|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 ৬টি অসাধারণ শিক্ষা বিষয়ক সাইট-
১।  www.livemocha.com
 ভাষাশিক্ষার জন্য ভাষা শেখার কাজে ব্যবহৃত একটি সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট লাইভমোচা ।
২।  speedcrunch.org স্পিডক্রাঞ্চ হচ্ছে অত্যন্ত শক্তিশালী ডেস্কটপ ক্যালকুলেটর । এই ওয়েবসাইটটি বিভিন্ন গানিতিক সমস্যা সমাধানের জন্য খুবই উপযোগী । এটি সংশ্লিষ্ট বিষ্যে একটি সহায়ক তথ্য-উপাত্তভান্ডারও বটে। 
৩।  http://www.ptable.com  রসায়ন বা কেমিস্ট্রি শিক্ষার জন্য একটি কার্যকর ওয়েবসাইট হতে পারে । এতে ডায়নামিক পিরিয়ডিক টেবিলসংক্রান্ত নানা তথ্য রয়েছে  এ ওয়েবসাইটে । 
৪।  www.popsci.com  বিভিন্ন উপাদনের পিরিয়ডিক টেবিল ওয়েবসাইট।
৫। www.fold.it জীববিদ্যাবিষয়ক তথ্যনির্ভর ভালো মানসম্মত ওয়েবসাইট ফোল্ডইট ।
৬। www.mathway.com  আর গনিতবিষয়ক অনলাইনে সবচেয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট হতে পারে ম্যাথওয়ে ।
সূত্রঃ আমাদের সময় - ১৫ মে ২০১৩ (এম. হাসান)
 ৪ টি
    	৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ।
২|  ১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:২৯
১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:২৯
খাটাস বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ। রেখে দিলাম।
৩|  ১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
আনোয়ার ভাই বলেছেন: রেখে দিন কাজে লাগবে
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
১৫ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
বিদেশী বাঙালী বলেছেন: আপনাকে ধন্যবাদ।