নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

সামুতে আজ আমার জন্মদিন... (এক বছর পূর্তি)

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫



দেখতে দেখতেই পেরিয়ে গেল একটি বছর। যেন সেদিনের কথা। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনকে সামনে রেখে আমার কাণ্ডারি


নামে একটি কবিতা লিখি ডায়েরীরর পাতায়। অতঃপর চিন্তা করি কবিকে নিয়ে আমার যা মনোবাসনা তা একটি ছড়িয়ে দিইই একটি শিক্ষিত সমাজে। সেই চিন্তাধারা থেকেই মূলত সামুতে আমি রেজিস্ট্রেশন করি যদিও রেজিস্ট্রেশন করার এক দেড় বছর আগে থেকেই সামুতে ঢুঁ মাড়তাম প্রতিদিন।

এই এক বছরের সামুতে আমার প্রাপ্তি অপ্রাপ্তি হিসেবটা দিতে চাচ্ছিনা। হিসেবটা নিজেকেই যে লজ্জা দিবে। মাত্র ২৬ টি পোস্ট!! বাকি স্ট্যাটগো কারো জানার ইচ্ছা থাকলে নিজ দায়িত্বে দেখে নিয়েন, কিন্তু কেউ আমারে লজ্জা দিয়েন না।

প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কি দিব....?

সামুতে যোগ দেয়ার পরে ব্লগারদের কাছ থেকে কত যে বিচিত্র চিন্তাধারার সাথে পরিচিত হয়েছি এবং জ্ঞান অর্জন করেছি...!!

অথচ সেই হিসেবে এই গাধাটা তার ছিটেফোঁটাও দিতে পারেনি...

ওহে সামু...

তোমা থেকে কত যে করিয়াছি জ্ঞান আহরণ
করিতে তো পারিনি তার ছিটেফোঁটাও বিতরণ

তবু প্রিয় সামু...

তোমার পরিবারের কেউ করে না গো বারণ
তোমার জ্ঞান-বাগানে করিতে পদার্পণ।


যে সমস্ত ব্লগার ভাই এরা আমাকে সব সময় অনুপ্রাণিত করেন মন্তব্য করে তাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাচ্ছিনা।
আপনাদেরকে শুধু ভালবাসাই দেয়া যায়।

আমি মনে করি। ব্লগাররা হলেন আমাদের দেশের সম্পদ। ব্লগাররা ব্লগিং করে দেশের সমস্যাগুলো তুলে ধরেন এবং তা সমাধানের উপায়ও বলে দেন। এখনকার যুগে সত্য পথে অটল আছে এমন সাংবাদিক সাংবাদিক পাওয়া দুষ্কর।

কিন্তু একজন ব্লগার কখনোই কোন কিছু ভয় করে না। নিজের জন্য, নিজের দেশ, দেশের মানুষের কল্যাণের জন্য লিখে যান অবিরাম। সামু ব্লগ বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বড় ব্লগ( আসলে আমি কনফিউজড, শুনেছি সচলায়তনও নাকি বড় ব্লগিং সাইট)। এই ব্লগের একজন সদস্য হিসেবে গর্ব বোধ করছি।

আমি তুচ্ছ অতি সামান্য, নগণ্য ব্লগার পরিশেষে সব ব্লগার ভাইদের কাছে একটি অনুরোধ করব...

আপনারা কেউ এই ব্লগে ঝগড়া করবেন না, কেউ এইখান থেকে হারিয়ে যাবেন না (অনেক ভালো ভালো ব্লগার যে গেছে আর ফিরে আসে নাই)।
কারণ, আমরা তীর্থযাত্রীরা আপনারা মুক্তচিন্তার ব্লগারদের নিয়েই তবে চলতে চাই তীর্থপথে।

মন্তব্য ৬৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ জন্মদিন
সামুতে আপনার অনাগত
দিনগুলি কাটুক নির্ঝঞ্ছাট।

২২ শে মে, ২০১৮ রাত ৮:০৯

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা নিবেন.।

২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখালেখি বাদ দিয়ে, যতখুশি নাচানাচি করেন!X(

২২ শে মে, ২০১৮ রাত ৮:১১

আকতার আর হোসাইন বলেছেন: নাচানাচিও করতে পারি না, গাইতেও পারিনা। তবু মাঝে মাঝে গাই।
ধন্যবাদ নিবেন প্রিয় ভাই.

৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সনেট কবি বলেছেন: এক বছর পুর্তির শুভেচ্ছা।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১২

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ নিবে.. আমারে নিয়ে সনেট কি লিখবেন একটা.।

৪| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কাওসার চৌধুরী বলেছেন: সামুতে আপনার প্রথম বার্ষিকীতে শুভেচ্ছা রইলো। নতুন বছরে অনেক শুভ কামনা আপনার জন্য।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৪

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালোবসা.

৫| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।
মানুষের জীবন নিয়ে লিখুন

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৪

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ....

