নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আমার কান্ডারি

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৫৩

কবিতার নিয়ম কানুন তেমন একটা জানিনা। কিন্তু লিখার জন্য প্রায়ই চেষ্টা করি।
আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মদিন। তাই আমার প্রাণপ্রিয় কবিকে নিয়ে এই সামান্য কিছু লিখার চেষ্টা.........
................

কাজী নজরুল ইসলাম- আমার পথের কান্ডারি।
অন্যায়ের বিরুদ্ধে উঠে যার রক্তময় লেখার তরবারি।

কাজী নজরুল ইসলাম- আমার পথের কান্ডারি
সবকিছু ছাপিয়ে যিনি ছিলেন সত্যেএ পূজারী।

তিনি নয় শুধু বাংলার, নয় শুধু আমাদের
কবি। বরং তিনি সমগ্র বিশ্বের।

আজ সালাম জানাই সেই প্রিয় কবিকে
যার গান রচিত হয়েছে ইসলামের আলোকে।

সেই প্রিয় কবিকে সালামা জানাই
নারীর অধিকার এসেছে যার কাব্য ভাষায়।

সালাম জানাই তাকে বারবার
যার রক্তলেখায় ভেঙে হয়েছে চুরমার
অত্যাচারীদের গড়া প্রাচীর।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৮

সালমান মাহফুজ বলেছেন: কবিকে নিয়ে আপনার এই নিখাদ অনুভূতির প্রতি ভালো লাগা রইল ।

স্বাগতম ।

৩১ শে মে, ২০১৭ রাত ৮:০৫

আকতার আর হোসাইন বলেছেন: আমার প্রথম পোস্টে আপনার সুন্দর
মন্তব্যটির জন্য আপনাকে অনেক
অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: আমার প্রথম পোস্টে আপনার সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

নজসু বলেছেন:

খুবই সুন্দর হয়েছে।
সালাম শব্দটা সালামা হয়ে গেছে ভাই।

৪| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা প্রথম পোস্টটি পড়ে গেলাম। নজসু কবিতার নবম লাইনের ভুলটির কথা বলে গেছেন, যা এখনো শুদ্ধ কয়া হয় নাই। চতুরথ লাইনে আরেকটি বানান ভুল আছে- "সত্যেএ" এর স্থলে সত্যের হবে।
ব্লগে সুস্বাগতম! দীর্ঘ ও আনন্দময় হোক আপনার এ ব্লগযাত্রা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.