নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আজ প্রথম পাতায় সুযোগ পাওয়ার উল্লাসে..!!

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৭



যদি করতে না পার বিশ্ব বিজয়
জয় করে নিও একটি হৃদয়।


খুব সুন্দর একটি উক্তি যদিও জানা নেই উক্তিটা আসলে কার। আমার প্রবল ইচ্ছা একজন লেখক হওয়া। কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না। কারণ খুঁজতে গেলে অনেক কারণই আসবে।

যেমন ধরুন, আগে পেট পরে শিক্ষা। জীবিকার তাগিদে লেখালেখি করার ইচ্ছাটাকে আমার বলি দিতে হবে হয়তো..

যান্ত্রিক জিবনের কর্ম ব্যস্ততায় হাজারো স্বপ্নের মিছিলে একটি স্বপ্নের মৃত্যু হওয়া অস্বাভাবিক কিছু না।

এতক্ষণ যা বললাম ঐ টা ভেবে আবার আমাকে কিছু বলিয়েন না। কারণ আমি নিজেও স্বীকার করি এটা একটা লেইম লজিক।

লেখক হতে পারি আর না পারি তবু লিখে যাবো। বিশ্বজয় করতে পারি আর না পারি লেখা দিয়ে একজন মানুষের হৃদয় জয় করতে পারলেও নিজেকে স্বার্থক মনে করবো।

১০ মাস ৩ সপ্তাহ ধরে সামু ব্লগে আছি। নিরাপদ ব্লগার না হবার কারণে খুবি হতাশাগ্রস্থ ছিলাম। কিন্তু আশা কোনভাবেইই ছাড়িনি। বিশ্বাস ছিল একদিন না একদিন প্রথম পাতায় লেখার সুযোগ পাবো।

অবশেষে সেই সুযোগ আসল। স্বপ্নপথের যাত্রা শুর হল। স্বপ্নপথ যাত্রায় যারা পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন ও অনুপ্রাণিত করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কয়েকজন শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী ভাইয়াদের নাম না বললেই নয়। তারা হলেন

১। তারেক মাহমুদ ভাই- তিনি নিজে থেকেই আমাকে ফেসবুকে নক করেছেন এবং মেসেজ দিয়ে অনেক ভালো ও সুন্দর পরামর্শ দিয়েছেন। তারেক ভাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২। নিজাম উদ্দিন মন্ডল ভাই- নিজাম ভাই আমার লেখা পড়ার জন্য আগ্রহ প্রকাশ করে আমাকে অসম্ভব রকমের সাহস যুগিয়েছেন। নিজাম ভাইয়ের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ।

৩। আসাদুজ্জামান খান ভাই- তিনিও আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন।

৪. সালমান মাহফুজ ভাই - তিনি আমার প্রথম পোস্টে প্রথম মন্তব্য করেন।

৫। রাশেদ আবরার - আমার বন্ধু রাশেদ, সে সব সময়ই সব কাজে পাশে থাকেন।

৬। কলি আপু - কলি আপুও আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন।

গতকাল আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয়া হয়।
যদিও অনেক দিন পরে সুযোগ পেয়েছি তবুও খুশিটা বাঁধভাঙা। কেননা, সামু হচ্ছে নিজের লেখক সত্ত্বাকে বিকশিত করার জন্য খুবি ভালো একটি প্লাটফর্ম। লেখক হতে পারি বা না পারি, ভালো ব্লগার হতে পারি বা না পারি, সামু তে থেকে একজন জ্ঞানপিপাসুর মতো জ্ঞান আহরণ করে নিজেকে আর যাইহোক একজন সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা সম্ভব।


"আজ প্রথম পাতায় সুযোগ পাবার উল্লাসে–

মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর

টগবগিয়ে খুন হাসে

আজ সৃষ্টি-সুখের উল্লাসে।"

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৫

শাহিন বিন রফিক বলেছেন: আসুন আমরা দু'জন কোলাকুলি করি কারণ আমিও আজ সেফ হয়েছি।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

আকতার আর হোসাইন বলেছেন: বাহ! তাহলে তো ভালোই। প্রথম পাতায় সুযোগ পেয়েছেন শুনে খুশি হলাম। আমারও সুযোগ হল, আপনারও হল। বুক না মেলালে কি আর হবে..!!!

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫২

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন।
আমি চেষ্টায় আছি।
দেখি, আপনাদের পথে পা রাখতে পারি কিনা।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

আকতার আর হোসাইন বলেছেন: আপনারও প্রথম পাতায় সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন নিজের উপর। ধন্যবাদ ভাইয়া।।।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৪

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: দোয়া দিলাম জিলাপির ভাগ দিও

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

আকতার আর হোসাইন বলেছেন:
এই নিন মিষ্টি। দোয়ার জন্য তো আর ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। তাই একরাশ ভালবাসা দিলাম আপু।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

লিখুন, মানুষের জীবন নিয়ে লিখুন।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১২

আকতার আর হোসাইন বলেছেন: গরিবের বাড়িতে হাতির পা, কেমনে করি আপ্যায়ন। অবিরাম ভালবাসা নিবেন।

ইনশাআল্লাহ, মানুষের জীবন নিয়েই লিখব।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন । শুভ কামনা। সমাজের সব অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে লিখুন। এলাকার খারাপ লোকের মুখোশ খুলে দিন। সবাই্ ভালো হোক।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ ভাই। দোয়া করবেন।সুন্দর পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালবাসা অবির..।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৯

