| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালিকদের এক কথা জায়গার যে দাম কোন অতিরিক্ত জায়গা যাতে নষ্ট না হয়। অথচ অক্সিজেন শুন্য জায়গায় এসি ছাড়া একবিন্দুও যেন কাটে না। তাহলে বাড়ির জন্মলগ্ন থেকে শুরু করে কত বেশি পরিমান এনার্জি নষ্ট করছি তা কি আমরা ভাবছি আদৌ। ঐ পরিমান এনার্জির বাজারমুল্য দিয়ে নতুন আর একটা বাসা দেয়া যেত। অথচ শোবার ঘরের বেলকুনিটাতে কিছু ছোট ছোট ফুলের টপ, গ্রিল গুলোতে লতানো গুল্ম, ছাদে কিছু ছোট গাছ থাকলে কি খুব জায়গা নষ্ট হতো? কিছু পারগোলা থাকতো, কিছু জায়গা বাতাসকে আগলে রেখে আমাদের বাতাস বিলাতো।
মুলত বাচার জন্য অক্সিজেন দরকার। আর দেশের স্বার্থে এবং গাছপালার সাহায্যে নিজ ঘরেই আমরা অক্সিজেনের চাহিদা পুরণ করতে পারি।
গ্রীন আর্কিটেকচার বর্তমানে বিশ্বায়নের একটা উপযুক্ত উদ্দীপক। আমরা জিরো এনার্জি লস করে আমাদের দেশকে ঊন্নতির দোরগোড়ায় নিয়ে যেতে পারবো।
গ্রীন আর্কিটেকচার মুলত কিভাবে আমরা আমাদের আবাসস্থলকে সবুজময় করে অতিরিক্ত এনার্জি লস কমাতে পারি সে বিষয়ে আলোচনা করে।
এর ফলে আমাদের বেচে থাকার পরিবেশটাকে আমরা এনার্জি সহায়ক করতে পারবো।
©somewhere in net ltd.