![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
কিছুদিন আগে ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। তো একদিন সন্ধায় একটা ইলেক্ট্রোনিক্স এর দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষন বসে থাকার পর একটা জিনিস খেয়াল করলাম যে অল্প বয়স্ক কিছু ছেলে আসছে দোকানে আর ডেনড্রাইট অ্যাডহেসিভ নামক ভারতীয় সস্তা গাম কিনে নিয়ে যাচ্ছে। আমি এটা দেখে কৌতূহলবশত দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম ভাই মানুষের কি আজকাল সবকিছু একটু বেশী বেশী ভাঙে নাকি? সে আমার প্রশ্নের জবাবে এমন একটা হাসি দিলো যা দেখে আমার পিলে চমকে গিয়েছিলো।
পরে সে বলে “আরে মিয়াঁ তুমি তো ঢাকা থাইকা দেখি কিছুই জানো না।
ধান গাছে তক্তা হয় কিনা মার্কা প্রশ্ন করলা। আরে মিয়াঁ এইটা দিয়া তো পোলাপাইনে নেশা করে।:-< আমি তো আকাশ থেকে পড়লাম।
শেষে আমি বেশ কিছুদিন এইটার উপর ছোটোখাটো একটা গবেষণা করার চেষ্টা করলাম।
যদিও ভার্সিটি লাইফের মত আমার বন্ধুরা আমার এই গবেষণায় ছিল না।
তাই একা একাই সব করতে হয়েছে।
যাই হোক এবার আসল কথায় আসি।
ডান্ডি বা গ্লু স্নিফিং কি?
মাদকের জগতের নতুন এক নাম ডান্ডি। স্থানীও ভাষায় এটা ডান্ডি নামেই সুপরিচিত। ইংরেজিতে একে গ্লু স্নিফিং ( glue sniffing ) বলে। নামটা শুনতে বেশ মজার আর কৌতুহলপূর্ণ হলেও এই জিনিসটা কিন্তু মোটেও মজার নয়। বরং খুবই মারাত্মক একটা নেশার দ্রব্য।:-&
গ্লু মানে হল গাম বা আঠা আর স্নিফিং মানে হল আঘ্রান বা জোরে জোরে নিঃশ্বাসের মাধ্যমে টানা। তার মানে দাড়ায় যে জোরে জোরে নিঃশ্বাস এর মাধ্যমে আঠার যে ঘ্রান থাকে তা নাকের মধ্যে নেওয়ার নামই হল গ্লু স্নিফিং। তবে একে ডান্ডি বলা হয় কারণ, এই কাজে আমাদের দেশে সাধারণত ডেনড্রাইট অ্যাডহেসিভ নামক ভারতীয় সস্তা গাম ব্যাবহার করা হয়। আর ডেনড্রাইট কে সংক্ষেপে ডান্ডি বলা হয়।
Inhalants are a broad range of drugs whose volatile vapors are taken in via the nose and trachea.They are taken by volatilization, and do not include drugs that are sniffed after burning or heating. ( উইকিপিডিয়া )
কিভাবে নেয় এর ডান্ডি?
পলিথিনের ব্যাগে ডেনড্রাইট ঢেলে তারপর সেটার মুখটা হাতের মুঠে আবদ্ধ করে একটা ছোটো ফাঁকা রেখে সেই ফাঁকা জায়গাটা নাকে লাগিয়ে তারপর সেটার ঘ্রান নেয়।
সেবনকারীদের ধরনঃ
সাধারণত অল্পবয়স্ক টিনেজরা এই নেশায় জড়িয়ে পরে। দামে সস্তা এবং সহজলভ্য হওয়ায় এই নেশায় আসক্ত হওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এই টিনেজদের মধ্যে পথশিশুর সংখ্যা বেশী। আর সেইসব বাচ্চারাও আছে যারা বাসায় একাকী থাকে বাবা-মা হীন অবস্থায়। এরা প্রথমে কৌতূহলবশত এর ঘ্রান নিয়ে থাকে। আর প্রথমদিকে এটা একটু উটকো লাগলেও বেশ ভালোই লাগে।
আর এর থেকেই এরা এই মরন বিষের প্রেমে পড়ে যায়।:-&
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ড্রাগ এবিউস এর মতে, “ the most serious inhalant abuse occurs among children and teens who "...live on the streets completely without family ties.”
