![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত বাড়িয়ে দিলাম...। ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।
পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান ঘটনা, সাক্ষী হিসেবে সেসব ঘটনার কিছু স্থির চিত্র রয়ে যাচ্ছে, আজ আমরা আপনাদের অবিশ্বাস্য কিছু ঘটনার ছবির বিষয়ে জানাব।
অবিশ্বাস্য প্রথম ছবিঃ এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অগ্নি কুণ্ডলীর ছবি যেখানে আগুনের ধোঁয়াটি অনেকটাই বিশাল এক দানবের মত রূপ নিয়েছে। ধোঁয়ার কুণ্ডলীর ফাঁক দিয়ে আগুনের আভা দেখা যাচ্ছে যা অনেকটাই অগ্নি দানবের চোখের মতোই।
অবিশ্বাস্য দ্বিতীয় ছবিঃ এটি একটি দ্বীপকে ঘিরে আকাশে খেলা করা একটি মেঘের অবস্থান দেখাচ্ছে , দেখে মনে হচ্ছে ঐ দীপে সত্যিকারের মেঘ দূতের আবির্ভাব হয়েছে।
অবিশ্বাস্য তৃতীয় ছবিঃ এখানে দেখুন একদল পর্যটক জাহাজের উপর থেকে সাগরে কত কাছ থেকে তিমি দেখছে। তিমি টি খেলা করতে করতে দর্শনার্থীদের খুব কাছে চলে এসেছে ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তিমিটি এতই বিশাল যে এর সামান্য নড়া চড়ায় সম্পূর্ণ জাহাজ দুমড়েও যেতে পারে।
অবিশ্বাস্য চতুথ ছবিঃ এটি একটি পারমাণবিক চুল্লীর ছবি এটি আকাশ থেকে তোলা হয়েছে এখানে পারমাণবিক চুল্লীর নির্গত ধোঁয়া এবং মেঘ মালা একই সাথে মিশে যাচ্ছে এবং তৈরি করেছে অসাধারণ এক আবাহ !
অবিশ্বাস্য পঞ্চম ছবিঃ এটি একটি দ্বীপে অবস্থিত বিশাল খাড়া উঁচু পাহাড়। সম্পূর্ণ পাহাড়টি পাথরের। ঠিক ভাবে খেয়াল করে দেখলে দেখবেন পাহাড়ের চূড়াতে এক ব্যাক্তি সাইকেল নিয়ে কসরত করছেন। বিষয়টি যতই সোজা মনে হোক না কেন ঐ সাইকেল আরোহীর বুকের পাটা আছে বলতেই হবে !!!
অবিশ্বাস্য ষষ্ঠ ছবিঃ এটি একটি হেলিকপ্টার উড্ডয়নের মোহড়া। ৪টি হেলিকপ্টার উড়তে উড়তে এতই কাছা কাছি চলে এসেছিল যে এরা নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সাথে ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে যায়।
অবিশ্বাস্য সপ্তম ছবিঃ ছবিটি একটি ফটোগ্রাফির কারসাজি! দেখে মনে হচ্ছে এক লোক দাড়িয়ে আছে তবে ঠিক ভাবে খেয়াল করতে এটি অদৃশ্য মনে হবে।
অবিশ্বাস্য অষ্টম ছবিঃ এটি একটি কোরিয়ান বাহিনীর মার্চ পাসের ছবি। ছবিটি দেখে বুঝা যাচ্ছে সামরিক বাহিনীর ছন্দ এবং নিমন তান্ত্রিকতা কতটা প্রবল !
অবিশ্বাস্য নবম ছবিঃ এটা সিঙ্গাপুর চাঙ্গি বিমান বন্দরএ এক টারমিনাল থেকে আরএক টারমিনালে যাবার রাস্তা ।
অবিশ্বাস্য দশম ছবিঃ এটি একটি যুদ্ধ জাহাজ থেকে যুদ্ধ মোহড়া চলাকালে কামানের গোলার নিক্ষেপণের দৃশ্য।
অবিশ্বাস্য একাদশ ছবিঃ এটি একটি পাহাড়ের ছবি দেখে মনে পড়ছে বিখ্যাত আভাতার ছবির কথা? হ্যাঁ ঐ ছবিতে পরিচালক জেমস ক্যামেরুন এমন কিছু পাহাড় ব্যবহার করেছিলেন।
অবিশ্বাস্য দ্বাদশ ছবিঃ প্রথম দেখে সবার মনে হবে এটি একটি এঁকে বেঁকে চলে আসা সাপের ছবি! আসলে না এটি একটি নদী। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখুন !
