নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

আপন মজুমদার

student

আপন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

বিসিএস লিখিত পরীক্ষার জন্য বাংলা বিষয়ে কি কি পড়বেন / প্রস্তুতি কিভাবে নিবেন

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫

সাধারণত আমরা বাংলা বিষয়টাকেই সব সময়ই কম গুরুত্ব দিয়ে থাকি । আমরা বাংলার পেছনে একটুও সময় ব্যয় করিনা।শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাংলায় ৬০% নম্বর একটু কস্ট করলেই পাওয়া যায়! একটু বিশ্লেষণ করলেই ব্যাপারটির সত্যতা টের পাবেন।বাংলা প্রথম পত্রে ব্যাকরণে ৩০ এর ভেতরে ৩০, সাহিত্যে ৩০ এর মধ্যে ২০-২৫, ভাব সম্প্রসারণে ২০ এর ভেতরে ১০ এবং সারমর্মে ২০ এর ভেতরে ১০,সব মিলিয়ে ১০০ তে প্রায় ৭০ নম্বর পাওয়া(একেবারে কম করে ধরে) খুবই সম্ভব যদি আপনি ঠিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। বাংলা দ্বিতীয় পত্রে ১০০ তে যদি খুব খারাপ করে আপনি মাত্র ৫০ পান,তাহলে দুই পত্র মিলিয়ে আপনার নম্বর আসবে (৭০+৫০) অর্থাৎ ১২০-গড়ে ৬০% নম্বর। বাংলা পরীক্ষায় ৬০% নম্বর একজন সাধারণ মানের পরীক্ষার্থীর পক্ষেও তোলা সম্ভব যদি সে সঠিকভাবে পরিশ্রম করে। আর ৬০% নিঃসন্দেহে বাংলা পরীক্ষায় খুবই ভালো নম্বর যা বিসিএস পরীক্ষায় গড় পরীক্ষার্থীদের চাইতে আপনাকে অন্ততঃ কম করে হলেও ১০ নম্বর এগিয়ে দেবে ।
সাহিত্য-৩০
সন,তারিখ,বিখ্যাত বই,প্রথম প্রকাশিত রচনা ইত্যাদি প্রশ্নের পাশাপাশি চিন্তাভিত্তিক ছোট ছোট প্রশ্ন আসতে দেখা গিয়েছে বিগত পরীক্ষাগুলোতে-তাই পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন।
ব্যাকরণ-৩০ নম্বর
বাক্য পরিবর্তন, প্রবাদ-প্রবচন,পরিভাষা যা যা (পিএসসি প্রদত্ত সিলেবাসে আছে) ইত্যাদি সম্বলিত ব্যাকরণ অংশের জন্যে যে কোন ভালো ব্যাকরণ বই পড়তে পারেন। পিএসসির সিলেবাসের বাইরে কারক-সমাস,সন্ধি ইত্যাদি বিষয়গুলো এই বই থেকে দেখে যাওয়া অনেকটাই নিরাপদ।
ভাব সম্প্রসারণঃ ২০ নম্বর
করি।ভাব সম্প্রসারণ আমি তিনটি অংশে বিভক্ত করে লিখতামঃ মূলভাব(অল্প এক-দু লাইনের ভেতরে প্রদত্ত অংশের ব্যাখ্যা), সম্প্রসারিত ভাব এবং উপসংহার(নিজের ভাষায় অল্প-এক দুলাইন মন্তব্য)।এছাড়া সম্প্রসারিত অংশে প্রদত্ত কাব্য/গদ্যাংশের সাথে প্রাসঙ্গিক উদ্ধৃতি ব্যবহার করেও ভাল নম্বর তোলা যায়। এছাড়া যে কোন শিরোনাম/ উদ্ধৃতি উজ্জ্বল নীল কালিতে এবং বাকি লেখা কালো কালিতে লিখলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায় ।
সারাংশ/সারমর্মঃ২০ নম্বর
কোন অবস্থাতেই সারাংশের দৈর্ঘ্য প্রদত্ত গদ্য/পদ্যাংশের ১/৩ ভাগের বেশি হবেনা ২)সম্পূর্ণ নিজের ভাষা ব্যবহার করতে হবে,কোনভাবেই প্রদত্ত অংশের কোন লাইন হুবহু তুলে দেয়া যাবেনা এবং ৩ )কোন উপমা ব্যবহার করা যাবেনা, সহজ সরল ভাষায় মূলভাবটি অতি সংক্ষেপে তুলে ধরতে হবে। সারাংশ লেখার আগে অবশ্যই সময় নিয়ে ধীরে ধীরে পুরোটি বার বার পড়ে চিন্তা করার পর তবেই লিখবেন-মনে রাখবেন,লেখা অল্প হলেও নম্বর কিন্তু ২০-কাজেই লেখার মান অবশ্যই ভালো হতে হবে।

সৌজন্যেঃ ম্যাগাজিন অক্টোপাস(একটি ত্রিমাসিক ম্যাগাজিন)
এরকম চাকরি এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও তথ্য পেতে নিচের লিংকটা Follow করুন….
COLLECTED FROM: ম্যাগাজিন অক্টোপাস্
ww.closeupnews.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.