| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুলত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল করতে হলে শেষ সময়ে সবকিছু নতুন করে পড়ার সময় থাকে না । তাই বুদ্ধিমানের কাজ হল আগের পড়া গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বারবার চোখ রাখা তাতে পরীক্ষায় উত্তর শনাক্ত করা সহজ হবে । মনে রাখবেন আপনার প্রস্তুতি কখনই সম্পূর্ণ হবে না । মনে আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন । সাধারণ জ্ঞানে প্রশ্ন করা হয় বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে। এ দুটি অংশেই সমান গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ বিষয়াবলিতে বিভিন্ন শাসনামল, বিভিন্ন সংস্কার পদক্ষেপ, মুক্তিযুদ্ধ, সংবিধান, রাজনীতি, ভূগোল_এসব নানা বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। আন্তর্জাতিক বিষয়াবলিতে দেশ ও মহাদেশ, রাজধানী, মুদ্রা, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম_এসব নানা বিষয় থেকে প্রশ্ন থাকে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ (যেমন, কিছুদিন আগে জাপানে ঘটে যাওয়া সুনামি) থেকে প্রশ্ন আসতে পারে।
বিশ্বকাপ ক্রিকেট এ বছরের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্বাভাবিকভাবে এখান থেকে প্রশ্ন আসার একটি সম্ভাবনা আছে। বিশ্বের সমকালীন রাজনীতি বা আলোচিত ইস্যু থেকে প্রশ্ন আসতে পারে। আরব বিশ্ব ও আফ্রিকার আলোচিত দেশের ঘটনাপ্রবাহ থেকে প্রশ্ন আসতে পারে। এসব বিষয়ে খুঁটিনাটি জানতে হবে। এ জন্য বাজারে অনেক বই পাবেন । তবে "ম্যাগাজিন অক্টোপাস" সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে প্রকাশিত একটি ম্যাগাজিন। চাকরির পরীক্ষার্থী আশা করি বইটিতে অবশ্যই উপকৃত হবেন । 
©somewhere in net ltd.