নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

আপন মজুমদার

student

আপন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

৩৭তম প্রিলিমিনারিঃ শেষ মুহূর্তে যা যা করবেন(মানসিক দক্ষতা)

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৫

লেখকঃ
অনুপম রায়
৩৫তম বিসিএস(পুলিশ)

৩৫তম বিসিএস থেকে সিলেবাসে পরিবর্তন আসার ফলে মানসিক দক্ষতায়(১৫ নম্বর) গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানসিক দক্ষতার প্রশ্ন বাংলা ও ইংরেজী উভয় ফরম্যাটে হয়ে থাকে। তবে মনে রাখবেন পিএসসি প্রণিত সিলেবাসে বিষয় উল্লেখ থাকলেও প্রশ্ন ভিন্নভাবেও হতে পারে । সবার আগে বিগত প্রশ্নগুলো সলভ করে ফেলুন। ওতেই ৬০% হয়ে যাবে। মানসিক দক্ষতায় কমন পাওয়ার আশা না করাই ভাল । তাই এ অংশে ভাল করতে হলে অনুশীলনের কোন বিকল্প নেই । এজন্য বাজারের একটি ভাল গাইড পড়বেন । মানসিক দক্ষতাঃদিব্যেন্দু দ্বীপ বইটি দেখতে পারেন । বেশ ভাল বইটা ।

মানসিক দক্ষতার সিলেবাসে যা যা উল্লেখ আছেঃ

1. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)
2. সমস্যা সমাধান (Problem Solving)
3. বানান ও ভাষা (Spelling and Language)
4. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)
5. স্থানাংক সম্পর্ক (Space Relation)
6. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

এবার দেখে নেওয়া যাক কোন বিষয়গুলো কেমন..
Verbal reasoning মানে হল একটু ভাষাগত প্যাচ দিয়ে একটা প্রশ্ন দেয়া। অনেক ধরনের verbal reasoning হয়।
এছাড়া আরেক ধরনের প্রশ্ন হয়, এতে একটা Paragraph দেয়া হয়। তারপর একটা বাক্য লিখে বলে যে paragraph অনুযায়ী এটা True/False/Not Given কোনটি সেটা উত্তর দিতে. এরকম একটা প্যারাগ্রাফ থেকেই ৩/৪ টা প্রশ্ন হতে পারে।

Problem solving এ যে কোন বুদ্ধিবৃত্তিক প্রশ্ন দিতে পারে।

Spelling and Language মানে বানান কারেকশন, গ্রামাটিক্যাল কারেকশন।

Mechanical Reasoning বলতে বোঝায় ছবি দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা দেওয়া থাকবে। এইগুলো খুব সহজও নয় আবার খুব কঠিন ও নয়।মানে হলো ছবি দিয়ে গণিতের মত প্রশ্ন।

Space Relation: এটাঅর্থাৎ জায়াগ / অবস্থান / স্থানাংক বিশিষ্ট প্রশ্ন। এই সেগমেন্ট থেকে আগেরো প্রশ্ন এসেছে। পূর্বের প্রশ্নগুলো সমাধান করলেই এই সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
ছবি দিয়ে অথবা কোন সংখ্যা বা কোন দিয়ে বলে দিবে এর অক্ষরটি অবস্থান ঐ এ কত তম কিংবা ... ওমুক সংখ্যার ডান / বামের সংখ্যাটি কি?

যেমনঃ ELEPHANT শব্দটির P কত তম অবস্থান? উঃ ৪র্থ

Numerical Ability অর্থ গণিত সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন। এতে বিভিন্ন সিরিজ, ডায়াগ্রাম, জ্যামিতিক চিত্র, পাটিগাণিতিক প্রশ্ন ইত্যাদি থাকে।এতে সিরিজ, ছকের মধ্যে সংখ্যা খুঁজে বের করা, ছোট খাট জ্যামিতির চিত্র দিয়ে প্রশ্ন করা এসব থাকে।

ভাল থাকবেন ।পরিশ্রম করুন সফলতা আসবেই ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

ক্লে ডল বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.