![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকবছর পরে,
হয়তো কাকডাকা ভোরে একদিন তোমার ঘুম ভেঙ্গে যাবে।
ইচ্ছে হবে এককাপ চা খেতে,অথচ তোমাকেই সেই চা বানাতে হবে;
ঐ কাকডাকা ভোরে তোমার মনে পড়বে,
কেউ একজন তোমাকে চা বানিয়ে খাওয়ানোর অঙ্গীকার করেছিল।
একদিন মাঝরাতে হঠাৎ করে ঝুম বৃষ্টি হবে,
একা না ভিজে দু'জনে ভিজতে চাইবে।
কিন্তু ধমক খেয়ে চুপটি করে শুয়ে থাকবে বিছানায়,
সেই মনখারাপ করা ক্ষন মনে করবে আমায়।
কোন এক পূর্নিমার রাতে সঙ্গীবিহীন অবস্থায় চাঁদ দেখতে দেখতে ভাববে,
উঁচু ছাদে চাঁদ দেখার চেয়ে উঠোনে বসে,
গাছপালার পাতার মাঝে চাঁদ দেখাই ভালো ছিল।
তোমার বিশাল অট্টালিকার ছাদে থাকবে একটুকরো বাগান,
বাগানে থাকবে বিদঘুটে উচ্চারণের সব বিদেশি গাছ।
কেউ যখন গাছগুলোর নাম জিজ্ঞাসা করবে,
ঠিক তখন ই তোমার অবচেতন মন আমায় মনে করবে।
হঠাৎ এক রাত্রে ঘুমচোখে নিয়ে অপেক্ষায় থাকতে থাকতে,
তন্দ্রা এসে ভেঙ্গে যাবে,
সেই তন্দ্রাচ্ছন্ন আখি তোমায় মনে করাবে,
এভাবেই জেগে থাকতে তুমি অনেকবছর আগে।
তোমার হাতের স্মার্টফোনের কি-প্যাড,সন্ধ্যার সন্ধ্যাতারা,
ভোরের শিউলিফুল ,
কিংবা যখন লং ড্রাইভে জানালার পাশের সিটে বসবে;
তখন আমার কথা তোমার মনে পড়বে ক্ষনে ক্ষনে প্রতিক্ষনে।
ছবি কৃতজ্ঞতাঃঃGoogle
©somewhere in net ltd.