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
এর প্রতিক্রিয়া খুবই বিপদজনক। এর ব্যবহারকারীরা সাধারণত হায়পক্সিয়া (অক্সিজেনের অভাব) মারা যায় কারণ, এটি অক্সিজেন বন্ধ করে মস্তিষ্ক এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে যেটি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।:-& নিউমোনিয়া, কার্ডিয়াক ফেইলরও হতে পারে। এছাড়া এর সেবনকারী অনির্দেশ্য আচরণ করতে পারে, ঝলসিত চেহারা মানে চেহারা বিকৃত হতে পারে, মাথা ঝিন ঝিন করতে পারে, মুখের চারপাশে ফুসকুড়ি দেখা দিতে পারে, বমি বমি ভাব হতে পারে।:-&
আমাদের করনীয়ঃ
নেশা নির্মূল করা কোন কালেই সম্ভব হয়নি আর হবেও না। তবে এই ডান্ডি নেশার গ্রহীতারা যেহেতু বেশীরভাগই টিনেজ তাই এই ব্যাপারটা খানিকটা আমাদের নাগালের মধ্যে।এই ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। বিক্রেতাদের একটু সৎ মনভাবাসম্পন্ন হতে হবে। আর কর্পোরেট বাবা-মা’দের তাদের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এনজিও প্রতিষ্ঠানগুলো যারা এইসব নিয়ে কাজ করছে তারা একটু নজর দিতে পারে এই দিকটাতে। তাহলেই অনেকাংশে এই মরনঘাতি নেশার হাত থেকে আমাদের শিশুদের আমরা বাঁচাতে পারবো বলে আমি মনে করি।
- একজন আরমান
উৎসর্গঃ
আমার ইউনি'র সকল প্রিয় শিক্ষকবৃন্দদেরকে
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মানিক ভাই।
কেমন হল আমার প্রথম গবেষণামূলক পোস্ট?
২| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৪
বটতলার টারজান বলেছেন: এটা নিয়ে ডকুমেন্টারি দেখছিলাম, অবশ্য রোমানিয়ার ঘটনা !
সেখানে রঙ দিয়ে নেশা করে !
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৮
একজন আরমান বলেছেন:
আসলে সময় সল্পতা আর ব্যাস্ততার কারনে আরও বিশদভাবে এটা নিয়ে গবেষণা করতে পারি নি। দেখে মনে হল এটা নিয়ে কিছু লেখা উচিৎ, তাই লিখে ফেললাম।
হ্যাঁ, রং আর গাম এর ভেতর প্রায় একই ধরনের কেমিক্যাল থাকে যেটা কিছুটা উদ্দীপক আর নেশার জন্য যথেষ্ট !!
৩| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৭
মেহেদী হাসান মানিক বলেছেন: খুব ভালো এবং সময়োপযোগী হয়েছে।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৯
একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মানিক ভাই।
অঃ টঃ
কাল দেখা হচ্ছে তো?
৪| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৭
নিওফাইটের রাজ্যে বলেছেন: ওভারব্রিজে প্রায়ই অল্পবয়সীদের সেবন করতে দেখি। সময়োপযোগী পোস্টে প্লাস।
+ + +
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৯
একজন আরমান বলেছেন:
আমি আগে জানতাম না। এবার ঈদে বাড়ি গিয়ে বিষয়টা জানতে পারি। তাই এটা নিয়ে পরে একটু অল্প বিস্তর গবেষণা করলাম।
৫| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৯
তামিম ইবনে আমান বলেছেন:
আমি জানতামই না। পোস্ট আরেকটু বড় দিতেন
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৫
একজন আরমান বলেছেন:
হুম।
আপনি তো জানেন ই যে এখন কতোটা ব্যাস্ত !
