নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত অপ্রিয়ই হোক, সত্য বলতে আমি দ্বিধা করি না। আমি সদাই সত্যে অবিচল। অন্যের কাছে থেকে কিছু জানা আমার শখ।
অনলাইনে নাস্তিক বা অবিশ্বাসী ভাইদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পড়তে বাধ্য হই মহানবির মৃত্যুর ১০০ বৎসরের মধ্যে লেখা ১ম জীবনী গ্রন্থ ইবনে ইসহাকের সীরাতে রাসুলুল্লাহ (স)। এর পর ইবনে হিশাম, আল-ওয়াকেদী, ইবনে সা’দ, ইবনে জারির তাবারি, ইবনে কাথিরের লেখা বই। মহানবির জীবনের অনেক কিছুই আমরা জানি না। আবার অনেক কিছুই ভুল জানি। আমার সন্তানদের মহানবির জীবনী শেখাবার জন্যে বাংলায় লেখা বিভিন্ন লেখকের বই ঘেঁটে দেখেছি। সেসব পড়ে তারা নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে বলে আমার মনে হয়নি। আবার অনেকেই আদিগ্রন্থের অনুসরনে জীবনী লিখেননি। লিখেছেন নিজের আবেগ, শুনা কথা আর দুর্বল হাদিসের ভিত্তিতেও। কাজেই নিজেকেই উদ্যোগ নিতে হলো। আদিগ্রন্থ দেখে দেখে ছোটদের উপযোগী করে জীবনী লেখা আসলেই কঠিন কাজ বটে। তবুও অসাধ্য সাধন করলাম গত রমজান মাসে। প্রকৃতই কাজের কাজ কিছু হয়েছে কিনা এখনো শিওর না। কয়েকজন বিজ্ঞ আলেমকে দেখিয়ে তাদের পরামর্শে কিছু এডিট করে কাজ শেষ করেছি। পিডিএফ আকারে বইটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। কোন রকমের পরামর্শ বা ভুল ত্রুটি ইনবক্সে বা আমার ওয়েবসাইটে দেয়া ই-মেইলে জানালে বাধিত হব
বইটি বিনামূল্যে ডাউনলোড করে নিন।
২| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮
প্রবাসী দেশী বলেছেন: অসাধারন একটা কাজ করেছেন।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
৪| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাসুল (সা) কে উপস্থাপনের ক্ষেত্রে আরো সতর্কতার দরকার।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডাউনলোড করতে পারছিনা কিন্তু পড়া যাচ্ছে , কিছু অংশ পড়েছ্ বাকিটাও পড়বো। অসাধারন একটা কাজ করেছেন।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।