![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলা শেষে নেমে আসে আঁধারের ছায়া
পাখি নীড়ে আসে ফিরে ক্লান্ত কায়া।
মৃদু বায়ু বয়ে যায় পৃথিবীর পরে
চাঁদ উঠে তারা ফোটে আকাশের গায়ে।
শিশু কোলে ঢলে পরে ঘুমের দেশে যায়,
চাষী বসে গল্পরসে পান তামাক খায়।
©somewhere in net ltd.