অনেক দিন ধরেই এই পোস্ট টা দেওয়ার কথা চিন্তা করছিলাম। তাই দিয়ে দিলাম। জানি সময় সল্পতার কারনে সেই ভাবে লিখা হয় নি। তবুও চেষ্টা করলাম আর কি।
৬| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩০
আমি সুমন না বলেছেন: সুন্দর পোষ্ট ।
মাদকের কড়াল গ্রাস থেকে দেশ রক্ষা পাক ।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৬
একজন আরমান বলেছেন:
মাদকের কড়াল গ্রাস থেকে দেশ রক্ষা পাক ।
সহমত
৭| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩১
ইসটুপিড বলেছেন: অনেক পুরান কাহিনী
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৬
একজন আরমান বলেছেন:
হুম।
৮| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩১
মাক্স বলেছেন: সচেতনামূলক পোস্ট প্লাসায়িত করা হইল।
অনেক আগে এই জিনিস দিয়া নেশা করার কথা শুনছিলাম। উত্কট গন্ধ আর দামে সস্তা। খুবই ক্ষতিকর জিনিস
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৭
একজন আরমান বলেছেন:
হুম। ধন্যবাদ স্যার।
কেমন আছেন?
৯| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩২
ধানের চাষী বলেছেন: আপনি নতুন সংযোজন বলছেন !!! এটা মোটেও নতুন নয়, চার-পাঁচ বছর আগেই প্রথম আলো তে ডঃ মোহিত কামাল (সম্ভবত) এই বিষয় নিয়ে লিখেছিলেন, এই নেশা মূলত করে টোকাইরা, তবে সবারই এখন থেকে সচেতন হওয়া উচিত।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৮
একজন আরমান বলেছেন:
হতে পারে।
তবে ইদানিং একটু বেশী ই দেখা যাচ্ছে।
ধন্যবাদ।
১০| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৬
পাপী ব্রহ্মচারী বলেছেন: এই জিনিস প্রায় ৫-৬ বছর যাবৎ দেখছি।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৮
একজন আরমান বলেছেন:
হুম।
১১| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৭
মেহেদী হাসান মানিক বলেছেন: ইনশাআল্লাহ
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৮
একজন আরমান বলেছেন:
কল দিয়েন।
১২| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৪০
মেহেদী হাসান মানিক বলেছেন: শুধু পথ শিশু নয় আমার দেখা অনেক কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে যারা এই নেশায় আসক্ত। আমি খুব কাছে থেকে দেখেছি এই নেশা করা।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৩
একজন আরমান বলেছেন:
এইডা কি হুনাইলেন?
১৩| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৪৩
মাক্স বলেছেন: ভালোই আছি। আপনার খবর কি? আবার কবে আপনার কবিতা পাব?
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৮
একজন আরমান বলেছেন:
খবর বেশী ভালো না। আগামিকাল বরিশাল যাবো একদিনের জন্য। অনেক ব্যাস্ত রে ভাই।
কবিতা বেশী লিখলে স্ট্যান্ডার্ড খারাপ হয়ে যাবে না।
কবিতা পাবেন হয়তো এর পরের পোস্ট এ !
সাথেই থাকুন।
ধন্যবাদ।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৪৫
রাতুল_শাহ বলেছেন: এ ব্যাপারটা আজ প্রথম জানলাম।
অনেক ধন্যবাদ আরমান ভাই।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯
একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ রাতুল ভাই।
ভালো থাকবেন।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫১
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
গবেষনা ভালই করেছেন।
তবে এটা নতুন নয়। এটা বেশ পুরোতন। আমি প্রায় ৩ বছর আগে দেখেছিলাম গাবতলী না কোন জায়গায় জানি। মনে পরছে না এখন।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯
একজন আরমান বলেছেন:
হুম।
ধন্যবাদ।
১৬| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: কি ব্যাপার কবি আবার গবেষক হলো কেমনে ??
