| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা মায়ের যজ্ঞের ধন একটা কেবল মেয়ে,
শালীনতায় পর্দা নিয়ে যাবে এগিয়ে।
খাঁচার পাখি খাঁচায় ছিল দানা পানি খেয়ে,
উড়াধূরা পাখি এখন বিশ্ববিদ্যালয় গিয়ে।
মায়ের আছে গভীর বিশ্বাস মেয়ে রাখবে মান,
খাঁচার পাখি সঙ্গী পেয়ে সে বিশ্বাসে ম্লান।
বাড়িতে ফিরে বদ্ধাচারণ গভীর রাতের অপেক্ষা,
ঘরে বাতি দেখে ভাবে মেয়ে করছে শিক্ষা।
কানের ভিতর তুলো ঢুকিয়ে কথা চলে রাত ভর,
সম্পর্কে ব্যাঘাত ঘটলে আম্মু আসছে জ্বর।
পাখি একদিন বুঝবে ঠিক ই বাবা মায়ের দীক্ষা,
পরিবারই দিয়ে থাকে মানুষ হবার শিক্ষা।