|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
             
বাবা মায়ের দেয়া নাম ছিল মোসাম্মত আমিরুন নেসা খানম।  চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজ তার নাম দেন রাণী সরকার। ১৯৬২ সালে ‘ চান্দা’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জীবন শুরু তার। এরপর তালাশ, বন্ধন, তিতাস একটি নদীর নাম, দেবদাস কত ছবিতেই না অভিনয় করেছেন তিনি।
ফ্লিমের মন্দ চরিত্রে অভিনয় করা এই শিল্পী ব্যক্তি জীবনে খুব সরল মানুষ। নিজের মা ও স্বজনদের কথা ভেবে বিয়ে করেননি তিনি। জন্ম সাতক্ষিরায় হলেও অনেক দিন ধরেই বাস ঢাকায়। শেষ জীবনে যখন তিনি নিজের পেট চালাতে পারেন না তখনো মৃত এক ভাইয়ের স্ত্রী, সন্তানদের আগলে রেখেছেন তিনি। মোহাম্মদপুরের ভাড়া বাসায় তার সাথে আছেন আরো এক ছোট ভাই।
রঙহীন, প্লাস্টার খসে যাওয়া বাসায় বাস সাদা কালো যুগের এক সময়কার দাপুটে অভিনেত্রী রাণী সরকারের। এখন আর সিনেমায় ডাকা হয় না তকে। শরীরে নানা রোগ বাঁধায় ঘর থেকেই বের হতে পারেন না তিনি। চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর, ম্যাগাজিন পত্রিকা অনন্যার দেয়া মাসিক অনুদানে সংসার চলে তার।
জীবনের এই পর্যায়ে এসে কারো সম্বন্ধে কোন অভিযোগ নেই অভিনয়ের ‘রাণী’ এক সময়কার ঢাকাইয়া চলচ্চিত্রের ‘প্যাথোজ কুইন’ খ্যাত রাণী সরকারের। শুধু আবেদন, পাশ্ববর্তী দেশে লাঠি হাতেও অভিনয় করে চলছেন কত বয়োবৃদ্ধ অভিনয় শিল্পী। আর আমাদের দেশে বয়স হলেই তার দিকে তাকান না নির্মাতারা।
অভিনয় জগতের মানুষ রাণী সরকার এখন টিভি, সিনেমা দেখেন না। তবে তা রাগ করে নয়। বরং বলা চলে তিনি দেখতে পান না। কঠিন হলেও সত্যি এই অভিনেত্রীর ঘরে একটি টেলিভিশন নেই। গত এক বছর যাবত তার পুরনো টিভিটা নষ্ট হয়ে আছে। যা মেরামত করার মত অর্থ নেই তার। মোটা কাপড় , ভাত যোগাতেই তার ত্রাহি অবস্থ। তাই টিভি দেখার বিলাস জন্মায় টিভি, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী রাণী সরকারের।
সিনেমায় যখন নারী শিল্পীর অভিনয় ছিল দূরহ ব্যাপার তখন এই রাণী সরকাররাই সাহস করে এগিয়ে এসেছিলেন। তাদের হাত ধরেই  এত সমৃদ্ধি পেয়েছে বাংলা চলচ্চিত্র। এখন রঙীন জগতের শিল্পীরা কি সাদা কালো যুগের এই শিল্পীদের সাহায্যে এগিয়ে আসতে পারে না। সরকারও তো কম ট্যাক্স পায় না এ খাত থেকে। যার কিছুটা শিল্পীদের কল্যাণে কি ব্যয় করা যায় না। এ প্রশ্ন অসংখ্য বাংলা চলচ্চিত্র দর্শকদের।
 ২৪ টি
    	২৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৩ রা জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:০৫
০৩ রা জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:০৫
আনোয়ার ভাই বলেছেন: এফডিসির ফান্ড থেকে ওনার সাহায্য পাওয়া উচিৎ ! আমারও তাই মনে হয়।
২|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৫
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৫
জনাব মাহাবুব বলেছেন: শেষ বয়সে বাংলাদেশের শিল্পীদের অনাদরে, অবহেলায়, কঠিন দারিদ্র্যতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। অনেক অভিনেত্রী/শিল্পী ভিক্ষা পর্যন্ত করে নিজের খাবার যোগার করেছেন। 
রানী সরকারের অভাব অনটন আর অনাদরে বেচে থাকার ভেতর কোন অবাক হওয়ার মত ব্যাপার নেই। কারন তার জন্ম হয়েছে এই স্বাধীন, সার্বভৌমত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে।   
   
