![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
চেতনা
||শাহাদত হোসেন||
শত জনের সমাগমে
বাজার সরগরম
কেনা বেচার দারুণ খেলা
চলছে হরদম।
আসছে নতুন সবজি শীতের
ভ্যানে বোঝাই করি
বেঁচবে চাষি ভালো দামে
আহা মরি! মরি!
ক'দিন বাদে ফরম পূরণে
লাগবে ছেলের টাকা
পূরণ হবে স্বপ্ন যে তার
আদর ছোঁয়া মাখা।
বেগুন শসা মরিচ মুলা
অতি পরিচিত
কফি শিম পালংশাক
আরও কত শত।
সকল আশার মরণ হলো
বাজারে দরপতন
উঠে না যে খরচটুকু
এই তো চাষির জীবন।
খরচ করো রুধিরধারা
বাঁচাও জাতির হৃদয়
মুমূর্ষু আজ তোমার জীবন
নেই কারো বোধদয়।
৮ ডিসেম্বর ২০১৩
আব্দুলপুর, লালপুর, নাটোর।
©somewhere in net ltd.