ছবি গুলো আগে দেখে থাকলে কিছুই করবার নাই...চোখ বন্ধ করে রাখেন
সুত্রঃ ঢাকা টাইম
শর্ট ও শেয়ার লিঙ্কঃ http://www.techpostbd.com/?p=310
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
একান্ত কথা বলেছেন: আসলেই সুন্দর ছবিগুলো ...ধন্যবাদ আপনাকে।
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
এলে বেলে বলেছেন: ভাই সালাম, ছবি গুলো আসলেই অসাধারন। ধন্যবাদ আপনকে।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
একান্ত কথা বলেছেন: আলাইকুম আস সালাম, ধন্যবাদ আপনাকেও ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
শায়মা বলেছেন: প্রথম দুইটা সবচাইতে ভয়ংকর আর আশ্চর্য্য!
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
একান্ত কথা বলেছেন: আমার কাছে প্রথম তিনটা সবচাইতে ভয়ংকর আর আশ্চর্য্য মনে হয় !
৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
খাটাস বলেছেন: খুব সুন্দর, ভাল লাগা. ++++
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
একান্ত কথা বলেছেন: ধন্যবাদ +++
৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
সপন সআথই বলেছেন: ++ onk-kichu janlam
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
একান্ত কথা বলেছেন: কালে কালে আর কত কি যে জানবেন...এইটাই তো বয়স নুতুন কিছু জানবার !
৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
বাঁধলেই বাঁধন বলেছেন:
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
একান্ত কথা বলেছেন:
৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
সঞ্জয় নিপু বলেছেন: খুবই সুন্দর ছবি, বেশ ভাল লাগল।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
একান্ত কথা বলেছেন: ছবি গুলো আসলেই সুন্দর। ধন্যবাদ আপনকে।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অনেক সুন্দররে ভাই....... প্লাসেস। +++
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
একান্ত কথা বলেছেন: ধন্যবাদ প্লাসেস আপ্নারেও ভাই !
৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: বেশ ভাল লাগল।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
তারিন রহমান বলেছেন: খুবই সুন্দর ছবি, বেশ ভাল লাগল।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
গুড পোস্ট ||
১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
জনাব মাহাবুব বলেছেন: সোজা প্রিয়তে
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
এস এম পাশা বলেছেন: নাইস ফটো
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: ছবি গুলা সুন্দর সাথে আপনার বর্ননাও..........
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
বাবু বিসি বলেছেন: আমাবর্ষার চাঁদ বলেছেন: ছবি গুলা সুন্দর সাথে আপনার বর্ননাও..........
১৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
অথৈ সাগর বলেছেন: সুন্দর ছবি এবং সুন্দর বর্ণনা।
১৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
ভারসাম্য বলেছেন: নবম ছবিটি তেমন আশ্চর্য্যজনক মনে হল না । বাকী সবগুলোই ফাটাফাটি। ++++++
১৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
হেডস্যার বলেছেন:
চ্রম
১৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
দি সুফি বলেছেন: সেইরাম সুন্দর ঝামেলাযুক্ত ফটো
++++++
২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
নুর ফ্য়জুর রেজা বলেছেন: +++
২১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ফিহা দ্য লিজেন্ড বলেছেন: দারুণ পোষ্ট। কোরিয়ান বললেন ছবিটা। উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া?
২২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দারুণ একটি ছবি ব্লগ +++
২৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২
তন্ময় দেবনাথ 007 বলেছেন: Sei ROKOM
২৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
খেয়া ঘাট বলেছেন: চমৎকার সব ছবি।
একগুচ্ছ প্লাস।
২৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯
নীলতিমি বলেছেন: অসাধারন!
অনেক ধইন্যা আপনারে !
২৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
মামুন রশিদ বলেছেন: দারুণ!
২৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০
উযায়র বলেছেন: ++++++++++++++
২৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৯
রাবেয়া রব্বানি বলেছেন: ্দ্বীপের ছবিটি অনেক ভালো লাগলো। সিঙ্গাপুর অনেক সিষ্টেমেটিক একটা দেশ। এটা আমি দেখেছি।পারমানবিক চুল্লির ছবিটাও বিস্ময়কর।
২৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৪
শহুরে আগন্তুক বলেছেন: চমৎকার লেগেছে ছবি ব্লগ ।
৩০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৫
এহসান সাবির বলেছেন: চমৎকার!!
৩১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়াও!
৩২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম পোস্ট!!! এত্তোগুলা পিলাচ !
৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
হাতীর ডিম বলেছেন: ছবিগুলো আসলেই অবিশ্বাস্য। ধন্যবাদ।
৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
মুদ্দাকির বলেছেন: সুন্দর
৩৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
তামিম ইবনে আমান বলেছেন: বেশ কিছু নতুন ছবি দেখলাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
ঢাকাবাসী বলেছেন: খুবই সুন্দর ছবি, বেশ ভাল লাগল।