নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

একজন প্রিয় ব্লগার কাজী ফাতেমা ছবি আপা

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:২১

[
মুক্তমনাদের আনন্দ উল্লাসে, মাহেন্দ্রক্ষণে
ব্লগারদের ভালোবাসার পুনর্মিলন আয়োজনে
হয়নি আরো কাছে আসা, বিনিময় ভালোবাসা; কারো সনে
পারিনি আসতে, ভালোবাসার মিলনমেলাতে, ভীষণ দুঃখ তাই মনে

দূরে আছি যদিও
কাছে আছি তবুও
ফেসবুকে, ব্লগে দেখছি ভিডিও,দেখছি ছবি
বিষাদ ভরা মনেও তাই জ্বলে যেন উঠেছে রবি

ব্লগার সবাই যেনো, আন্তরিকতায় ভরপুর
হৃদয়ে বাঁধ ভাঙার আওয়াজ, বাঁধ ভাঙার সুর
লিখবো না আমি সবার কথা
ফুরোবে না যে লেখার পাতা।

তবে না লিখলেই নয় কথা; এক জনের
সে যে ব্যতিক্রম সবার থেকে ; প্রিয় ব্লগের
হাড় কাঁপা এই শীতের দুপুর রাতে, কাঁচা হাতে
লিখছি। ভালো কিংবা মন্দ হোক, যায় আসে না কিছু তাতে


সামনে বসে সবার
বক্তব্য শোনা অতি মনোযোগে
হাস্যোজ্জ্বল মনে সর্বদা
ছবি তোলা ভালোবাসার আবেগে

একজন অতি ভালো শ্রোতা ও সুদক্ষ আলোকিচিত্রী
নিরব থেকে সরবতায়, গড়ে তুলে ভালোবাসার মৈত্রী

সরবতায় নিরব বলছি কেনো?
মনে প্রশ্ন কি জাগে?
পরিচয় দিতে, মঞ্চে যেতে
তার যে বাঁধ সাধে, লজ্জা ভীষণ লাগে

বলছি কার কথা, জানো কি হে লেখক, ব্লগার, কবি?
সে যে আমাদের সবার প্রিয় কাজি ফাতেমা ছবি।

দোয়া করি করি আপনার জন্য
জয় করতে পারেন যেন শ্বাপদ সংকুল অরণ্য
আমাদের দোয়া নিয়ে সাথে হে কাজি ফাতেমা ছবি
যান যান, দূর বহুদূর এগিয়ে আঁধারে জ্বেলে রবি।

[বিঃদ্রঃ অনুমতি ছাড়াই, চেহারা দেখা যায়না এমন একটা ছবি দিয়েছিলাম। ইতোমধ্যেই একটা অভিযোগ আসাতে ছবি মুছে ফেললাম। দুঃখিত। ভালো থাকুন]

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩১

ডঃ এম এ আলী বলেছেন:




খুবসুন্দর করে লিখেছেন ব্লগের সকলের
একজন অতি প্রিয় কবি কাজী ফাতেমা ছবিকে নিয়ে।
উনি শুধু কবিই নন ব্লগের ছবি রানীও বটে :)
তাঁর সাথে আপনার প্রতিও রইল শুভেচ্ছা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪২

আকতার আর হোসাইন বলেছেন: আসলেই। ব্লগে যেকোন ব্লগারের কবিতা পেলেই পড়ি।। তবে খুব মানুষের কবিতাই আমার মনে সেভ হয়ে আছে
সেই কম মানুষদের মধ্যে একজন হলেন কাজি ফাতেনা ছবি আপা। যে কবিতাটি লিখলাম এটা মূলত আজকের অনুষ্ঠানের ওনার ভিডিও দেখে লিখলাম।

ওনি প্রকৃতির কি চমৎকার চমৎকার মন জুড়িয়ে দেয়া ছবি তুলেন।। ফুল পাখি গাছা গাছালি সব কিছুর।

বিশ্বাস করুন, ফুল তো সবাই ভালোবাসে। আমিও ব্যতিক্রম নই।

কিন্তু ফাতেমা ছবি আপার ফুলের ছবি আর সাথে সংযুক্ত কবিতা আমাকে ফুলের প্রতি বিশেষভাবে আকর্ষিত করেছে।