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩
একজন আরমান বলেছেন:
আরে ভাই শুধু কবিতা লিখলে কি হবে? কিছু গবেষণাও তো মাঝে মাঝে করতে হয় নাকি?
আসলে ভাইয়া আমি আমার ব্লগিং এ একটু ভেরিয়েশন আনার চেষ্টা করছি।
১৭| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা বিষয় নিয়ে লিখছ আরমান। তবে এই মাদক কিন্তু বেশ আগে থেকেই প্রচলিত। আজ থেকে প্রায় ২ বছর আগে প্রথম এই মাদক ব্যাপারটা প্রকাশ পায়। এখন আস্তে আস্তে তা ছড়িয়ে পড়েছে।
খুবই হতাশার এবং আতংকের একটি চিত্র। আমি জানি না কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যাবে।
পোষ্টে প্লাস। সচেতনতার জন্য এই পোষ্ট স্টিকি হলে মন্দ হয় না। অন্তত বর্তমান স্টিকি পোষ্টের চেয়ে বেশি কাজে আসবে বলে মনে হয়।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
আসলে এই ব্যাপারটা এখন বেশী চোখে পড়ছে।
আর ব্লগেও কেউ এর আগে এই বিষয় নিয়ে লিখেছে বলে মনে হয় না।
১৮| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: টিভিতে দেখেছিলাম এ বিষয়ে একটা প্রতিবেদন।তোমার লেখাটা পড়েও খুব ভালো লাগলো ব্রো।সময়োপযোগী পোস্ট।পোস্টে ভালোলাগা।
শুভকামনা সবসময়ের জন্য।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫
একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
আপনার নতুন পোষ্টের অপেক্ষায় আছি...
১৯| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৪
দা ডার্ক নাইট বলেছেন: আপনি এতদিনে জানলেন? ? এটা অনেক আগের থেকেই দেখে আসছি
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৮
একজন আরমান বলেছেন:
জি।
২০| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৬
যুবায়ের বলেছেন: এই নেশার কথা অনেকদিন আগেই শুনছিলাম মুলত এধহেসিভ বা জুতার গাম দিয়ে নেশা করে
নেশা মানেয় ভয়নকর পরিনিতি!!
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯
একজন আরমান বলেছেন:
নেশা মানেয় ভয়নকর পরিনিতি!!
সহমত
২১| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০
রুদ্র মানব বলেছেন: এই নেশাটা অনেক পুরোনো । বস্তি ও নিম্নবিত্তের ছেলেরাই এই নেশায় বেশি আসক্ত ।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:২০
একজন আরমান বলেছেন:
হুম।
২২| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭
মুকুট ২০১২ বলেছেন: নতুন সংযোজন নয় ৫/৬ বছরের বেশী হবে...বিক্রেতারা সচেতন হলে এইটা দূর করা সম্ভব।পাটুয়াটুলি তে ইলেকট্রনিক্স মার্কেটে অনেক অল্প বয়সের ছেলে এসে নিয়া যায়। আমার বাবা অল্প বয়সের ছেলেদের কাছে বিক্রি করেনা। যেখানে প্রতিদিন হাজার হাজার পিস বিক্রি করা যাচ্ছে সেখানে এদের কাছে দুই একটা পিস বিক্রি না করলে কি এমন ক্ষতি হয়? কিন্তু বাকি দোকানদাররা তো সামান্য লাভের লোভটা ও সামলাতে পারেনা। যতদিন না মানুষ লোভ সামলাতে পারবে ততদিন পর্যন্ত দেশে এ সকল সমস্যার কোন সমাধান পাওয়া যাবেনা।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩১
একজন আরমান বলেছেন:
হুম।
সবাই যদি আপনার বাবার মতো সৎ হতেন তাহলে ভালোই হতো।
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৮
জেমস বন্ড বলেছেন: খাইছে আজব , পোস্ট এ ভাল লাগা অনেক কিছুই অজানা ছিল । ধন্যবাদ লেখক কে
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪
একজন আরমান বলেছেন:
কারে খাইছে ভাই।
ধন্যবাদ।
২৪| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯
রিমন রনবীর বলেছেন: ঘোষনা দিলাম। এমন দিন আসাটা মুস্কিলের না যেদিন মানুষ হাগু দিয়াও নেশা করব :!> :!>
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৫
একজন আরমান বলেছেন:
কস কি মোমিন?
