নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব বেশি অভিমানী আর আমার লেখা গুলোও তাই বলে...

নীল নীলাদ্রি

আমি খুব সাধারণ মনের একজন।।।

নীল নীলাদ্রি › বিস্তারিত পোস্টঃ

অভিমানী প্রবাসী...

২৫ শে জুন, ২০১৫ ভোর ৬:০৯

ছোট বেলা থেকেই পরিবারের অনেক অভাব
দেখতে দেখতে বড় হয়েছে অভি..

অভাবের কারণে লেখা পড়াও তেমন করা
সম্ভব হয়নি তাই খুব ছোট থেকেই
কর্মজীবনে প্রবেশ করেছে.. আর সেই থেকেই
গাধার মত পরিশ্রম করে আর বিনিময়ে যা
পেতো পুরোটাই বাবার হাতে তুলে দিতো..

অভিকে তার পরিবার ১৬ বছর বয়েসেই
সৌদি পাঠিয়ে দেয় যেনো পরিবারের সব
অভাব যাওয়া মাত্রই বিলীন করতে পারে..
আর এখানে এসে ভুলেই যায় সে একটা
রক্তে মাংশে গোড়া মানুষ...!!
দিনের প্রায় ১৮ ঘন্টাই রোদে - বৃষ্টিতে পূড়ে
নিজেকে যান্ত্রীক রোবডের মত টাকার
কাছে বেচে দেয় আর মাস শেষে যত টাকা
ইনকাম করে পুরোটাই বাড়ীতে পাঠিয়ে দেয়..
বহুবার অসুস্থতা নিয়েও কাজ করে তবুও
পরিবারের সুখের কথা এক মুহূর্তের জন্যও
ভুলতে পারতো না..

কিন্তু পরিবারের পিছুটান কখনোই শেষ
করতে পারে নাহ্.. নিজের টাকায় দুই
বোনের বিয়ে আর ছোট ভাইটাকে বুয়েট
থেকে সিভিল সার্জন করে বের করে...

বাবা-মা অনেক বারই বলেছে দেশে এসে ঘুড়ে
যেতে কিন্তু পরিবারের বিশাল পিছুটানে
কখনোই সেই সু্যোগ বাস্তবে রুপ নিতে
পারেনি...

কখনোই নিজের একাকিত্ব, নিজের লুকোনো
কষ্ট কাউকেই শেয়ার করতে পারেনি..
একা একা প্রতিরাতেই চোঁখের পানি
ঝড়াতে হয় কিন্তু কাউকেই বুঝাতে পারে না
সে সবাইকে ছেঁড়ে সত্যিকার অর্থেই
ভালো নেই..

পরিবারের সবাই সেই প্রথম থেকেই মনে
করে অভি খুব সুখে আছে অনেক টাকা
ইনকাম করছে আর তলেতলে নিজের
জন্য অবশ্যই কিছু রাখছে কিন্তু তার কাছে
দেখা যায় মাস শেষে একটাকাও থাকে না..
বহুরাত নিজে না খেয়ে ঘুমিয়েছে তবুও
সবাইকে বলতে শিখেছে সে ভালোই আছে..

দেখতে দেখতে কখন যে ১২টা বসন্ত চলে
গেছে তা এখন অজানা...

ঠিক ১২ বছর পর অভি দেশে যায় আর
মনে করে পরিবারের জন্য কিছু হয়তো
করেছে যার জন্য তাকে সবাই মাথায়
করে রাখবে, কখনোই তাকে আর কষ্ট
পেতে হবে নাহ্..

কিন্তু তার ধারণা সব ভুল প্রমান করে
যখন বাড়ীতে যায়.. ছোট ভাই আজ দেশের
মস্তবড় ইঞ্জিনিয়ার.. বড় ভাই তার জন্য
কিছু করেছে তাও মানতে নারাজ..
বোনরাতো যে যার মতই স্বামী সংসার
নিয়ে খুব ব্যস্ত, ভাইয়ের সাথে দেখা করারও
সময় তাদের নেই আর সবচেয়ে অবাগ
করা কষ্টকর সত্য হচ্ছে নিজের বাবা-মাও
এখন বলছে কি করেছে তাদের জন্য...!!!

এমন সুখের অনুভূতি সহ্য করার মত
মহৎ ক্ষমতা ছিলো না আর আশেপাশে নিজের আপন নামের ভুল মানুষদের
সাথেও নিজেকে কোনো ভাবেই মানাতে
না পেরে অবশেষে অনেকটা
অভিমান বুকে জমে করে নিরবেই চলে
গেলো অভি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.