   
 
  ০৩ রা জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
০৩ রা জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
আনোয়ার ভাই বলেছেন: রাণী সরকাররা সাহস করে এগিয়ে এসেছিলেন মানুষকে কিছু দিতে। এখন মানুষ কি দেয় সেটাই দেখার ব্যাপার।
৩|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৬
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুবই মর্মান্তিক !!!!!!!!!!!!!!!
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪০
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪০
আনোয়ার ভাই বলেছেন: খুবই...
৪|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৩
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৩
নিজাম বলেছেন: এই লাইনের অনেককে এমন মানবেতর জীবন যাপন করতে হয় শেষ জীবনে। মর্মান্তিক!
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫২
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫২
আনোয়ার ভাই বলেছেন: বলেছেন সত্য তবে তা কোনভাবেই কাম্য নয়।
৫|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৬
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৬
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মহা দুণীতিবাজ দেশের জাতির শিল্পীর কপালে এই থাকে!
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৬
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৬
আনোয়ার ভাই বলেছেন: একজন শিল্পীর এরকম জীবন যাপন মেনে নিলে জাতি হিসেবে আমরা লজ্জিত হব।
৬|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৮
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৮
রঙিনমানুষ বলেছেন: খুবই মর্মান্তিক।
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
০৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
আনোয়ার ভাই বলেছেন: মর্মান্তিক
৭|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪১
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪১
ইউরো-বাংলা বলেছেন: হাসিনা তথা সরকারের দৃষ্টি আকর্ষন করছি।
  ০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৯
০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৯
আনোয়ার ভাই বলেছেন: তাদের দৃষ্টি দেয়ার দরকার।
৮|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:২৬
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:২৬
হেডস্যার বলেছেন: 
দুঃখজনক, হতাশব্যাঞ্জক।
বাংলাদেশে অভিনেতা অভিনেত্রীদের শেষ বয়সে এমন পরিণতি মেনে নেয়া কষ্টকর
  ০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
আনোয়ার ভাই বলেছেন: খুবই কষ্টকর..।মেনে নিতে কষ্ট হয়।
৯|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:৩৪
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনটা খারাপ হয়ে গেল
  ০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
আনোয়ার ভাই বলেছেন: খারাপ হওয়ারই কথা ।
১০|  ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:০১
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:০১
মিজভী বাপ্পা বলেছেন: বর্তমানে কত গরু ছাগল যে বাংলা ছবি করে এর মান নষ্ট করছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না[গুটি কয়েক ছাড়া]।তবে এমন গুণী শিল্পীর কদর নেই বলে আজ বাংলা ছবির এমন দুরাবস্থা।
শুধু এফডিসি না সকল সরকারের এ দিকে আন্তরিকতা দরকার।
  ১৪ ই জানুয়ারি, ২০১৪  রাত ১০:৩৬
১৪ ই জানুয়ারি, ২০১৪  রাত ১০:৩৬
আনোয়ার ভাই বলেছেন: এ জগতের অনেকে গুণী হওয়া সত্তেও নানা কষ্টে দিন পার করে। আর অযোগ্যরা এসে সব দখল করে। লজ্জা লাগে তখন যখন দেখি গুণী অনেকে অযোগ্যদের পা চাটে।
১১|  ০২ রা জানুয়ারি, ২০১৪  রাত ৮:০৭
০২ রা জানুয়ারি, ২০১৪  রাত ৮:০৭
এম আর ইকবাল বলেছেন: 
কেউ একজন উদ্যোগ নিলে অনেকেই সাহায্য করবে আশা করি । 
  ১৪ ই জানুয়ারি, ২০১৪  রাত ১১:০৯
১৪ ই জানুয়ারি, ২০১৪  রাত ১১:০৯
আনোয়ার ভাই বলেছেন: উদ্যোগ নেয়া দরকার । এমআর ইকবাল আপনাকে ধন্যবাদ।
১২|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৫
০৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ হলো ।  
 
১৩|  ২৪ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৩৩
২৪ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৩৩
আনোয়ার ভাই বলেছেন: খুব খারাপ লাগে । এমন একজন গুণী শিল্পীর এমন জীবন যাপন দেখতে ভাল লাগে না।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৪
০২ রা জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: মর্মান্তিক ! এফডিসির ফান্ড থেকে ওনার সাহায্য পাওয়া উচিৎ !