![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
"Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies"
- স্টিফেন কিং
.
আপনি যখন যুদ্ধের ময়দানে নামবেন তখন আপনাকে হয় মরতে হবে, নয় মারতে হবে।
যুদ্ধের ময়দানে যখন আপনার অস্ত্র থাকবে না আর আপনি যদি বীরপুরুষ হয়ে থাকেন তখন আপনার পিছনে ফেরার উপায় নেই। নিরস্ত্র অবস্থায় আপনাকে শত্রুর সামনে বুক পেতে দিতে হবে।
প্রিয় বাংলাদেশের প্রধান অস্ত্র সাকিব ভাই নেই। নেই আরেক প্রধান অস্ত্র তামিম ভাই।
মাশরাফি ভাই প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন পঙ্গুত্বের ঝুঁকি নিয়ে। মুশফিকুর ভাইও কিছুটা ইঞ্জুরড।
সত্যি কথা বলতে আমি কখনো দ্বিধাবোধ করিনা। সাকিব ভাই তামিম ভাই থাকলেও কাগজে কলমে ইন্ডিয়াই এগিয়ে থাকতো।
আর এখন তো আমরা সাকিবব ভাই এবং তামিম ভাইকে হারিয়ে আমরা এখন নিরস্ত্র। বলতে গেলে আমরা এখন বুক পেতে দিয়ে শূন্য হাতে লড়াই করার জন্যে রণক্ষেত্রে নামছি। আমাদের এখানে হারার কিছু নেই।
অস্ত্র নেই তো কি হয়েছে। ষোলো কুটি প্রাণের দোয়া আছে।
ষোলো কোটি মানুষের দোয়া নিয়েই আজ মাঠে নামবে মাশরাফি বাহিনী।
যদি জিতি সেটা আমাদের বাড়তি পাওনা। হ্যাঁ, আশা বেশি করছিনা তা ঠিক, কিন্তু আশা যে একদম রাখছিনা সেটা বলব না।আর আশা করাতে দোষেরও কিছু নেই।
প্রথমেই বললাম না, স্টিফেন কিং এর ভাষায়
"Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies"
আশা করি টাইগার বাহিনী প্রাণপণে লড়ে যাবে
আশা করি টাইগাররা ততোটাই গর্জন করবে যতটুকু তারা গর্জন করে।
আশা করি আমরাই জিতবো, আজ না হোক কাল স্বপ্নের ট্রফি ছোঁবই ছোঁব, চুম্বন খাবই খাব।
আশা করি
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪
আকতার আর হোসাইন বলেছেন: যদি শান্ত হন তাহলে আপনি শেষ
যদি যদি গর্জন করো তবে আপনি বাংলাদেশ...
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখক পোস্ট দিয়ে কোন চিপাতে লুকালো??
অস্ত্র নেই তো কি হয়েছে। ষোলো কুটি প্রাণের দোয়া আছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ।
খেলা দেখছলাম। সুন্দর খেলাটা হঠাৎ নষ্ট হয়ে গেলো। তার উপ্রে আম্পায়ারের সুবিধা নিচ্ছিল ভারত। বেশি প্রত্যাশা ছিল। কিন্তু এমন ভালো শুরু করে যদি এই অবস্থা হয় তাহলে কেমনটা লাগে বলেন।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৯৭/০ (১৮)
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
আকতার আর হোসাইন বলেছেন: ২০ ওভারে রান ছিল ১১৬/০
আর অবশেষে কি হইল..
এখন মুস্তাফিজ মিরাজের জ্বলে উঠা ভীষণ দরকার..
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
সনেট কবি বলেছেন: টেনশন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
আকতার আর হোসাইন বলেছেন: হু, খুব টেনশন। মনে হচ্ছে দম বন্ধ হবার উপক্রম অবস্থায় গিয়ে বাংলাদেশ জিতবে বা হারবে।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: ২২২ রান। দেখি বাকিটা কি হয়।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাটিং দেইখা মেজাজটাই বিলা হইয়া গেছে। মন চায় কাউরে পিডা দেই
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: উদাসী স্বপ্ন ভাইয়ের কথাটা শুনে হাসি পেলো। আসলে আমারও ইচ্ছে করছে।
জিতবে জিতবে ইনশাআল্লাহ্।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
মেহেদী হাসান হাসিব বলেছেন: জেতার সম্ভাবনা দেখছি না
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
খেলাকে খেলা হিসেবে নেন; পরীক্ষার সময় প্রশ্নফাঁস করেন, আর ক্রিকেট নিয়ে ব্লগ কাঁপান, একটু শান্ত হোন!