। আমি যখন আমার পরিচিতদের বললাম যে, আমার বিল কম এসেছে ওরা বললো ওদেরটাও কম দিয়েছে। এখন ভয়ে আছি কখন আবার সুদে আসলে একবারে ঘাড়ে চাপায়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫
হাবিবুর অন্তনীল বলেছেন: ঘাড়ে চাপাতেই পারে, ওদের কাজই এটা।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামরা বীরের জাতী
তাই পকেট কেটে টাকা নিলেও চুপ থাকি
কারণ অামরা উদার তাতী
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
হাবিবুর অন্তনীল বলেছেন: ভালো বলেছেন ভাই
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৭
রানার ব্লগ বলেছেন: নিত্য প্রয়জনীয় জিনিস নিয়া যাহারাই বানিজ্য করছেন তাহাদেরই পোয়াবারো !!! কি করিবেন , কিচ্ছু করার নাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
হাবিবুর অন্তনীল বলেছেন: হ্যাঁ অামাদের কিছুই করার নাই
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
তারেক ফাহিম বলেছেন: মিটার দেখে এরা বিল করে না
আপনার বিগত মাসের ইউনিট অনুযায়ি ২/৪ ইউনিট বাড়তি রেখে বিল করে।
আমার একবার ৫০০ ইউনিটের মত বেশি করছে, আমি মেইন মিটারের একটি ছবি সাথে স্থানীয় একটি স্থানীয় নেতা ব্যাচ কাজ হয়ে গেলো, মিটার দেখে আর না দেখে আমার ইউনিট এখন ১০০ এর উপরে উঠে না, আপনিও করতে পারেন।