নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নসখার জন্মদিন আজ...

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

ছোট্ট পরিসরের এই জিবনে যাঁদের সঙ্গ পেয়েছি তাঁদের মধ্যে বেস্ট ওয়ান ছিল ছবির এই মানুষটা।
হয়তো আজ সময়ের বিষাক্ত স্রোতে ভেসে গিয়ে দুজনের বাস দুই তীরে। দুজন দুজনার কাছে থেকেও আছি দূরে, বহুদূরে... বহুদূরে...

নিষ্পাপ হাসিতে প্রিয় বন্ধু আলামিন।
আমি স্পষ্ট বলতে জানি বলে আমি বিদ্রোহী। আমি বিদ্রোহী বিধায় আমি অপরাধী।

এই বিদ্রোহী অথচ ভালবাসুক আকতার আর হোসাইন যাকে ভালবাসে, তাঁকে চিরদিনের জন্যই ভালবাসে। চিরদিনের জন্যই তাঁর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। প্রিয় মানুষ যদি দূরে থাকতে চায়, এভয়েড করতে চায় তাহলে তাঁকে দূরে থাকার সুযোগ সুবিধা করে দেয়ার নামই প্রকৃত ভালবাসা। আমি সেই সুযোগ সুবিধা করে দেয়ার চেষ্টা করেছি মাত্র, অন্য কিছুই নয়।

তাঁর সাথে এখন আমার সম্পর্ক ভাল নেই। ভাল নেই কেন, সেই কথা এখানে বলা যাবে না। ভালবাসার মানুষের বা প্রিয় মানুষের সাথে ঘটা ঘটনা কাউকে বলা যায় না, বলতে নেই।

কিন্তু তারে ভালনাসি সেই আগের মতোই।


প্রিয় বন্ধু আলামিন ও আমি।



যাইহোক, আজকের এই দিনে সে পৃথিবীতে এসেছিল।
সো, প্রিয় আলামিনকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীর দিনগুলো যাতে স্বপ্নের মতো রঙ্গিন হয়ে উঠে সেই দোয়াই করি মহান আল্লাহর কাছে।

এই গরিবের কোন সাধ্য নাই উপহার দিয়ে চমকিত করে দেয়ার। যা আছে সেটা ভালবাসা দেয়ার সাধ্য আছে। সেই ভালবাসা দিয়েই আমার সামান্যতম কাব্যজ্ঞান থেকে তোর জন্য উপহার স্বরুপ ছোট্ট একটা বার্থডে ওইশ লিখলাম।
........

সুখ-দুঃখের এক অপূর্ব মিলনে
ছোট্ট পরিসরের এই সুন্দর জিবনে
যাহাদের সঙ্গ পেয়ে পেলাম যত মুহুর্ত- রঙিন
তাহাদের মধ্যে বিশেষ একজন- আলামিন।

আজি হৃদয়ে তোর লেগে যাক স্বর্গ সুখের ধুলা
শুভ্র ও সুন্দর হোক তোর আগামীর পথচলা।

ভালবাসা ভালবাসা তোর প্রতি বিরামহীন।
প্রিয় হে স্বপ্নসখা, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

তারেক_মাহমুদ বলেছেন: সব মানুষেরই এমন একজন ভাল বন্ধু থাকা জরুরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.