নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Take every RISK, Drop every FEAR & Make the best of EVERYTHING.

আব্দুল্লাহ আল ফারুক ( অন্তু )

আব্দুল্লাহ আল ফারুক ( অন্তু ) › বিস্তারিত পোস্টঃ

এস এস সি রেজাল্টের পর কি ? হতাসা ? নাকি নতুন জীবনের সূচনা ?

১৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৪

চারিদিকে A+ নিয়ে স্বাগতম আর শান্তনা দেওয়া চলতেই আছে। একটু ভিন্ন কথা বলি।



ভালো রেজাল্টের অবশ্যই মূল্য আছে। A+ পাওয়াটা এতটা সোজা না সোজা হলে এত কম A+ পেতনা। তবে আমাদের মেধার মুল্যায়ন যে সঠিক ভাবে হয়না সেটার জলজ্যান্ত প্রমাণ আমি ।



এস এস সি তে আগের ব্যাচে ১০০+ A+ পেলেও আমাদের ব্যাচে পেয়েছিল হাতে গুণে কয়েকজন আরও মজার তথ্য হল আমাদের শেষ পরীক্ষার দিন বাইরের ছেলেরা পরীক্ষা হলে মারামারি করেছিল অথচ নাম হয়েছিল আমাদের স্কুলে। এর পর যেখানে সিট পড়েছিল সেখানকার প্রিন্সিপাল আমাদের শাশায়ে গেছিল কিন্তু তিনি যে আমাদের সবার রেজাল্টের এমন হাল করবেন এটা আশা করা যায়নি।



আরো অবাক হয়েছিলাম যখন প্রায় সকল ছাত্র ছাত্রী খাতা চ্যালেঞ্জ করেছিল কিন্তু রেজাল্ট আপডেট হয়েছিল মাত্র একজনের। সুধু আমাদের স্কুলের না সব স্কুল থেকেই একই অবস্থা। আমাদের স্পেশাল কেস টা আমাদের প্রিন্সিপালও কিছু করতে পারেনি ।



এখন আসি Thomas Alva Edison এর উক্তিতে। তার উক্তিটি ছিলঃ Single sheet of paper cannot decide my future. কথা সত্য যদি নিজের কাজে সৎ থাকো তুমি কিন্তু অবশ্যই কোন একদিকে জোড় নজর দিতে হবে। স্টিভ জবস যখন জেনেছিলেন তার জন্য কলেজ পড়াটা নিতান্তই অপচয় কিন্তু তিনি থেমে থাকেনি তিনি ব্যস্ত ছিলেন নিজের কাজ প্রকাশ করার জন্য আর তিনি সেটাই করেছেন।



বিল গেটস বলেছিলেনঃ আমি পরীক্ষায় ফেল করেছিলাম আর আমার বন্ধু পাশ করেছিল কিন্তু আজ আমি সফটওয়্যার কোম্পানীর মালিক আর আমার বন্ধু আমার কোম্পানির ইঞ্জিনিয়ার। সেও ফেল করে থেমে যাইনি বরং তার লক্ষ্যে পোছানোর জন্য চেষ্টা করেছে আর সে করেই ছেড়েছে...



সামনে আরো বড় সুজগ আসবে সেগুলো কোনভাবেই হাতছাড়া করা যাবেনা। শুভকামনা রইলো সবার জন্য। যে খারাপ থেকে ঘুড়ে দাড়াতে পারবে সেই তো প্রকৃত যোদ্ধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.