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:১০
মুকুট ২০১২ বলেছেন: শুধু পাটুয়াটুলি নয় দেশের সকল মানুষ একটু সচেতন হলে এই সমস্যা দূর করা অসম্ভভ কিছু না।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৬
একজন আরমান বলেছেন:
দেশের সকল মানুষ একটু সচেতন হলে এই সমস্যা দূর করা অসম্ভভ কিছু না।
সহমত।
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৩
লিন্কিন পার্ক বলেছেন:
বগলের গন্ধ দিয়েও নাকি অনেকে নেশা করে
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৮
একজন আরমান বলেছেন:
কস কি মোমিন?
২৭| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮
রিমন রনবীর বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
বগলের গন্ধ দিয়েও নাকি অনেকে নেশা করে
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
কস কি মোমিন?
২৮| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩
স্বপনবাজ বলেছেন: স্বাস্থ্যবান পোষ্ট ! সচেতনতা যথেষ্ট এ নেশা থামিয়ে রাখতে , পথ শিশুদের দূরে রাখার জন্য পুলিশ এর সাথে প্রশাসন ও দোকান মালিকরা সচেতন হলে এ মরণথাবা থমকে যাবে !
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
একজন আরমান বলেছেন:
স্বপনবাজ বলেছেন: স্বাস্থ্যবান পোষ্ট !
ধন্যবাদ।
আপনার মন্তব্যের সাথে সহমত।
২৯| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০
আমিনুর রহমান বলেছেন: vishon guruttopurno ekti post.
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই।
৩০| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক আগে টিভিতে বিভিন্ন ধরনের মাদক নিয়ে একটা ডকুমেন্টারি দেখেছিলাম । ঐখানেই বিষয়টা প্রথম জানতে পারি ।
টিকটিকির লেজ পুড়িয়েও যে নেশা করা হয় , তা জানেন কি ???
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫
একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটা জানি। ব্যাহার করা মোজা'র গন্ধ দিয়েও নেশা করা হয় !
৩১| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪০
ঘুড্ডির পাইলট বলেছেন: ওরে বাবা এমনও নেশা আছে !!!!!!!!!!!!!
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৫
একজন আরমান বলেছেন:
হুম। ট্রাই করবেন নাকি?
৩২| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১:৫০
তামিম ইবনে আমান বলেছেন: পৃথিবীর সবচেয়ে নোংরা নেশা হল , জুতার মোজার গন্ধ শুঁকে যে নেশাটা করা হয়
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৬
একজন আরমান বলেছেন:
হুম।
করেছেন নাকি কখনো ট্রাই?
৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৯
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: সকল ধরণের নেশা থেকে যুব সমাজ রক্ষা পাক।।
কিন্তু এই পথশিশুদের কি হবে !!!এদের তো বাধা দেয়ার মত কেউ নেই!!!
