![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।
"অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
Now let man but think from what he is created!
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি(বীর্য) থেকে।
He is created from a drop emitted-
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
Proceeding from between the backbone and the ribs:
নিশ্চয় তিনি তাকে(মানুষকে) ফিরিয়ে নিতে সক্ষম।
Surely ((Allah)) is able to bring him back (to life)!"
----- (পবিত্র কুরআন, সূরা আত্ব-তারিক্ব - Surah At-Tariq, 86:5-8)
কুরআন সবসময় মহা সত্য নিয়ে কথা বলে অকাট্য ভাবে,ছান্দিক ভঙ্গিতে। হৃদয় আলোকিত করার মত একটি গ্রন্থ। যে কোনো তথ্য বা তত্ত্ব বর্ণনার ক্ষেত্রে কুরআনের একটি স্টাইল হলো আকস্মিক প্রসঙ্গ পরিবর্তন। অসম্ভব ইন্টারেস্টিং লাগে বিষয়টি। ১ম ৩টি আয়াতে একটি তথ্য দেয়া হয়েছে ঠিক সাথে সাথেই প্রসঙ্গ চেইন্জ করে একটি মহা সত্যের ব্যাপারে আলোকপাত করা হলো - “নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম”। এটা এ কারনে যে মানুষ তথ্য ভিত্তিক মজায় গা ভাসিয়ে কুরআনের আসল উদ্দেশ্য যাতে ভুলে না যায়। এটাকে কোনো বিজ্ঞানের বই মনে না করে। কুরআন হচ্ছে উপদেশের বই, আত্মিক উন্নতি সাধনের জন্য প্রয়োজনীয় পথনির্দেশের বই। কুরআনের বর্ণনাভঙ্গি সত্যিই অসাধারন, ITS AMAZING.
©somewhere in net ltd.