![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
হে ফুল, অতি আদরে যত্নে তোমায় নিই গো তুলে
বুকের মাঝে পরম ভালবাসায় রাখি তোমায় আগলে
কিন্তু স্বার্থ সিদ্ধি হলে, প্রয়োজন ফুরালে
করিনা একটুও দেরি, দিই গো তোমায় ফেলে
তোমার প্রেমে ছিলাম ব্যাকুল যবে তুমি সুঘ্রাণ দিতে ছড়িয়ে
দিতে তুমি যবে তুমারি সৌরভে মনপ্রাণ মাতিয়ে
বিগত সময়ের তুমারি দেয়া স্বর্গানন্দের কথ ভুলে
নিষ্ঠুর আমি দিলাম তোমায় ফেলে, যবে তুমি শোকালে
তবু তুমি ফুল করোনা কখনো অভিমান
নিরানন্দ সময়ে তুমিই আবার মাতাও প্রাণ
পরের সুখে তোমার মতো নিজেকে করলে উৎসর্গ
পুণ্যে ভরে পৃথিবীটা একদিন হবেই হবে স্বর্গ
১৩ ই মে, ২০১৮ রাত ১:২৮
আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ ভাই,, দোয়া রাখবেন... সুন্দর মন্তবের জন্য ভালবাসা নিবেন ধন্যবাদ সহকারে..
২| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয়...
৩| ১৩ ই মে, ২০১৮ সকাল ১১:২৪
আকিব হাসান জাভেদ বলেছেন: ফুল ভালোবাসার সুন্দর কবিতা । সুন্দর+++++
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় ভাই....
৪| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫২
অর্ক বলেছেন: বেশ লিখেছেন। আরও লিখুন ও বিখ্যাত কবিদের কবিতা পড়ুন। অজস্র শুভেচ্ছা।
১৫ ই মে, ২০১৮ রাত ১২:২৬
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাইজান....
৫| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪
মোস্তফা সোহেল বলেছেন: ফুল শুকিয়ে গেলে মানুষ যেমন ছুড়ে ফেলে।প্রয়োজন ফুরিয়ে গেলেও মানুষই মানুষকে দূরে ঠেলে দেয়।
কবিতা ভাল লাগল।
১৮ ই মে, ২০১৮ রাত ১২:২৪
আকতার আর হোসাইন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় মোস্তফা সোহেল ভাই।
প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষেও মানুষকে ছুড়ে ফেলে দেয়- যথার্থ বলেছেন।
দেরিতে প্রতিউত্তর দেয়ার জন্যে দুঃখিত..
৬| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:২২
তারেক_মাহমুদ বলেছেন: কবিতা ভাল লাগলো।
১৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৪
আকতার আর হোসাইন বলেছেন: কৃতজ্ঞতা ভাই... প্রতিউত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত
৭| ২৩ শে মে, ২০১৮ রাত ২:০৪
স্ব বর্ন বলেছেন: পরের সুখে তোমার মত নিজেকে করলে উৎসর্গ
পুণ্যে ভরে পৃথিবীটা একদিন হবেই হবে স্বর্গ।
মুগ্ধতা নিয়ে পড়লাম আত্মা ছুঁয়ে গেল কথা গুলো।মোট কথা আমি আপনার লেখার প্রেমে পড়ে গেছি।
২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪০
আকতার আর হোসাইন বলেছেন: আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন আসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে।
এত প্রেম ভালবাসা কিভাবে নিব আমি...?
লেখা সার্থক হয়েছে. ভালবাসা অফুরান....
৮| ২৭ শে মে, ২০১৮ রাত ২:৫১
স্ব বর্ন বলেছেন: সবসময় পাশে থাকলেই হবে।ধন্যবাদ আপনাকে আরো ভালো লেখার জন্য অপেক্ষা করব।আমি ব্লগে নতুন সময় হলে আমার ব্লগও ঘুরে আসুন আর হ্যাঁ মন্তব্য করে জানাবেন কিন্তু অবশ্যই।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৮ রাত ১:২৪
রাকু হাসান বলেছেন: ভাল লাগলো । আশা করি আরও ভাল ভাল কবিতা আমদের উপহার দিবেন ।