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৪
একজন আরমান বলেছেন:
হুম। সেটাই। আমাদের এই বিষয়ে ভেবে দেখতে হবে।
৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৭
কামরুল হাসান শািহ বলেছেন: +++
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৫
একজন আরমান বলেছেন:
৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৭
ভিয়েনাস বলেছেন: এমন নেশা জাতীয় দ্রব্যের কথা আগে জানা ছিল না
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৫
একজন আরমান বলেছেন:
আমিও আগে জানতাম না।
৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: ভালো পোস্ট ব্রো.....
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
সাথে থাকুন।
৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১৫
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: আমি এই ব্যপারটা দেখেছি সেই ২০০১ সালে , আমাদের কলেজের কিছু ভদ্র কুত্তা বাথরুমের ভিতর ড্যান্ডি দিয়ে নেশা করত
০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৯
একজন আরমান বলেছেন:
তখন তো আমি ক্লাস ৬ এ পড়তাম।
৩৮| ০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৫
রাইসুল সাগর বলেছেন: আরমান এই নেশা গুলো এক সময় সিরাজগঞ্জ এবং চিটাগাং এর কিছু এলাকায় প্রথম শুরু হয়। এর সাথে আর একটা মারাক্তক একটা নেশা হল, পেট্রল এর গারদ যেটাকে বলে, সেটা কাপড়ে ভিতর নিয়ে মুখ দিয়ে শ্বাস নেবার মাধ্যমে নেশা করা হয়। এইটা এবং তুই যেগুলো বললি এগুলো খুবই ক্ষতিকারক।
অতিমাত্রায় এসব নেয়ার ফলে আমাদের মস্তিস্কে সুস্থ ভাবে চিন্তা করার ক্ষমতা যে কেমিকেল বিক্রিয়ার ফল, লাইক সিরোটনিনকে এতো কমিয়ে দেয় আর অক্সিজেনের অভাব ঘটিয়ে মারাক্তক হেলোসিয়েসন তৈরি করে যেমন তুই এইসব নেশা যারা করে তাদের একটা খালি জায়গায় রাখলে তারা সেখানে ভয়ংকর কিছু দেখতে পায় এবং যেটা পৃথিবীর সবচেয়ে মারাক্তক ড্রাগস গুলোর একটা লাইসারজিক ডায়াথিলামাইড এসিড (এলএসডি) এর চাইতেও শত ভাগ বেশি ক্ষতিকর । এর আরেকটা ক্ষতিকর দিক হল আমাদের শরিরের সবচেয়ে সেনসিটিভ ভেইনগুলো এবং হোয়াইট ব্লাড সেলকে সরাসরি এফেক্ট করে ।
যে কোন নেশা কে না বলুন।
শুভকামনা জানিস নিরন্তর। ভালো থাকিস সব সময়।
০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪০
একজন আরমান বলেছেন:
হুম অনেকে রং দিয়েও নেশা করে।
যে কোন নেশা কে না বলুন।
সহমত।
ভালো থাকুন সর্বদা।
৩৯| ০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: ঢাকার রাস্তায় তো এইটা অহরহ দেখি। পিচ্চি পিচ্চি পোলাইপান মুখে পলিথিন লাগাইয়া বইসা আছে বা হাটতে হাটতে যাইতেছে।
+++
০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪৯
একজন আরমান বলেছেন:
হুম।
বড়োই চিন্তার বিষয়।
৪০| ০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:১১
দি সুফি বলেছেন: সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ। একইসাথে পিলাচ
এই যিনিস মেলা পুরানো। সেই ২০০৫ সালে প্রথম টেস্ট নিছিলাম এইটার মোটেও ভালো লাগে নাই
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৫
একজন আরমান বলেছেন:
কস কি মোমিন?
