![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়তে ও ছবি তুলতে ভালোবাসি। পছন্দ করি সৎ, পরিশ্রমী এবং ধার্মিক মানুষ। https://www.instagram.com/azizur_rahman_789/
ছবি তোলার আনন্দ অনেক। আনন্দ বহুগুনে বেড়ে যায় তা যদি অন্যের ও ভালো লাগে। ছবি গুলো আমার ভালো লাগার মুহূর্তের। অন্যের ভালো লেগেছে জানলে অন্য রকম একটা ভালো লাগার অনুভূতি অনুভব করি। আর এর জন্যই ছবি গুলো পোস্ট দেয়া।
গিয়েছিলাম পাহাড়ে মেঘের বিছানা দেখতে।ভোর বেলা গিয়ে দেখি আকাশে একফোটা মেঘ ও নাই। তাই বসে রইলাম সূর্যে অপেক্ষায়।সূর্যের প্রথম আলো গ্রামে পড়তে দেখে অবাক হয়ে গিয়েছিলাম।
জোয়ারের পানিতে রাস্তা গেছে ডুবে। কিন্তু রাস্তার লাইট গুলো জ্বলে উঠে সন্ধ্যার পর।
সমুদ্রের হাওয়া শরীরে মাখানোর আনন্দ ই আলাদা।
রাস্তায় হাটতে বেড়িয়ে দেখি সূর্য মামা আমায় ডাকতেছে একটা ছবি তুলে দেওয়ার জন্য।
প্রজাপতি আর ফুলের ছবি দেখলেই আমার শুধু জামাই বৌ মনে হয়। কি এক ঝামেলা!!!!!!!!
২| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯
আখেনাটেন বলেছেন: ছবিগুলো চমৎকার......
তবে কোথায় গিয়েছিলেন....কেমন লাগল চারপাশ এগুলো আরো দু চার লিখলে আমারাও জানতে পারতুম...।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৫
শাহিন-৯৯ বলেছেন:
মিশরীয় সম্রাটের সহিত একমত, আরো একটু বিস্তারিত প্রয়োজন ছিল, ভ্রমণ স্থান, ভ্রমনের সময়কাল তাহলে ছবি ব্লগ পূর্ণতা পেত। আশাকরি পরবর্তী ব্লগে আরো যত্নশীল হবেন।
শুভকামনা নিরন্তর।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১১
ইসিয়াক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৬
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ছবিগুলো চমৎকার, আরও ছবি চাই।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ দারুণ যতসব ছবি।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ৪ ও ৫ নাম্বার বেশ ভালো হয়েছে।