![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পদের পলি জমে
অহংকারের চূড়ায়...।
আপনার সব দেশপ্রেম হারিয়ে গেছে।
সব ভুলে গেলেন?
কত ত্যাগী মানুষ
আপনার জন্য, সর্ব শান্ত হল?
আপনার জ্বালাময়ী ভাষণে....
দেশ প্রেমে, আপ্লুত হল কত মানুষ?
কত মানুষ স্ত্রী, পুত্র, স্নেহময়ী পরিবার ভুলে-
বছরের পর বছর কারা যন্ত্রণা ভোগ করল
কতজন জীবন দিল....
সব ভুলে গেলেন?
নেতা আপনি আজ ক্ষমতার মসনদে।
আজ আপনার পিছনে খাকী পোষাক পাহাড়া দেয় সর্বক্ষণ।
হাজারো প্রতিপক্ষের সামনে।
একদিন এই সাধারণ, দেশ প্রেমিক....
জনতাই ছিল আপনার প্রতিরক্ষা।
সব ভুলে গেলেন?
আজ আপনার অনেক নীতিহীন আত্মীয়...
চাটুকারের ভিড়ে, আজ আপনি
এক অহংকারী ইবলিশ।
যে, নিজের ভুল দেখতে পায় না....
একদিন আবার ক্ষমতা হারালে
সব বুঝতে পারবেন।
সেদিন, চোখের জলে...
উদ্ধত এ অহংকার ভেঙ্গে যাবে।
অবনত মস্তকে ক্ষমা চাইবেন।
এটাই সব হারানো জনতার বিজয়।
আমরা সেই বিজয় প্রতীক্ষায়...
বসে আছি।
©somewhere in net ltd.