নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত অপ্রিয়ই হোক, সত্য বলতে আমি দ্বিধা করি না। আমি সদাই সত্যে অবিচল। অন্যের কাছে থেকে কিছু জানা আমার শখ।
ইসলামী ফরায়েজের কতেক হিসাব খুবই জটিল। এই জটিল হিসাবটি সহজে বের করার জন্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে একটি সফটওয়ার ছাড়া হলেও অনেকে না জানার কারনে তা ব্যবহার করতে পারছেন না। উত্তরাধিকার,কম থেকে এটা উম্মোচন করা হয়েছে। এর ব্যবহার বিধি খুবই সহজ। মৃত ব্যক্তির কে কে আছে তা ক্লিক করে দিলেই কাজ শেষ। ইউটিউবে ব্যবহার বিধি পাওয়া যাচ্ছে। এই ফ্রি সফটওয়ারটির জন্যে নীচের লিংকে ক্লিক করুন।
এখানে ক্লিক করুন
ব্যবহার বিধি জানতে এখানে ক্লিক করুন।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
বিষাদ সময় বলেছেন: চমৎকার ক্যালকুলেটর। যখন ল পড়তাম তখন VB দিয়ে একটি আ্যমেচার ক্যালকুলেটর তৈরী করেছিলাম। আপনার ক্যালকুলেটরটি একটি ভাল প্রফেশনাল ক্যালকুলেটর মনে হচ্ছে।
তবে আপনার এ ক্যালকুলেটরে আউল এবং রাদের হিসাব ঠিক মত হয় কিনা তা একটু যাঁচাই করবেন।
কারণ আপনার প্রথম (এক ক্লিকেই ফারায়েজের হিসাব বের করুন) ক্যালকুলেটরটিতে ১জন কন্যা এবং ১ জন স্ত্রী ইনপুট দিলে রেজাল্ট সামান্য ভুল করছে মনে হয়।
চমৎকার একটি উদ্যোগ এর জন্য আপনাকে অভিনন্দন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জনকল্যাণমূলক পোস্ট। সরকার এই সফটওয়্যারের প্রচার করে না কেন? তাদের তো টাকার অভাব নাই।