একজন স্বার্থক কবি লেখক ব্লগারের কাজ কি?
আমি মনে করি, এটা মানে, পাঠককে লেখা বা ছবি দিয়ে আলোড়িত করতে পারা, পরিবর্তন করতে পারা কবি ও আলোকচিত্রীর অসাধারণ দক্ষতা ও গুণের পরিচয় তুলে ধরে।
কবিতাটি আরো ভালো করে লিখা উচিৎ ছিল। দেখি চেষ্টা করবো আবার আরো ভালো করে লিখতে, এই লেখাটাকেই।

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমি অভিভূত। ধন্যবাদ জানবেন। ভালোবসা নিবেন।

ভালোবাসা এক আকাশ....

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫৩

এ্যাক্সজাবিয়ান বলেছেন:




কাজী ফাতেমা ছবি আপাকে কি কারণে প্রিয় মনে হলো? আপনার এ্যাক্টিভিট কি? ছবি আপার কয়টি পোষ্টে আপনার মন্তব্য আছে? নাকি ছবি আপার পরিচয় পাওয়ার পর চামচামী করছেন? ছবি আপাকে ধরে চাকরি বাকরি যদি হয়ে যায় - ধান্ধা ভালো শিখেছেন। কোথায় শিখেছেন এই ধান্ধা শিবিরে?

অনুমতি ছাড়া একজন মহিলা ব্লগারের ছবি তাও ফেসবুক থেকে কালেকশন করে ব্লগে পোষ্ট দেওয়ার মতো ঘৃণ্য কাজ করে বাহবা পাওয়ার কিছু নেই ধিক্কার ছাড়া।

ছবি আপা অনেক সিনিয়র ব্লগার তাকে নিয়ে ফাইজলামি পোষ্ট দেওয়া আপনার ঠিক হয়নি? পোষ্ট রিপোর্টেড।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪২

আকতার আর হোসাইন বলেছেন: কয়টি পোস্টে মন্তব্য, এটা দিয়ে কি প্রিয় অপ্রিয় হবার কোন ক্রাইটেরিয়া হতে পারে যে আমার জানা ছিল না।।ব্যক্তিগত ভাবে ওনার সাথে পরিচয় নেই।

প্রিয় হবার কারণ:

প্রথমত ওনার প্রকৃতির ছবিযুক্ত লেখাগুলো ভালো লাগে সব সময়।

লেখক, ব্লগার, তাঁদের লেখা দিয়েই মানুষের কাছে প্রিয় হয় বলেই জানি আমি।

দ্বিতীয়ত, ওনাকে একজন ভালো মানুষ মনে হয়েছে বলেই লিখেছি।

কারো মন জয় করতে লিখি না।। চামচামি শব্দটা যদি আমার সাথে যেত তাহলে আমি আমার উপজেলায় একজন জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হতাম। উল্টো মানুশের বিরাগভাজন হচ্ছি। কেউ কেউ উপদেশ দেয় এত মুক্তমনা যাতে না লিখি। ব্লগার, সেতো মুক্তমনেই লিখবে। যাকগে, ভাবতে পারেন নিজেই নিজের সাফাই গাইছি। যদিও হয়ে গেছে ইতোমধ্যে।

ছবিতে চেহারা দেখা যাচ্ছে না বলে ছবি দিয়েছি। যাক এইটা ভালো পয়েন্ট। আপনাকে ধন্যবাদ। ছবি সরিয়ে ফেললাম।

জানিনা, আপনে কোন উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন।

যা হতে পারে:

এক, আক্রমণাত্মক। নেতিবাচক মনোভাব।

এটা হলে কিছুই করার নেই।

দুই, স্পষ্টবাদী। স্পষ্টবাদীদের কথা একটু তেতোই হয়।

যদি কারণটা দ্বিতীয়টি হয়ে থাকে তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ স্পষ্টবাদীদদেরকে আমি এমনিতেওও অনেক পছন্দ করি। আমি বিশ্বাস কররি সেই প্রবাদটি, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫২

আকতার আর হোসাইন বলেছেন: বিশ্বাস করবেন কিনা জানিনা। বিশ্বাস যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে বলতেই হচ্ছে আমায়,