চেষ্টা থাকবে সব সময়

৬| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

জোকস বলেছেন: ইফতারের পড়ে আমাকে রসগোল্লা খাওয়াবেন, রসগোল্লা আমার পছন্দ।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৭

আকতার আর হোসাইন বলেছেন: চরি.। আমি তো কেক রেখেছিলাম.। দেখি কোন মেহমান মিষ্টি আনে কিনা...। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন ভাই

৭| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্ডল ভাই ইদানিং বেশী খোঁচাখুঁচিতে ব্যস্ত।।

চাঁন্দের দেশে পাঠাই দিমু গাড়ী নাই ফিরবার
সাথে কাউরে পাইলে সেথায় করেন আলুর কারবার!!
নিচের দিকে তাকাই রবেন করুন চেঁখে বার বার,
সবাই কিন্তু ভুলে যাবে করবে কাজ যার যার।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৯

আকতার আর হোসাইন বলেছেন: যেই খোঁচাখোঁচি বা জগড়াতে ভালবাসা মিশ্রিত থাকে আমি সেই খোঁচাখোঁচিই চাই....। এখখান গাড়ি কিন্তু আছে...। চাঁদগাজী সাহেবের ট্রাক্টর আছে না..।?

৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

শহীদ আম্মার বলেছেন: আপনার সামু বার্ষিকীতে রইল প্রাণঢালা অভিনন্দন।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫২

আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..।

৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো......

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..।

১০| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভেচ্ছার সাথে শুভকামনাও থাকলো..

অনেকদিন থাকুন সামু'র সাথে।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ... আপনারাও থাকবেন... আপনাদের নিয়েই তবে পথ চলতে চাই..।

১১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

হাঙ্গামা বলেছেন: :) অভিনন্দন

২২ শে মে, ২০১৮ রাত ১১:২০

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ...।

১২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: অভিনন্দন প্রিয়।

সামুতে শুরু হওয়া আপনার নতুন বছর হয়ে উঠুক বসন্তী ফুলের ন্যায় ফুটন্ত।
আপনার মুখোশ কবিতাটি এবার পোস্ট দিয়ে দেন।

২২ শে মে, ২০১৮ রাত ১১:২২

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা নিবেন প্রিয়.... একটু পরই পোষ্ট করব....

১৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা নিবেন....

১৪| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: কেক্কুক খাইতাম্চাই :)

২২ শে মে, ২০১৮ রাত ১১:২৪

আকতার আর হোসাইন বলেছেন: দিলাম কেক... সাথে ভালবাসাও.।

১৫| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

কাইকর বলেছেন: শুভ জন্মদিন

২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই...

১৬| ২২ শে মে, ২০১৮ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন।+

২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৯

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ.... নজরুল জয়ন্তীতে আপনার কাছ থেকে ভালো একটু লেখা আশা করছি....

১৭| ২২ শে মে, ২০১৮ রাত ৮:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"নূর মোহাম্মদ নূরুবলেছেন:মন্ডল ভাই ইদানিং বেশী খোঁচাখুঁচিতে ব্যস্ত।।"

ওই মিয়া?
আমরা ইয়ং জেনারেশন! খোঁচাখুঁচি ছাড়া জমে নাকি?
চানাচুর খান....:P

২৩ শে মে, ২০১৮ রাত ১২:০৫

আকতার আর হোসাইন বলেছেন: প্রতিদিন ইফতার করতে করতেই তো কাহিল... আবার চানাচুর....!!!

১৮| ২২ শে মে, ২০১৮ রাত ৮:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আসলে আমি কনফিউজড, শুনেছি সচলায়তনও নাকি বড় ব্লগিং সাইট?"
-- আমাদের মত আমপাবলিকের জন্য সামু বেস্ট!;)
-সামুর, অ্যালেক্সা অবস্থানঃ
বিশ্বে ৩০,৭৭৮ তম (বাংলাদেশে ১৫১ তম) (নভেম্বর ২০১৭)
যা উর্ধমুখি!!

সচল, ইষ্টিশন, আমার ব্লগ..... সব অচল!! ;)
তবে অন্য ব্লগেও অনেক ভালমানের লেখক আছে!

বি. দ্রঃ আমার পছন্দের সমালোচক সামুতে আসে না, সে অন্য ব্লগে লিখে!

২৩ শে মে, ২০১৮ রাত ১২:০২

আকতার আর হোসাইন বলেছেন: আমাদের মতো আম পাব্লিকের জন্য সামু বেস্ট... তাহলে সচলায়তন কাদের জন্য বেস্ট....?

আর আপনার সমালোচক কোন ব্লগে লিখে, ওনার নাম কি লিংক কি একটু দেয়া যেতে পারে......???

