নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার নাই। আমার সম্পর্কে জানতে চাইলে আমার ফেসবুক প্রোফাইল দেখতে পারেন।\nলিংক: http://facebook.com/A.RAKIB07

আরিয়ান রাকিব

পড়তে ভালোবাসি সে যাই হোক না কেন,গল্প কবিতা কিংবা প্রবন্ধ। লিখতে চাই, মাঝে মাঝে ভালো কিছু লিখেও ফেলি কিন্ত অনেক সময় ভিতর থেকে কিছু আসেনা । তবু চেষ্টা করে যাই নিরন্তর।

আরিয়ান রাকিব › বিস্তারিত পোস্টঃ

একটা নিস্পাপ ছোট গল্প

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

কাপ থেকে পিরিচে ঢেলে সুরুৎ সুরুৎ শব্দ করে চা খাচ্ছেন জলিল সাহেব। এভাবে চা না খেলে ঠিক আরাম পাওয়া যায় না। যারা কাপ থেকে চুমুক দিয়ে চা পান করেন জলিল সাহেব তাদেরকে নিতান্তই "বেকুব" মনে করেন। জলিল সাহেবের সকালটা শুরু হয় একহাতে পিরিচের চা আর অন্য হাতে খবরের কাগজ নিয়ে। টিভির খবর তিনি দু'চোখে দেখতে পারেন না। সংবাদ পাঠক/পাঠিকাদের সেজেগুজে মাপা মাপা শব্দ চয়নে খবর পাঠ করা তিনি সহ্যই করতে পারেন না। আরে ব্যাটা তোর কাজ হইলো খবর জানানো, এত সাজ-গোজের দরকারটা কি? সাজুগুজু করবো সাকিব খাঁন, তুই তো সাকিব খান না। তোর কাজ খবর পড়া, খবর পড়বি।। হঠাৎ একটা খবরে চোখ আটকে গেলো জলিল সাহেবের "মাছ চুরির দায়ে গ্রেপ্তার হলেন সাবেক জাতিয় ক্রীকেটার ও সংসদ সদস্য মাশরাফি মুর্তজা"

জলিল সাহেব কিছুতেই ভেবে পাচ্ছেননা, এত এত জনপ্রীয় একজন ক্রীকেটার কেন অন্যের মাছ চুরি করতে যাবেন? তবে কি এটা কোন রসিকতা নাকি মাশরাফির সত্যিই মাছ খেতে ইচ্ছা করছিলো কিন্তু তার বাসায় কোন মাছ ছিলোনা :p নাহ্ সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, মাছ চুরির বিষয়ে একটা সমাধানে আসা দরকার।।

একটা আকিজ বিড়ি ধরিয়ে দু'টান দিয়েই বিষম কাশি শুরু করলেন জলিল সাহেব। কাশতে কাশতে বিড়িটা ফেলে দিলেন। তার মনে হলো তিনি সত্যিই অসুস্থ কারন অসুস্থ শরীর নিকোটিন নিতে পারেনা। হোক সেটা আকিজ বিড়ি অথবা ব্যানসন এ্যান্ড হেজেস। সকালে মাছ এবং ম্যাশ সংক্রান্ত খবরটা পড়ার পর থেকেই অসুস্থ বোধ করছেন তিনি। নাহ্ এর একটা বিহিত করতেই হবে।।

জলিল সাহেবের হঠাৎ মনে পড়লো, আরে মাছ সক্রান্ত আরো একটা মজার খবর তো পড়ছিলাম কয়েক বছর আগে। বিশিষ্ট ডাক্তার এবং সমাজসেবী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ্ চৌধুরিও মাছ চুরি করেছিলেন। জলিল সাহেব কিছুতেই ভেবে পাচ্ছেননা সব বিখ্যাত ব্যাক্তিরা জিবনের কোন না কোন সময় মাছ চুরিতে লিপ্ত হয় কেনো?

আরেকটা খবর মনে করার আপ্রান চেষ্টা চালাচ্ছেন জলিল সাহেব, বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ফুলবলার আমিনুলও কিছু একটা চুরি করেছিলেন কিন্তু কি চুরি করে তার দায়ে জেল খেটেছিলেন আমিনুল? নাহ্ কিছুতেই মনে পড়ছেনা। আনমনে আরকটা আকিজ বিড়ি ধরিয়ে ধুমসে টানতে লাগলেন জলিল সাহেব। নাহ্ সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। প্যাঁচ ছাড়ানো দরকার। খুব দরকার।।

কিছু তথ্যঃ
ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তাকে এশিয়ার অন্যতম সেরা গোলকিপার এবং বাংলাদেশের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।।

একটি কুইজঃ
বলতে হবে ওনার নাম কি? এবং ঠিক কি কারনে উনি জেলে আছেন?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

আরিয়ান রাকিব বলেছেন: পুরোটা নয় কেন ভাই? খুব খারাপ হয়েছে কি?
তবু পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

ওমেরা বলেছেন: আমি জানি না।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

আরিয়ান রাকিব বলেছেন: বলে দিবো ভাই?

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: ছবির কুইজ নিয়ে অনেকক্ষন ভাবলাম। কোনো কিনারা পেলাম না।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

আরিয়ান রাকিব বলেছেন: বলেছেন: আহারে ভাই আমার। আরেকটু কষ্‌ট করে দেখেন পারেন কিনা, পুরষ্‌কার আছে কিন্‌তু!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.