৪১| ০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:১৯
সুদীপ্ত কর বলেছেন: অনেক পুরানো নেশা এটা। বিরাট ক্ষতিকর
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৬
একজন আরমান বলেছেন:
হুম।
৪২| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩৯
বনফুল ব্লেেন্ডজ বলেছেন: আমি বেশ কয়েক বছর আগেই এ নেশাটি সম্পর্কে জেনেছি। তবে আপনার লেখাটি পড়ে বিস্তারিত জানতে পারলাম। এটি সত্যি খুবই ভয়াবহ এটি নেশা। সচেতনতা সৃষ্টি করা জরুরী।
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৬
একজন আরমান বলেছেন:
সচেতনতা সৃষ্টি করা জরুরী।
সহমত।
৪৩| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২২
shfikul বলেছেন: প্রথম কথা হচ্ছে শেষ মন্তব্যের জবাব দিয়েছেন ভোর ৪টা ৪৯ এ।সারারাত জেগে ব্লগিং করা এটাও আর এক সর্বনাশী নেশা।এ নেশার ক্ষতিকর দিক আপনি যে মাদকের কথা বলেছেন তার চেয়েও ভয়াবহ।ক্রমাগত নির্ঘুম রাতের জন্য আপনার কি ক্ষতি হতে পারে নেটে সার্চ দিয়ে দয়া করে জেনে নিবেন।আপনার বয়ষ কম।আপনাকে আমার ছোটো ভাই এবং বন্ধু মনে করে কথাগুলো বললাম।প্লিজ অন্যভাবে নিবেন না।
আমি অবাক হই যখন দেখি আমার ৮০ বছরের বাবা এখনও প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে প্রায় ৩ মাইল পথ হেটে রমনায় হাটতে যায়।নিজের শরীরের কথা ভেবে তখন লজ্জা পাই।এই ৮০বছরের জীবনে এখনও সে কত সুস্ত সবল।এর কারণ অনেকগুলির মধ্যে একটি তিনি রাত জাগেন না।এবং খুব ভোরে ঘুম থেকে উঠে যান।
উপদেশ দেয়ার জন্য দুঃক্ষিত।ভালো থাকবেন আরমান ভাই।পোস্টে অবশ্যই প্লাস।
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৮
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শফিকুল ভাই।
আমার এই নেশাটি আমি ত্যাগ করবো। একটা চাকরি পেয়ে নেই তখন।
কেমন আছেন আপনি?
অনেক দিন কোন খোঁজ খবর নেই।
৪৪| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩৭
জ্ঞাতিবৈর বলেছেন: "মাদকের জগতে নতুন সংযোজনঃ ডান্ডি বা গ্লু স্নিফিং"
নতুন সংযোজন কি করে হয়!!! কম করে হলেও ১২ বসর আগে দেখছি।
পিনিক হয় ভালই।
যাই হোক সকল মাদকে মাইনাস, পুষ্টে প্লাস।
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৯
একজন আরমান বলেছেন:
১২ বছর আগে আমার বয়স ১১ বছর ছিল। তখন তো জানতাম না।
৪৫| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: অত্যন্ত সময়োপযোগী এবং সচেতনতা মূলক লেখা। অনেকগুলো +।
আমিও রাস্তায় প্রথম প্রথম দেখে অবাক হতাম !! কিন্তু এখন এর বিস্তার এত বেশি, কল্পনাও করা যায় না। কেউ আর এ ব্যাপার টি সচেতনও নয়। এটাই ভয়ের ব্যাপার।
পোস্ট শেয়ার্ড।
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৯
একজন আরমান বলেছেন:
আসলে আমাদের সচেতন হতে হবে।
ধন্যবাদ ভাই।
৪৬| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৭
ফেলুদার চারমিনার বলেছেন: সচেতনতামূলক পোস্ট, +++++++++
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩০
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
৪৭| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাল পোস্ট। প্লাসায়িত করলাম। সাথে shfikul ভাইয়ের কমেন্টের সাথেও একাগ্রতা জানিয়ে গেলাম।
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩১
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আপনার উত্তর ও ওই কমেন্ট এর রিপ্লাই এ দেওয়া আছে।
আপনার নতুন লেখা পাই না কেন?