ফুলের প্রতি কম বেশ সবারই একটা আকর্ষণ থাকে। তবে আমি।ততোটা ফুলপ্রিয় ছিলাম না। কিন্তু ছবি আপুর কয়েকটা কবিতা যেখানে ফুলের ছবিও আছে।

সেই কবিতাগুলোর পর ফুলের প্রতি আমার আকর্ষণ বেড়ে যায় হুট করেই। এবং বাড়িতে ফুলের গাছ লাগাবো ভাবছি ইদানীং।

এখন একজনের লেখা, ছবি যদি একজনকে এমনভাবে প্রভাবিত করে তাহলে তার কাছে কি ঐ লেখক/লেখিকা/আলোকচিত্রী প্রিয় হয়ে উঠবে না?

তাছাড়া, প্রিয় অপ্রিয় হবার বিশেষ কোন কারণ থাকে। কিন্ত এর নির্দিষ্ট কোন ক্রাইটেরিয়া নেই। ধন্যবাদ আবারো। কেননা, হয়তো আমি কিছুদিনের ব্লক খেতাম।

আপনি মন্তব্য করে অভিযোগ করার কারণে হয়তো সেটা হবে না।।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৬

এ্যাক্সজাবিয়ান বলেছেন:




ছবি আপা হাই প্রোফাইল মানুষ। তিনি একজন ভদ্র মানুষ। ভদ্রতার কারণে তিনি হয়তো আপনাকে কিছূ বলবেন না। কিন্ত আপনি আকতার আর জুম্মা জুম্মা দুই দিন ব্লগে এসে সিনিযর ব্লগারের ফেসবুকের ছবি ব্লগে কিভাবে পোষ্ট দিতে পারেন?

এই পোষ্টটি ব্লগ নীতি বিরুদ্ধ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: ছবি ডিলিট করে দিলাম। একবার ভেবেছিলাম, অনুমতি নিয়ে নিই মেসেজ দিয়ে। আবার ভেবেছি, চেহারা দেখা যায় না যেহেতু, কাজেই সমস্যা নেই।

আর অনুমতি ছাড়া জুনিয়র কারো ছবি ব্যবহার করাও তো অপরাধের মধ্যের পড়ে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪৮

এ্যাক্সজাবিয়ান বলেছেন: একদম খালিস জামাত শিবির। কি মিষ্টি কথারে আর অন্তরে বিঁষ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০২

আকতার আর হোসাইন বলেছেন: হাহাহা.... আপনার উপরের মন্তব্য ভালো লেগেছিল। আপনার স্পষ্টবাদিতাও পছন্দ হয়েছিল। ফলে তৎক্ষণাৎ নিজের ভুল থেকে সরে এসে ছবি মুছে ফেলেছি।

কিন্তু আপনার এই মন্তব্য আপনার উগ্রতার পরিচয় দিচ্ছে।

কারণ, কার অন্তরে কি সেটা আপনি জানে না। তারপরও আপনার কথাটি তখনই বলা উচিৎ ছিল যখন আমার এই কথার বিপরীত কান্ড চোখে পড়ত।

আপনি শিবিরের সাথে তুলনা করছেন। অথচ আমি তা নয়। কাউকে অপবাদ দেয়াও একটি জঘন্যতম অপরাধ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫০

এ্যাক্সজাবিয়ান বলেছেন: আকতার আর হোসাইন একজন সিনিয়র মহিলা ব্লগারের ছবি পোষ্টে ব্যবহার করে অন্যায় করেছেন আর যেই মিষ্টি ব্যবহার করছেন তাতে একটি কথা মনে হচ্ছে দুষ্ট লোকের মিষ্ট কথা। আপনি ভয়ঙ্কর ট্রেইনিংপ্রাপ্ত। কোল্ড ব্লাডেড। আপনি ভয়ঙ্কর লোক।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫৮

সোহানী বলেছেন: ভালোলাগলো ছবিকে নিয়ে এমন পোস্ট। সহব্লগারদেরকে সন্মান অনেক বড় জিনিস। ছবি একজন চমৎকার ব্লগার।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: আমি ওনার ফেসবুকের প্রোফাইলেএ ছবি দিয়েছিলাম। ভেবেছিলাম ফেবুতে যেহেতু পাবলিক দেয়া আচগে সেই ক্ষেত্রে ওনি আপত্তি করবে না, এই অতি আত্মবিশ্বাসে সাতপাঁচ না ভেবেই আপলোদ করেছি।।কিন্ত সাথে এটাও লিখেছিলাম যে, অনুমতি ছাড়া ছবি ব্যবহার করেছি। যদি কোন অভিযোগ আসে সাথে সাথে ডিলিট করবো। একজন অভিযোগ করায় সাথে সাথে ছবি মুছে দিই।।

