নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার স্বাধীনতায় বিশ্বাস করি।

আমি সত্যে অবিচল।

আনোয়ার আলী

যত অপ্রিয়ই হোক, সত্য বলতে আমি দ্বিধা করি না। আমি সদাই সত্যে অবিচল। অন্যের কাছে থেকে কিছু জানা আমার শখ।

আনোয়ার আলী › বিস্তারিত পোস্টঃ

অ্যাডাম সি মিলারের ফেসবুক ফর্মূলা ফ্রি-তেই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮


অ্যাডাম সি মিলার সর্বপ্রথম ফেসবুক থেকে আয়ের পূর্ণাঙ্গ আইডিয়া প্রকাশ করেছিলেন। তার লিখিত বইটির নাম ‘ফেসবুক ক্যাশ ফর্মুলা’। তার লিখিত বইটি সারা বিশ্বে ফেসবুকপ্রেমীদের মধ্যে হৈচৈ ফেলে দেয়। কিন্তু দুঃখজনক হলো, তিনি বইটি বিনে পয়সায় দিতে রাজি হননি। গুগুল বুকস-এর রাজ্যের সব বই বিনে পয়সায় পাওয়া গেলেও অ্যাডাম সি মিলারের লেখা বইটির এ্যাড থাকলেও বইটি দেয়া হয়নি। এটি কিনতে বাংলাদেশী প্রায় চব্বিশ হাজার টাকার মত খরচ করতে হয়। তার এ বইটির অনুকরনে অনেকে অনেক বিকৃত ফর্মুলা পরিবেশন করেছেন। কিন্তু সব ফর্মুলায় ফেসবুক থেকে সহজে আয় করা সম্ভব নয়। আমি ইতিমধ্যে ২০০০/-টাকা (সাথে লক্ষ টাকার সময়ও) ব্যয় করে তথাকথিত ট্রেনিংও সম্পন্ন করেছি। কিন্তু সব জায়গাতেই একটা ফাঁকা জায়গা কিন্তু থেকেই যায়। কেউই সবকিছু উজার করে দিতে রাজি নয়। কিছু ফর্মুলা প্রকাশ করলেও কোন এক অজ্ঞাত কারনে পুর্নাঙ্গ ফর্মুলা প্রকাশ করা থেকে তারা বিরত থেকেছেন।

তবে কিছু টেকনিক প্রয়োগ করে আপনি অবশ্যই সপ্তাহে অন্ততঃ ২৫০-৩০০ ডলার রোজগার করতে পারবেন। এটা নেহায়েতই কম রোজগার। কিন্তু মজা করে কিছু রোজগার করতে পারলে মন্দ কি! এটা তো কোন প্রফেশন নয়। এটাকে প্রফেশন ভাবাও ঠিক নয়। যারা কেবলই রোজগারের উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করতে চান, তাদেরকে সবিনয়ে অনুরোধ এটা তাদের জন্য নয়। পত্রিকার পাতা খুললেই ফেসবুক ট্রেনিং-এর উপর চটকদার বিজ্ঞাপন দেখতে পাবেন। বলা হয়, নিশ্চিত ইনকাম। আসলে ইনকামটা তাদেরই হয়। পুরো এক মাস ট্রেনিং নিয়ে ডাটাবেজ-এর অভাবে ট্রেনিংকারীরা কোন রোজগার করতে পারেন না। তবে আবারও স্মরন করিয়ে দিচ্ছি, অবশ্যই এটা কোন প্রফেশন নয়। বরং মজা করতে করতে কিছু রোজগার। এটাকে সিরিয়াস না নেয়াই বুদ্ধিমানের কাজ। আপনি একটু সিরিয়াস হলে দৈনিক ২০০ ডলার করে আয় করতে পারেন। এটা আদৌ কোন কঠিন কাজ নয়। প্র্যাকটিস করে একবার আয়ত্ব করতে পারলেই কেল্লা্ ফতে। একটা ক্লাস ফাইভের ছেলেও এটা খুব সহজেই পারবে। সরকার ইতিমধ্যে ‘বাড়ি বসে বড়লোক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসুচি চালু করেছে। এটা তেমনই একটা কর্মসুচি। তবে ফর্মুলা ভিন্ন। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। ফেসবুক একটা বিশাল মাধ্যম। ১.৫ বিলিয়ন কার্যকর ব্যবহারকারী নিয়ে এটা এক নম্বর সোস্যাল নেটওয়ার্কই কেবল নয়, সাথে সাথে এটা অর্থ উপার্জনেরও একটা বিশাল মাধ্যম। এটাকে আমরা বলি সোস্যাল মিডিয়া মার্কেটিং। এর জন্যে প্রয়োজন কিছু কার্যকর ফর্মূলা। বিনামুল্যে সেগুলো পাচ্ছেন আপনি। কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে না। অযথা সময় ও অর্থ নষ্ট করার প্রশ্নই আসে না। অতি সহজ ও কার্যকর কিছু ফর্মূলা সম্বলিত একটা ‘ই-বুক’ ফ্রি-তেই ডাউনলোড করে নিন।

ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.