নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্যান্ড আর্টসেল রিলিজ দিল নতুন গান \'সংশয়\' (লিরিকসহ পোস্ট)

১০ ই মার্চ, ২০১৯ রাত ১:৩২





দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ৭ মার্চে আমার প্রাণের ব্যান্ড 'আর্টসেল' নতুনন গান এলো। কোন ব্যান্ডই ঠিকে না জানি। তবু আর্টসেলের ভাঙনে খুব কষ্ট পেয়েছি। যাকগে, কষ্টের মাঝে আপাতত মৃদু সুখ পাওয়া গেল নতুন গান পাওয়াতে। মৃদু সুখ বলাটা ঠিক না। একদম পূর্ণমাত্রার সুখ বলাই অধিক যুক্তিযুক্ত। কেননা কয়েক বছর ধরেই আর্টসেল বলে আসছে নতুন এলবাম অতৃতীয় রিলিজ দিবে।

গান: সংশয়
এলবাম: অতৃতীয়
ব্যান্ড আর্টসেল

লিরিক:

সংশয় অবধারিত, অস্থির মনোজগৎ
যা কিছু সংবেদনশীল অবসন্ন চেতনায়
বেহিসেবী শঙ্কার অবিরাম অনুধাবন
মানসিক দ্বন্দ্বের অস্থির অনুনয়

কড়া নেড়ে, মিলিয়ে যায়
নিলাভ অসাড়তায়
আমি এখন জেগে উঠি
ভরসাহীন অসহায়

আমার দুর্বলতা, অন্ধকার উপাসনালয়
আমার সংশয়, আমার প্রার্থনায়
আমার এ বিধান, তোমার অনন্যতায়
অবিশ্বাস আমার বিশ্বস্ততায়

অনুগ্রহ আমি চাইনি আমার
পরাজয়ীর বেশে
আমি কোন যন্ত্রণা লাঘবের যন্ত্রণা
হতে চাইনি অবশেষে

তোমার আমার মাঝে অতৃতীয় উপস্থিতি
ছারখার বাস্তবতা জীর্ণ অমলিন
ত্রিমাত্রিক অতীত মাতৃকতায়
শব্দের নিঃশব্দতায় আবেদন অশরীর

আমি খুঁজিনি ঈশ্বরের সেই ছায়া
যে ছায়ায় জন্ম আমার
আমি তোমার মাঝেই খুঁজি
তাতে অবনত নতজানুতায়
খুঁজি তাকেই, তোমারি মাঝে
অবনত নতজানুতায় খুঁজি তাকে

আমার জয় তোমার পরাজয় নয়
আমি বাস্তব শুধু তোমার চেতনায়
তোমার হেরে যাওয়া আমার জয় নয়
সংশয় পরাবাস্তবতায়।


বিঃদ্রঃ লিরিকে দু একটা শব্দ ভুল হতে পারে। অফিশিয়ালি তাঁদের লিরিক প্রকাশ করা হয়নি। শুনে শুনে লিরিক লিখতে হয়েছে তো, তাই ভুল থাকতে পারে।



আর্টসেল তাঁদের পেজে জানিয়েছিল সারপ্রাইজ দিবে। ভেবেছিলাম এরশাদ ভাই ফেরার সারপ্রাইজটা পাব। যাহোক, সারপ্রাইজ হিসেবে 'সংশয়' পাওয়া গেল।

গানটি শুনতে পারবেন গান এপ থেকে। সো গানটি শুনিতে চাইলে প্লে স্টোর থেকে 'Gaan' এপটি ডাওনলোড করে নিন।

দু একজন ব্লগার বোধ হয় ফেসবুকে আমার সাথে যুক্ত আছেন। তারা খুব ভালোভাবেই জানার কথা আমি আর্টসেলের কত বড় ফ্যান।