হ্যাঁ, এইটা ভুল ছিল আপু
কিন্ত এত বড় ভুল কি ছিল? উপরে যে মন্তব্য করল একজন।

হ্যাঁ আসলেই তিনি একজন চমৎকার ব্লগার। আপনার মন্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানবেন।।এত দেরিতে প্রতি উত্তর দেয়ার জন্য খুবই দুঃখিত। আসলে আমার মনটা এখন অনেক খারাপপ অবস্থায় আছে।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

কাজী ফাতেমা ছবি আপা সহজ সরল ভালো মানুষ। তিনি ছবি তুলেন খুব সুন্দর। কবিতাও লিখেন চমৎকার।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, ওনি চমৎকার ছবি তুলেন, আবার সেই ছবি অনুসারে সুন্দর সুন্দর কাব্য লিখেন
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।।আপনি একজন ইতিবাচক চিন্তার মানুষ।

প্রতি উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে আমাকে শিবির বলাতে মন খারাপ ছিল। এখনো আছে। ব্লগিং ছেড়ে দিচ্ছি।।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই ছবি আপুর তুলা হয় না অসাধারণ একজন ব্লগার
অনেক শুভেচ্ছা জানাই--------------------

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আকতার আর হোসাইন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ভালোবাসা নিবেন। ছবি আপার ফুল ও প্রকৃতির ছবির সাথে যে কবিতা দেন, তাতে আমি খুব খবই আকর্ষিত হয়। মন ভালো হয়ে যায় একদন। দুঃখিত দেরিতে রিপ্লাই দেয়ারর জন্য।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

জগতারন বলেছেন:

কবিতাটি আমার ভীষণ ভালো লাগিয়াছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আকতার আর হোসাইন বলেছেন: আপনার মন্তব্যে ভীষণ খুশি হলাম। ধন্যবাদ নিবেন।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি ভাইয়া আসলে আমি কোনো জায়গাতেই সরাসরি আমার ছবি পোস্ট করি না। আর ব্লগ ডেতেও তেমন একটা ছবি উঠাইনি। কিন্তু অনেকেই তুলেছেন। কোনোভাবেই পারিনি এই বিষয়টি ঠেকাতে। তবে আপনার এই কবিতা মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আমাকে নিয়ে লেখা এতো আমার জন্য অনেক বড় পাওয়া। নিজেকে খুব ভাগ্যবতি মনে হচ্ছে। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক সারাজীবন অটুট। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

আর উপরের মন্তব্যগুলোর ব্যাপারে কী আর বলবো। একটু নমনীয় ভাবে বললেই হতো। ভালো থাকুন সবাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

আকতার আর হোসাইন বলেছেন: আসলে হয়েছে কি? আমি যদি পোস্ট করার উদ্দেশ্যে কিছু লিখি এবং লেখা সম্পন্ন হয়ে যায় তখন পোস্ট করারর জন্য আমার মন আকুপাকু করতে থাকে। এক মুহুর্তও অপেক্ষা করতে ইচ্ছে হয় না
যখন এই লেখাটা সম্পন্ন হয়। তখন রাত দুইটার উপরে। এতরাতে অনলাইনে থাকার কথা নয়ব।অনুমতি কিভাবে নিই।।

কিন্ত আমি অতি আত্মবিশ্বাসের সাথে এই ধারণা করলাম যে, যেহেতু আপনার ফেসবুকের প্রোফাইলেএ ছবিতে আপনার চেহারা দেখা যায় না এবং ছবিটি যেহেতু পাবলিক দিয়ে রেখেছেন সেহেতু আপনি কোন আপত্তি করবেন না।

