![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষার্থী। স্বশিক্ষিত হতে চাই। দেশকে কিছু দিতে চাই। কথা বেশি না বলে কাজ করতে চাই।
হেফাজতে ইসলাম বলে কোন একটা দল বা গোষ্ঠি থাকবে এটা আমি মানতে পারিনা। কারণ ইসলাম এমন একটা মহান ধর্ম (আমিসহ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী) যাকে হেফাজত করার জন্য কোন দলের প্রয়োজন নেই। তাহলে হেফাজতে ইসলাম বলে যে একটা দল দেশে বিশৃংখলা সৃষ্টিতে মদদ দিয়েছে তারা কারা? আশা করি সম্মানিত পাঠকগণ সঠিক উত্তর দিয়ে আমাকে সহায়তা করবেন। তবে আমার মতে এরা বিশেষ কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। যদি তা-ই না হবে তাহলে বিশ্ব ইজতেমা চলাকালীন দেশে অনির্দিষ্ট কালের অবরোধ চললেও তথা কথিত হেফাজতে ইসলাম চুপ কেন? ইসলামের নাম ভাঙ্গিয়ে যারা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করে বা নিজের পকেট ভারী করে তাদেরকে দেশ ও জনগণের স্বার্থে আইনের আওতায় আনতে হবে। হেফাজতে ইসলামের মত নামধারী সকল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা ইসলামের নামে ভণ্ডামী করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। পরিশেষে ইসলাম মহান আল্লাহর মনোনিত ধর্ম একে হেফাজত করার জন্য কোন দল বা বিশেষ গোষ্ঠির প্রয়োজন নেই।
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
দধীচি বলেছেন: যারা ইসলামকে পছন্দ করে না, তারা হেফাযতে ইসলামকেও সহ্য করতে পারে না। পরের সমালোচনা করার আগে নিজের দিকে তাকান। বলুন ইসলামের প্রচার প্রসারের জন্য কতটুকু কি করেছেন? সারাদিন মদ গিলে ব্লগে এসে হেফাযতের নিন্দা করা ভণ্ড কুকুরের স্বভাব।
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
অনুকাব্য০০৭ বলেছেন: সম্মানিত দধীচি, ইসলাম আমার প্রাণের ধর্ম। আমার জানা মতে অন্যের নিন্দা করা বা অন্যকে গালি দেয়া ইসলাম সমর্থন করে না। আপনার মন্তব্য দেখেই আমি বুঝতে পারলাম আপনি কেমন ধরনের ইসলামের সমর্থক। ও হ্যাঁ দধীচি নামের অর্থ জানেনতো? আপনার জ্ঞাতার্থে বলছি দধীচি অর্থ পূরাণোক্ত মুনিবিশেষ। আগে মুসলিম হিসেবে নিজের নামটা ঠিক করুন। না হলে পরকালে এর জন্য জবাব দিতে হবে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
নুর ইসলাম রফিক বলেছেন: আমি এখানে নিশ্চুপ।
ধর্ম বিষয়ে আমার কোন শক্ত জ্ঞান নেই।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
সামুরাই হান বলেছেন: এখন হেফাজত যদি আওয়ামিদের এজেন্ডা অনুযায়ি কাজ করে তাহলে এর চেয়ে ভাল আর কিছু হবে না
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭
অনুকাব্য০০৭ বলেছেন: আপনার ধারনা ভুল ইসলাম নিয়ে যারা কাজ করে তারা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে এটা কাম্য নয়। যারা এ ধরনের কাজ করে তারা সব সময় আমার কাছে নিন্দনীয়।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
কুয়েটিয়ান পাভেল বলেছেন: হেফাজত বর্তমানে ইসলামের হেফাজত করে না, রাজনীতিক দলকে হেফাজত করছে বলে মনে হচ্ছে
৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: আপনাদের ৯৬ বিজয় এবং ২০০৮ এর ভোট ব্যাংক ছিলো হেফাজত(যদিও হেফাযত নামে তখন ছিলো না)।আর এই হেফাযত ছিলো বাংলাদেশের সবচেয়ে সহজ সরল দুনিয়াবী ধ্যান জ্ঞান সম্পর্কে কম জানা ধর্মভিরু সাধারন জনগণ ।কিন্তু মাইনষের কি আর সব দিন এক রকম যায়? যায় না ।তারা জেনেছে আপনাদের কপটতা সম্পর্কে এবং ধর্মের নাম দিয়া ব্যাবসা করাটাকে।আর মুখে তাহাজ্জুতের আর কম করেন ক্রুসেডারদের মত
৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
তানভির জুমার বলেছেন: ভাই দয়া করে বলবেন অবরোধকারীরা কয়টা ইজতেমার বাসে আগুন দিয়েছে? ঘোষনা ছাড়া ইজতেমার সকল করমকান্ড অবরোধের আওতামুক্ত রয়েছ. আরো একটা প্রশ্ন ভাই এই ৯০% মুসলীমদের দেশে সেক্যুলারিজমের প্রতিষ্ঠাতা কারা?
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
মাঝিবাড়ি বলেছেন: একদম ঠিক বলেছেন