বাঁধভাঙা খুশির কারণে লিরিকটা শেয়ার না করে পারলাম না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ৭ মার্চে আমার প্রাণের ব্যান্ড 'আর্টসেল' নতুনন গান এলো। কোন ব্যান্ডই ঠিকে না জানি। তবু আর্টসেলের ভাঙনে খুব কষ্ট পেয়েছি। যাকগে, কষ্টের মাঝে আপাতত মৃদু সুখ পাওয়া গেল নতুন গান পাওয়াতে। মৃদু সুখ বলাটা ঠিক না। একদম পূর্ণমাত্রার সুখ বলাই অধিক যুক্তিযুক্ত। কেননা কয়েক বছর ধরেই আর্টসেল বলে আসছে নতুন এলবাম অতৃতীয় রিলিজ দিবে।

গান: সংশয়
এলবাম: অতৃতীয়
ব্যান্ড আর্টসেল

লিরিক:

সংশয় অবধারিত, অস্থির মনোজগৎ
যা কিছু সংবেদনশীল অবসন্ন চেতনায়
বেহিসেবী শঙ্কার অবিরাম অনুধাবন
মানসিক দ্বন্দ্বের অস্থির অনুনয়

কড়া নেড়ে, মিলিয়ে যায়
নিলাভ অসাড়তায়
আমি এখন জেগে উঠি
ভরসাহীন অসহায়

আমার দুর্বলতা, অন্ধকার উপাসনালয়
আমার সংশয়, আমার প্রার্থনায়
আমার এ বিধান, তোমার অনন্যতায়
অবিশ্বাস আমার বিশ্বস্ততায়

অনুগ্রহ আমি চাইনি আমার
পরাজয়ীর বেশে
আমি কোন যন্ত্রণা লাঘবের যন্ত্রণা
হতে চাইনি অবশেষে

তোমার আমার মাঝে অতৃতীয় উপস্থিতি
ছারখার বাস্তবতা জীর্ণ অমলিন
ত্রিমাত্রিক অতীত মাতৃকতায়
শব্দের নিঃশব্দতায় আবেদন অশরীর

আমি খুঁজিনি ঈশ্বরের সেই ছায়া
যে ছায়ায় জন্ম আমার
আমি তোমার মাঝেই খুঁজি
তাতে অবনত নতজানুতায়
খুঁজি তাকেই, তোমারি মাঝে
অবনত নতজানুতায় খুঁজি তাকে

আমার জয় তোমার পরাজয় নয়
আমি বাস্তব শুধু তোমার চেতনায়
তোমার হেরে যাওয়া আমার জয় নয়
সংশয় পরাবাস্তবতায়।


বিঃদ্রঃ লিরিকে দু একটা শব্দ ভুল হতে পারে। অফিশিয়ালি তাঁদের লিরিক প্রকাশ করা হয়নি। শুনে শুনে লিরিক লিখতে হয়েছে তো, তাই ভুল থাকতে পারে।
.......

আর্টসেল তাঁদের পেজে জানিয়েছিল সারপ্রাইজ দিবে। ভেবেছিলাম এরশাদ ভাই ফেরার সারপ্রাইজটা পাব। যাহোক, সারপ্রাইজ হিসেবে 'সংশয়' পাওয়া গেল।

গানটি শুনতে পারবেন গান এপ থেকে। সো গানটি শুনিতে চাইলে প্লে স্টোর থেকে 'Gaan' এপটি ডাওনলোড করে নিন।

দু একজন ব্লগার বোধ হয় ফেসবুকে আমার সাথে যুক্ত আছেন। তারা খুব ভালোভাবেই জানার কথা আমি আর্টসেলের কত বড় ফ্যান।

বাঁধভাঙা খুশির কারণে লিরিকটা শেয়ার না করে পারলাম না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২০

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট দেখার পর মনে পড়লো, আজকাল গান টান শোনা হয় না।

১০ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে মানুষ গান টান ছেয্রে দেয় একসময়। তখন পরিবার পরিজন নিয়েই ব্যস্ত সময় পার করতে হয়্য.।

ব্যান্ড গান কি শুনতেন..? কোন ব্যান্ড প্রিয় ছিল আপনার?

২| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩১

চাঙ্কু বলেছেন: এক সময় আর্টসেল এর এমন কোন গান ছিল না যা শোনা হয় নাই কিন্তু এখন তেমন শোনা হয় না। আফসুস

১০ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫০

আকতার আর হোসাইন বলেছেন: হয়তো আপনার বয়স বাড়ার কারণেই। পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকলে গান টান আর কে শুনে?

খুশি হলাম আপনি আর্টসেলের গান শুনতেন জেনে...

৩| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অর্থহীন , আর্টসেল, ব্ল্যাক , ক্রিপটিক ফেইথ , শিরোনামহীন ... আহা সেই আন্ডারগ্রাউন্ড দিনগুলো !!

কুষ্টিয়া থেকে ঢাকায় চলে আসতাম কনসার্টের টানে। আর এখন ঢাকাতেই থাকি। কিন্তু ...

১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৫

আকতার আর হোসাইন বলেছেন: অর্থহীন, আর্টসেল, শিরোনামহীন আমার সবচেয়ে প্রিয়...

এটাই জীবন ভাই... এক সময় আবেগ আর প্রচন্ড ভালবাসায় আনন্দমুখর কত দিন কাটানো হয়... কত গান শুনা হয়া...

কিন্তু যান্ত্রিক জীবনের বাস্তবতার ব্যস্ততা এগুলো থেকে আমাদের অনেক দূরে ঠেলে দেয়...

আমি টের পায়... আর কয়টা দিন পরেই আমাকেও সরে আসতে হবে আজকের দিনগুলো থেকে.. ভেবেই শিহরিত হয়ে যায়.. এসব বাদ দিয়ে থাকবো কিভাবে...


যারা আর্টসেল এর ফ্যান তাঁদেরকে কেন জানি আমি একটু অন্যরকম ভাবেই মূল্যায়ন করে... শ্রদ্ধা এসে যায় স্বয়ংক্রিয়ভাবেই...


ধন্যবাদ ও ভালবাসা জানবেন ভাই আমার...

৪| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "তবুও আমি…

কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝরো বাতাসে দুজনার শরীর মেশায়ে।"

ভাই কিযে বিপদে ফেললেন! মাথার মধ্যে তোলপাড় উঠছে। এখন কর্পোরেট হিসাব মিলাই কিভাবে ?

১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৪

আকতার আর হোসাইন বলেছেন: কিছু হিসাব তুলে রেখে খানিকের জন্য নেন না কোনভাবে মিলিয়ে...

দুটক মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ...

আহা!!

ভাই, ফেসবুকে থাকলে আপনার আইডি লিংকটি দিন অথবা আমার আইডিতে রিকুয়েস্ট পাঠান...

আমার আইডি কিংক: http://www.facebook.com/arh100

অথবা Akter r hossain নামে সার্চ দিলে পেয়ে যাবেন। প্রোফাইল পিকচারে আর্টসেলের ছবি আছে।

৫| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনিকেত প্রান্তর (No Man's Land )। আমার খুব প্রিয় একটা গান।

"দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে,
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। "

দুই দেশের দুই প্রান্তে কাঁটাতারের বেড়া। মাঝখানে অনিকেত প্রান্তর (No Man's Land )।

তুমি আমি মুখোমুখি দাঁড়িয়ে।
মাঝখানে ব্যবধান সময়ের , ব্যবধান দূরত্বের !
শুধু অনুভূতি গুলো খেলা করে।

দূরের মানুষ কাছের মানুষ জটিল সমীকরণ,
সরল মনে তরল কাঁধে করছি তাকে বরণ করছি !

আহা জীবন.... আহা জীবন।

১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৪

আকতার আর হোসাইন বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন ভাই....

শুধুই ভালবাসা রাখলাম....

৬| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মাহমুদুর রহমান বলেছেন: আগের দিনের গানগুলোই আমার ভালো লাগে।

১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৭

আকতার আর হোসাইন বলেছেন: যে যে সময়ের গান শুনে বড় হয় তার কাছে ওই সময়ের গানগুলোর সাথে অন্য গানের তুলনা হয় না... স্বাভাবিক...

আর্টসেলের এই নতুন গানটা শুনে দেখতে পারেন... আশা করি এটাও ভাল লাগবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.