এই ধারণার কারণেই মূলত ছবিটি নিয়েছি। ছবি নেয়াটাও ভুল ছিল অবশ্যই। কিন্তু এত বড় অন্যায় ছিল না। কারণ আমি বিশেষ দ্রষ্টব্যে স্পষ্ট লিখে দিয়েছিলাম যে, ছবিটি ফাতেমা ছবি আপার ফেসবুক থেকে নিয়েছি, অনুমতি ছাড়া। তবে যদি অভিযোগ আসে সাথে সাথে ছবি ডিলিট করে দিব।


হ্যাঁ, এটা লেখা ছিল বিশেষ দ্রষ্টব্যে। পরে অভিযোগ আসলে সাথে সাথে ছবিটি ডিলিট করে দিই। এবং বিশেষ দ্রষ্টব্যে লেখা ইডিট করে বদলে দেয় যেটা এখনো দেয়া আছে।

ছবি ডিলিট করেরে দেয়াটাও এক ব্লগারের কাছে অপরাধ হয়ে গেল। ভুল স্বীকার করাও অপরাধ হয়ে গেল। শুধু যে অপরাধ হয়েছে তা নই, ফ্রিতে আমাকে শিবিরের তকমাও দেয়া হল। ব্লগিং জগতটাও তাই ছেড়ে দিচ্ছি অতি শীঘ্রই।

সামান্য ভুল।।হ্যাঁ, সামান্য ভুলই মনে করি এখনো কেননা বিশেষ দ্রষ্টব্যে আমি সব পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে অভিযোগ আসলে ডিলিট করে দিব। কিন্তু তারপরও বলতে দ্বিধা নেই যে, ভুল ক্ষুদ্র হোক বড় হোক সেটা ভুলই। অন্যায় অন্যায়-ই।

এজন্য আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

ব্লগের কিছু সিনিয়র ব্লগার সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন। তাঁদের কাছে কৃতজ্ঞত।

আপনাকে অসম্মান করলেও পাশে থেকেছেন, আপনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ভালো থাকুন। ভালো রাখুন। ভালবাসা বিরামহীন .....

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন দাদা

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)
ছবি আপু আমাদের সকলেরই প্রিয় :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২

আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, ছবি আপা সকলের প্রিয়। ধন্যবাদ জানবেন আপনি।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আক্তার ভাই,

বেশ ভালো লাগলো।
ছবি আপু আমারও একজন প্রিয় মানুষ।

আপু ও আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার

এই বছরের আজ শেষ দিন। আগামী কাল মুখ দেখবে নতুন একটি বছরের।

শুভেচ্ছা ও দোয়া রইলো।

নতুন রুপে, নতুন বর্ষে
ভরে যাক মন, হর্ষে হর্ষে

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া ।

০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাইয়া.....

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৪

সোহানী বলেছেন: শুনুন ব্লগে অনেকের সাথেই আপনার মত না ও মিলতে পারে। এবং অনেকের রিএ্যাক্টিং ও খুব এ্যাগ্রেসিভ। এসব নিয়ে ভাবলে ব্লগে টিকতে পারবেন না। মন খারাপ করে চলে যেতে হবে।

আপনি কি জানেন আমার লিখায় এমন সব বাজে মন্তব্য করেছে কয়েকজন দিনের পর দিন। তাতে আমার কিছু যায় আসেনি। বরং ওরাই বাধ্য হয়েছে পালিয়ে যেতে.......।

আপনি থাকুন আপনার মতো....... হ্যাপি ব্লগিং।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫২

আকতার আর হোসাইন বলেছেন: প্রতি মন্তব্য দেরিতে দেয়ারর জন্য খুবই দুঃখিত।

ব্লগারদের সাথে খুবই মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এবং কেন যেন মনে হচ্ছে আমি ছোট বলে কিছু লোক আমার উপর সামান্যতম কারণেই ক্ষেপে যাচ্ছে। ক্ষেপেও গিয়ে নায়ক হতে চাচ্ছে কেউ কেউ


আপনাদের মতো গুণীজনদের পাশে থাকা অত্যন্ত সুভাগ্যের বিষয়.....

ফেসবুকে সূত্রে জানলাম আজ আপনার জন্মদিন ।।


আগামীর পথচলা হোক শুভ্র ও সুন্দর। আমাদেরকে যেন আরো অনেক ভাল লেখা উপহার দিতে পারেন সেই দোয়া করি সুমহান আল্লাহর কাছে। শুভ জন্মদিন শ্রদ্ধেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.