নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পথ চলা আমার পথে....

ভালো লাগে স্বপ্ন দেখতে। চাই নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে। ফটোগ্রাফির প্রতি বেশ দূর্বলতা আছে। পারি আর না পারি চেষ্টা করে যাই....

অনুপম শুভ

আয়না দিন, অন্তহীন......ভাংচুর....

অনুপম শুভ › বিস্তারিত পোস্টঃ

মানুষগুলো কি আসলেই কুকুরের মত হয়ে যাচ্ছে…???

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৫

কথা প্রসঙ্গে গতকাল বিকেলে একজন বলল, আজকাল মানুষ গুলো নাকি কুকুরের মত হয়ে যাচ্ছে। তারা আজ একজনের সাথে সম্পর্ক তৈরী করে, আবার কিছুদিন যাবার পরে অন্য কারো সাথে নতুন সম্পর্ক গড়ে তোলে।আমি জানিনা তার এই কথা কতখানি সত্যি, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা আসলে তা নয়। জীবন তো দু’এক দিনের নয়, অনেকটা পথ এ জীবনে পাড়ি দিতে হয়। আর এই চলার পথে কারো সাথে সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক। আর কোন কারণে যদি সেই সম্পর্ক ভেঙে যায় তাহলে কি করা ? জীবনের গতিপথ কি ওইখানেই কি থেমে যাবে ? একটা ভেঙে যাওয়া সম্পর্কের জেড় ধরে কি থমকে যাবে জীবনের সব খুশি আর আনন্দ ? না এমনটা হতে পারে না। শুধুমাত্র একটা সম্পর্ককে কেন্দ্র করে যেমন একটা জীবন গড়ে ওঠে না, তেমনি করে একটা সম্পর্ককে কেন্দ্র করে একটা জীবন শেষও হতে পারে না।

যে চলে যাবার সে চলে যাবেই। তাকে তো কোন ভাবেই ধরে রাখা যাবে না। তাই বলে তার জন্য্ বাকি জীবনটা নষ্ট করার তো কোন মানে আমি দেখি না। সৃষ্টির সেরা জীব মানুষ। শ্রষ্টা তাকে বিচার-বুদ্ধি সবই দিয়েছেন।আবার যেহেতু মানুষ সামাজিক জীব, তাই সে একা কখনো থাকতে পারে না, থাকা সম্ভবও না। তাই জীবনে বেঁচে থাকার তাগিদেই তাকে কারো না কারো সাথে একটা বন্ধন তৈরী করে নিতে হয়। কিন্তু কোন কারণে যদি সে বন্ধনে ফাটল ধরে…??? যদি সে বন্ধন ভেঙে যায় ? তাহলে…?? তাহলে জীবন কি ওখানেই থেমে যাবে ? ওখানেই কি মুছে যাবে জীবনের সব রঙ ? নাকি জীবন এগিয়ে যাবে নতুন গতিতে ? আর সেই নতুন চলার পথে যদি কারো সাথে নতুন কোন সম্পর্ক হয়েও যায়, তাহলে সেটা কি অপরাধ ? জীবন তো এত সস্তা নয় যা একটা মানুষের জন্য থেমে যাবে। জীবন তো নদীর মত। ভাঙা গড়া নিয়েই এগিয়ে চলে তার গতিপথ। কখনো প্রয়োজনের খাতিরে বদলাতে হয় সে চলার পথ। কিন্তু তাই বলে নদীর স্রোত তো কখনো থেমে থাকে না, সেতো ঠিকই এগিয়ে যায়।নাকি পাড় ভাঙার দুঃখে সে থমকে দাঁড়ায়? তাহলে জীবনের ছোট বড় ভাঙণকে কেন্দ্র করে জীবন কেন থেমে যাবে ? কেন নতুন কোন সম্পর্কের ডানায় ভর করে জীবন এগিয়ে যেতে পারবে না ? একটা ভেঙে যাওয়া সম্পর্কের উপর নতুন একটা সম্পর্ক গড়ে উঠলে কেন তা দোষের কিছু হবে ?

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫২

নুভান বলেছেন: কুকুর অত্যন্ত বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রানী। তাহাদের নামে কুৎসা রটানোর ও তাদের মানুষ বলে গালি দেয়ার তীব্র পেরতিবাদ জানাই। :P

২| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৪

কিংবদন্তিআগন্তুক বলেছেন: ঠিক লিখছেন, কোন সর্ম্পককে জটলি বানানো ঠিক নয়।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৮

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বই মানুষকে কখনো ছেড়ে যায় না। তাই বইয়ের সাথে সম্পর্ক করাই ভাল।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪১

মেঘ রোদ্দুর বলেছেন: ভেঙে যাওয়া সম্পর্কের উপর নতুন একটা সম্পর্ক গড়ে উঠলে দোষের কিছু নাই......কারন জীবনকে থামিয়ে দেয়া যায় না।

কিন্তু সম্পর্ক ভাঙা-গড়াটাকে আজকাল কেউ কেউ ফান হিসেবে নেয় আর এজন্যই তাদের ইতর প্রজাতি বলে মনে হতে পারে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬

পাপতাড়ুয়া বলেছেন: যে চলে যাবার সে চলে যাবেই। তাকে তো কোন ভাবেই ধরে রাখা যাবে না। তাই বলে তার জন্য্ বাকি জীবনটা নষ্ট করার তো কোন মানে আমি দেখি না।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২২

শামীম দ্যা রক্ বলেছেন: মানুষ যদি একটু কন্সিডারেবল আর রেস্পন্সেবল হয় তাহলে এসব হতোনা। অনেক তুচ্ছ কারণে, মিসআন্ডার্স্টান্ড এর কারণে সম্পর্ক ভেঙগে যায়। একজন আরেকজনকে বিস্বাশ করতে পারেনা। আবার ৩য় পক্ষের হাত থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.