![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নই, গ্রাফিক ডিজাইনার। লেখালেখির হাত কখনই ছিল না। ১৩/১৪ বছর বয়সে একবার বিচিত্রায় লিখেছিলাম বিচিত্রার প্রতি আমার ভালবাসা নিয়ে। লজ্জায় কাওকে বলা হয়নি। তবে নিজের লেখা নিজেই লুকিয়ে বহুবার পড়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম হা হা..............! তারপর আর লেখা হয়নি কোনদিন। এবার দেশে এসে গুটিপোকাগুলোর সাথে আড্ডা দিতে গিয়ে এই বাংলা ব্লগটাকে জানলাম। বেশ মজা লাগলো। তাই ভাবলাম ছুটির কটা দিন এখানে সবার সাথে আড্ডা দিয়ে যাই। ফিরে গেলে জানি এ আড্ডাটা খুব মিস করব।
আজকাল খুব এলোমেলো জীবন যাপন করছি। আগের মত ঘর গোছানো নিয়ে এত মাথা ঘামাই না। ছুত ছুত করি না কোন কিছুতেই। আজকাল আমার বাঁচতে ভালো লাগে, ভাল লাগে কিছু না করে ছুটির দিন গুলো সারাদিন মুভি দেখে বা হুতুতুতু করে বিছানায় কাটিয়ে দিতে। মাঝে মাঝে ড্রাইভে যাই বন্ধুদের সাথে বা শুধু এদিক সেদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দেই। এখন এখানে শীত পরেছে তেমন সেমন। শীতের দাপটে ইচ্ছে করে না বিছানা থেকে বের হই। ইচ্ছে করে মরে ভূত হই, কারণ ভূত হলে ২০ হাত লম্বা হাত দিয়ে বিছানায় বসে রুম হিটার টা চালিয়ে দেয়া যেত, পানির গ্লাস টা কিচেন থেকে এনে ফেলা যেত অনেক ছোট বেলায় একটা মুভি দেখেছিলাম ডিম্পল ছিলেন নায়িকা। তিনি মরে ভুত হয়ে যাওয়ায় বেডরুম থেকে লম্বা হাত বাড়িয়ে ডাইনিং হল থেকে পানির গ্লাস নিয়ে আসতেন। শুধু পানির গ্লাস না, নানান জিনিস তিনি এনে ফেলতেন চোখের পলকেই, সেই দেখে তখন থেকেই একটা মনোবাসনা ছিল - আহা মরে ভূত হই না কেন...। তবেতো কি মজা করে বিছানায় বসেই সব করে ফেলতে পারতাম আমি। এই ঠাণ্ডায় আর কষ্ট করে বিছানা থেকে উঠতেই হত না।
গরিবের দোয়া কি ঈশ্বর শোনেন? শোনেন কখনো কখনো ...... তাই আমি অপেক্ষায় থাকি। আমার অনেক কথাই তিনি রাখেন তো। তার সাথে আমার রোজ ঝগড়া হয় রোজ ভাব হয়, লেনদেনও হয়। আমার কিছু চাইবার হলে তার বিনিময়ে আমার আবার তার জন্য কিছু করতে হয়। তো আমাদের মধ্যে এইরকম একধরনের বিনিময় প্রথা চুক্তি চালু আছে। যেমন কখনো যদি ওভার স্পীড করে ফেলি আর ক্যামেরায় ধরা পরার ভয় থাকে তো আমি তাকে বলি প্লিজ এবারের মত বাঁচিয়ে দাও প্লিজ !! এর বিনিময়ে আমি কোন একটা ভাল কাজ করার প্রমিস করে ফেলি। আমি আমার কথা রাখি আর সে তার কথা রাখে সুতরাং শোধবোধ হয়ে যায় দিনশেষে। দুজনেই আমরা খুশি থাকি।
কেউ আমাকে কষ্ট দিলে চুপচাপ গিয়ে আমার ইশ্বরের সাথে সব ঝগড়া করি, সব নালিশ করি ...... কেন সে এটা করতে দিল, সব দোষ তো তারই। তাইতো আমাকে কখনো কেউ কষ্ট দিলে আমার কখনোই কারো উপর কোন দিন রিভেঞ্জ নিতে হয় নাই, সে'ই আমাকে বুকে নিয়ে আগলে রাখে।
খুব ঢাকা যেতে ইচ্ছে করছে, সেই আমার চিংড়ির মাথা খাওয়া, সেই টি এস সি তে বসে আড্ডা দেয়া, আমার বই মেলা, আমার ঢাকা, আমার সব সব কিছু ......।। তাকে বললাম আমি ঢাকা যেতে চাই। সে আমাকে বোঝায় কি কি কারণে আমার ঢাকা যাওয়া হচ্ছে না এখন আমি তবু বুঝতে চাই না ছোট্ট মেয়েটার মত, বার বার ঘেন ঘেন করতেই থাকি করতেই থাকি
।
বাড়িতে কিছু মোটা ভাতের চাল আছে ভুল করে কেনা হয়েছিল কিন্তু এত পচা গন্ধ যে খেতে পারি নাই। সেই চাল পাখি কে খাওয়ানোর জন্য রেখে দিয়েছি , ভেবেছি একদিন Audley point এ গিয়ে কাকাতুয়া গুলকে খাইয়ে আসব। যাওয়া হচ্ছে না সময়ের অভাবে, কবে যাব কে জানে, হয়ত কোন এক পড়ন্ত দুপুরে একা একা ড্রাইভ করতে করতে চলে যাব পাহাড়ের উপড়ে সেই ছোট্ট নদীটার পাশে কাকাতুয়া গুলোকে খাওয়াতে। মন্দ হবে না ছোট্ট নৌকো করে ঘোরও হবে পানিতে দেখি এই উইকএন্ড এ করা যায় কিনা