১৯| ২২ শে মে, ২০১৮ রাত ৮:২০

সনেট কবি বলেছেন: আপাতত মন্ডল আর দুই চৌধুরী নিয়ে ভাবছি। ভাব কখন আসে জানি না। তবে ব্যক্তি সনেটে অনেকের ঘোর আপত্তি। তথাপি যারা ভাল লিখেন তাদের যোগ্যতার পারদ আরো উচ্চতায় তুলতে আমি তাদের নিয়ে টুকটাক সনেট লিখি আর কি! তাও আবার মান ভাল না হলে পাঠক কবিতা গিলতে চায় না। সেই দুঃখের কথা কার কাছে কই?

২৩ শে মে, ২০১৮ রাত ১২:০৯

আকতার আর হোসাইন বলেছেন: কোন চৌধুরীর কথা বলছেন... কাউসার চৌধুরী ভাই এর কথা নাকি.....?

হ্যাঁ, মান ভালো না হলে কেউ গিলতে চায় না... অথচ লেখার কষ্টের কথা কেউ ভাবেন না...
আর আমি তো ফাইজলামি করে বললাম.... আমার যোগ্যতাই বা কি যে আমারে নিয়ে কেউ সনেট লিখবে...? যোগ্যতা না থাকলেও লিখা যেত যদি আমার সম্পর্কে ধারণা থাকত।

বাদ দিন.... ধন্যবাদ ও ভালবাসা নিবেন....

২০| ২২ শে মে, ২০১৮ রাত ৮:২৩

সফেদ বিহঙ্গ বলেছেন: সামুতে এক বছর পূর্তিতে আপনাকে শুভেচ্ছা।

২৩ শে মে, ২০১৮ রাত ১২:১৪

আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ....

২১| ২২ শে মে, ২০১৮ রাত ৮:২৭

জোকস বলেছেন: রসগোল্লা দিলে আপনাকে এই কেক দেওয়া হইবেক

২৩ শে মে, ২০১৮ রাত ১২:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: omg.... লোভ আর সামলায় কেমনে... লন লন ভাই... সবার আগে আপনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সুস্বাদু মিষ্টি লন...

২২| ২২ শে মে, ২০১৮ রাত ৮:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: অভিনন্দন ভাইয়া।

২৩ শে মে, ২০১৮ রাত ১২:১৮

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রান্ত ভাই....

২৩| ২২ শে মে, ২০১৮ রাত ১০:১৩

অনুতপ্ত হৃদয় বলেছেন: শুভ জন্ম দিন, আগামির দিন গুলো খুব সুন্দর কাটুক

২৩ শে মে, ২০১৮ রাত ১২:১৯

আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.... আপনি অনুতপ্ত কেন জানতে পারি../

২৪| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ জন্ম দিন। সুখে থাকুন চিরকাল।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

আকতার আর হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: সামুতে বর্ষপূর্তির আন্তরিক শুভেচ্ছা জানাই।
ভীষন সুন্দর ভাবে ব্লগিং করুন, ব্লগকে আরো সমৃদ্ধ করুন। আনন্দময় সময় কাটান ব্লগে। সকল শুভকামনা রইল।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

আকতার আর হোসাইন বলেছেন: দোয়া রাখবেন... অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা

২৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:০৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনার ব্লগিং জীবন আনন্দময় হোক, অনেক অনেক শুভ কামনা ভাই আক্তার হোসেন।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা অফুরান....

২৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:০৭

প্রামানিক বলেছেন: শুভ জন্মদিন, তয় খাওন দাওন কই?

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

আকতার আর হোসাইন বলেছেন: খাওন তো শেষ হইয়া গেছে... অবশ্য আমারি দোষ... সময়মত আতিথেয়তা দিতে পারি নাই... দুঃখিত... আমি

২৮| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: অভিনন্দন, শুভ কামনা রইলো। ব্লগিং চলুক অবিরত।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:০১

আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা অফুরান

২৯| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:০৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভকামনা রইল আপনার জন্য।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:০৬

আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..

৩০| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ দিনে অনেক অনেক শুভ কামনা। ভাল লাগা রেখে গেলাম।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:০৭

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা

৩১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন:

২৪ শে মে, ২০১৮ রাত ৮:০৯

আকতার আর হোসাইন বলেছেন: আপনে এত কিপটা কেড়ে ভাই.... আরেকটু দামি কেইক দেয়া যেতনা....??

৩২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সামু জন্মদিন ভাইয়া B-) গত বছরের মত সামুতে আপনার আগামী বছরগুলো ও অনেক সুন্দর হোক বরং আরও বেশী সুন্দর হোক।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:১১

আকতার আর হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে....

৩৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: অভিনন্দন।


লিখতে থাকুন ।।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:১২

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ অনেক অনেক.

৩৪| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রসায়ন বলেছেন: লাইক কমেন্ট করে একটিভ থাকুন ! ;)
শুভেচ্ছা

২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৩

আকতার আর হোসাইন বলেছেন: মন্তব্য খুব কমই করি আমি.... যার কারণে প্রথম পাতায় আসতে আমার দশ মাস লেগেছিল...

৩৫| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: শুভেচ্ছা রইল ।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৪

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.