বিদেশে কামলা খাটি বলেছেন: আপনি তো প্রথম পাতায় চান্স পেলেন। আমি তো শেষ পাতায়ও চান্স পাচ্ছি না। দোয়া করবেন।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ! একদিন সুযোগ হয়ে যাবে। বিশ্বাস রাখুন নিজের উপর। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪০

সনেট কবি বলেছেন: অভিনন্দন । শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪

আকতার আর হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল।হ্যাপি ব্লগিং।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

আকতার আর হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় মোস্তফা ভাই।।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

প্রথম পাতায় স্বাগতম। সেফ হবার আনন্দে সবাইকে মিষ্টি খাওয়ান।

,

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০

আকতার আর হোসাইন বলেছেন: ভাই, আপনি যেভাবে সাপোট দিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞ আপনার কাছে।

এই নিন, দিলাম সবার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সুস্বাদু মিষ্টি




১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: অভিনন্দন।
দেশের সমস্যা ও সমাধানের কথা লিখবেন।
কিভাবে মানুষের মঙ্গল হয় তা লিখবেন।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

আকতার আর হোসাইন বলেছেন: আমার পোস্টে আজ যেন আকাশের নক্ষত্রগুলোর আগমন
কিভাবে করি আমি আপনাদের আপ্যায়ন
আমি যে খুবি খুবি নগণ্য
আপনাদের আগমনে তাই আমি ধন্য।

ইনশাআল্লাহ লিখে যাবো ভাই। দোয়া রাখবেন। ভালবাসা অহর্নিশ..

১১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম। হ্যাপি ব্লগিং।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০

আকতার আর হোসাইন বলেছেন: অনেকগুলো ধন্যবাদ ভাইজান

১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: একটু দেরী হয়ে গেল অভিনন্দন জানাতে, গ্রামে থাকার কারনে সামু থেকে বিচ্ছন্ন ছিলাম।আমি জানতাম আপনি তাড়াতাড়ি সেফ হবেন।আপনার সাথে আমিও খুবই আনন্দিত। শুরু হোক প্রথম পাতায় লেখালেখি।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

আকতার আর হোসাইন বলেছেন: শহরের ব্যস্ত জীবন ভুলে খানিকটা সময় গ্রামে ভালোই কেটেছে আশা করি।

সমস্যা নেই ভাই। আপনার পাশে থাকা আমাকে অনেক অনেক সাহস যুগিয়েছে।

ব্লগে যদি সচল থাকি তাহলে হাজার থেকে লক্ষাধিক শব্দ পর্যন্ত এখানে নিঃসৃত হতে পারে আমার অতি তুচ্ছ জ্ঞান থেকে।

সেই শব্দভাণ্ডার বা শব্দমালা থেকে একটি শব্দও যদি মানুষের
উপকারে আসে তাহলে আমার ব্লগিং জীবন বা লেখার জীবন স্বার্থক হবে।

দোয়া রাখবেন ভাই... ভালবাসা অবিরাম...

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০

সৈয়দ তাজুল বলেছেন: ভায়ো, সুস্বাগতমম, পথ চলা হোক আলোকিত..
(কেমনে পেলেন?)

ভাল থাকুন নিরন্তর

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: কিভাবে পেলাম সেটা অনেক কাহিনী। আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ হয় কিনা জানিনা। যদি না হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, আমার অভিজ্ঞতা থেকে আপনাকে দুই একটি পরামর্শ দিতে পারব।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ... ভালবাসা অহর্নিশ...

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে কোন পোস্ট দিবেন না??

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: প্রথম পাতায় সুযোগ পাওয়াতে স্বাভাবিক ভাবেই দায়িত্ব অনেক বেড়ে গেছে।অনেক লিখার ইচ্ছা আছে, কিন্তু কম পড়ে বেশি লেখার ইচ্ছা নেই। বেশি বেশি পড়ে কম লিখার ইচ্ছা আছে।

নিজের লেখক সত্ত্বাকে আবিষ্কার করতে চাই।

আপনাদের পাশে থাকা সব সময় অনুপ্রেরণা দেয়। ভালবাসা নিবেন ভাইজান।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১২

ওমেরা বলেছেন: এখন তাহলে মনের আনন্দে বেশী বেশী পোষ্ট করুন।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। ধন্যবাদ...

১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

সৈয়দ তাজুল বলেছেন: হয়নি!

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

আকতার আর হোসাইন বলেছেন: আপনার ব্লগ থেকে ঘুরে আসলাম। লেখার মান বলছে খুব শীঘ্রই আপনি প্রথম পাতায় সুযোগ পাবেন।

প্রতিদিন ব্লগে আসুন, সবার পোস্টে কমেন্ট করার চেষ্টা করুন যেন মোডারেটরদের নজরে আসতে পারেন।

আর সামু ব্লগের ফেসবুক পেজে গিয়ে তাদেরকে নক করুন। আমি মেসেজ দিয়েই পেয়েছি।

আবার তাদের ইমেইলেও একটি মেইল পাঠিয়ে আবেদন করতে পারেন।

তাদের ইমেইল:
[email protected]

১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৮

সৈয়দ তাজুল বলেছেন: ধন্যবাদ

১৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা অবিরাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.