দিন গুলো কেমন করে কেটে যাচ্ছে বুঝতে পারিনা। কাজে গেলে তো দিন ঝপ করে চলে যায়ই আবার না গেলেও টুপ করে মিলিয়ে যায় দিন, যাই কোথায় আমি, কোন কিছুই করা হয় না, তবু ভালো লাগা আলসেমিতে ভরে থাকি সারাক্ষণ। কাজ শেষে বাড়ি আসি, ফোনে একটু কথা, ফেসবুকে একটু দুষ্টুমি বন্ধুদের সাথে তাতেই বেজে যায় রাত ৯ টা, আমার ঘুমাতে যাবার সময় হয়ে যায়।
আজ Friday night. আমার জলদি ঘুমাতে যাবার তাড়া নেই, কাল সকালে ঘুম থেকে উঠবার তাড়া নেই। স্বপ্ন আর মৌ আসবে কাল !! জম্পেশ আড্ডা হবে । ইশ সেই আগের মত জমিয়ে খুব ব্লগ আড্ডা দিতে ইচ্ছে করে। ব্লগ নেশায় দিনের বেশিরভাগ সময়টাতে ডুবে থাকতে ইচ্ছে করে......। আমার এত এত ইচ্ছে কবে পূরণ হবে? আর কি হবে কখনো? আর কি কখনো সত্যিকারের একটা সূর্য উঠবে আমার আকাশে? রুপোর থালার মত একটা চাঁদ উঠবে আবারো? যা দেখে আমার সেটাকে খুব কামড়ে দিতে ইচ্ছে করবে, তা দেখে কারো মন মায়ায় ভরে যাবে, দিদির মত করে আমাকে "রাজকন্যা" ডাকবে ......। দিদি, তোমার "রাজকন্যা" ডাকটা আমার খুব খুব প্রিয় তাকি জানো তুমি ?
১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
আরিয়ানা বলেছেন: লাব্বিউ টু :p মাইর খাবি :p
২| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
আবদুর রহমান (রোমাস) বলেছেন: মাইরের সাথে কমপ্লিমেন্টারি খানা-পিনাও দিও কিন্তু আ্ইলাভ খানা-পিনা টু
১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
আরিয়ানা বলেছেন: :p :p :p
৩| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে, পড়লাম আপনার মন দিয়ে খোদাই করা লেখা।
নিয়মিত হবেন আশা রাখি।
ভালো থাকবেন
১২ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৯
আরিয়ানা বলেছেন: নিয়মিত তো কোনদিনই ছিলামনা যে, তাই নিয়মিত আর হওয়া হোলো না । ভাল থাকবেন।
৪| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: জলের মত টলটলে লেখা। অনেক অনেক দিন পর রাজকন্যা আপনার বাড়ী আসলাম, ভাল আছেন তো ? ইদানিং আপনি তো লেখেনই না। যদিও আমি নিজেও গত একবছর চুড়ান্ত অনিয়মিত।
২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪
আরিয়ানা বলেছেন: আমরা আগের মতো কেউই আর ব্লগে সময় তো দিতে পারছহি না । আমার বাড়ি আসার জন্য ধন্যবাদ
৫| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ভিশন ভালো লেগছে আমার। কিছুখনের মত নিজেকে লেখার মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম। ভালো লাগার যায়গা।।।।।।।।।।
আমার
অনেক কথাই তিনি রাখেন তো।
তার সাথে আমার রোজ ঝগড়া হয়
রোজ ভাব হয়, লেনদেনও হয়। আমার
কিছু চাইবার হলে তার
বিনিময়ে আমার আবার তার জন্য
কিছু করতে হয়। তো আমাদের
মধ্যে এইরকম একধরনের বিনিময়
প্রথা চুক্তি চালু আছে। যেমন
কখনো যদি ওভার স্পীড
করে ফেলি আর ক্যামেরায়
ধরা পরার ভয়
থাকে তো আমি তাকে বলি প্লি
জ এবারের মত বাঁচিয়ে দাও
প্লিজ !! এর বিনিময়ে আমি কোন
একটা ভাল কাজ করার প্রমিস
করে ফেলি। আমি আমার
কথা রাখি আর সে তার
কথা রাখে সুতরাং শোধবোধ
হয়ে যায় দিনশেষে। দুজনেই
আমরা খুশি থাকি।
।।।।।।।
এইটুকু সবচেয়ে বেশি মন কেড়েছে। পরবর্তি লেখা পওয়ার অপেক্ষায় থাক্লাম। ভাল্য থাকবেন
২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৬
আরিয়ানা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভালো থাকবেন
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো। সুন্দর লিখেছেন!
হুতুতুতু করে বিছানায় কাটিয়ে দেয়াটা কেমন? মানে আলসেমী করে শুয়ে থাকা?
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
আবদুর রহমান (রোমাস) বলেছেন: কতদিন পর কন্যা পেলাম তোমার দেখা... এ যেন পুরোনো যেই আরিয়ানা লাব্বিউ কন্যা কিশোরী