৪৮| ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৬
পানকৌড়ি বলেছেন:
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩২
একজন আরমান বলেছেন:
ইমো দেখা যাচ্ছে না।
৪৯| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৪
সাইফুলহাসানসিপাত বলেছেন: হট টপিকস নিয়ে লিখছো ভাইয়া , কয়েক বছর আগে এ নিয়ে লেখালেখি হয়েছিল । এ বিষয়ে সবার জানা এবং সচেতনতা সৃষ্টি করা দরকার ।
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
এ বিষয়ে সবার জানা এবং সচেতনতা সৃষ্টি করা দরকার ।
সহমত।
৫০| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
sushama বলেছেন: ইনফরমেটিভ পোস্ট ভাইয়া। প্রথম আলোতে পড়ার পর আমি রাস্তায় প্রায় সময়ি পথশিশুদের এরকম নেশা করতে দেখেছি, কিন্তু অবাক ব্যাপার হল এ বিষয়ে সরকার বা কারো কোন পদক্ষেপ নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্যি , অধিকাংশ ক্ষেত্রে "ডেন্টি" পথশিশুদের নেশা বলেই আমাদের তথাকথিত সচেতন জনগোষ্ঠী কোনরূপ উদ্যোগ নেয় না, উঁচুতলার শিশুদের ক্ষেত্রে হলে ব্যাপারটা আরো আগেই নজরে আসত !
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
একজন আরমান বলেছেন:
সরকার কখনোই কিছু করবে না। যা করার আমাদেরকেই করতে হবে। আর এটা পথশিশুদের মধ্যে বেশী দেখা যায়, কিন্তু ওপর ক্লাসের মধ্যেও এটি ঢুকে পড়েছে।
ধন্যবাদ আপু।
অনেক দিন পর তোমাকে দেখতে পেলাম।
কেমন আছো?
৫১| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
স্পাইসিস্পাই001 বলেছেন: সচেতনতা মুলক পোষ্ট........+++++++
ধন্যবাদ শেয়ার করার জন্য....
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভাই।
৫২| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
সায়েম উর রহমান বলেছেন: পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে ..... অথর্ব জেনারেশন তৈরী হচ্ছে যারা দেশের জন্য শুধু বোঝা নয় বিপদের কারণ হবে ..... সৃষ্টিশীলতা নতুন নেশা পদ্ধতি আবিষ্কারে ব্যবহার না করে যদি ভালো কিছুতে ব্যবহার করত তাও কিছু উপকার হত .....
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
একজন আরমান বলেছেন:
শুধু বললেই হবে না। কিছু করে দেখাতে হবে। আমরা যতোই লিখে লিখে কিবোর্ড ভাঙ্গি না কেন সমাজের কোন পরিবর্তন হবে না, যদি না আমরা মাঠে নামি।
ড্রেনে ময়লা জমে মশার উৎপাত বেড়ে গেছে। তাই যদি এটা নিয়ে শুধু ফাল পারি কোন লাভ হবে না। মশার কামড় ঠিকই খেতে হবে। বরং এটা পরিস্কার করার জন্য কাজ করতে হবে।
আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
৫৩| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬
আমি ইহতিব বলেছেন: ভয়ংকর অবস্থা, আমিও দেখেছি আর ঐ বাচ্চা বাচ্চা ছেলেদের দেখে মনে হয়েছে এদের ভবিষ্যৎ কি? এরাই হয়তো বড় হয়ে দূর্ধর্ষ ছিনতাইকারী বা চোর ডাকাত হবে। এদের শৈশব আর কৈশরই কাটছে ভয়ংকরভাবে যুবক অবস্থায় এরা আরো ভয়ংকর হতে বাধ্য।
ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি এই বয়সের ছেলেদের কাছে এই ডেনড্রাইট বিক্রি করা বন্ধ করে তাহলে হয়তো এর পরিমান কিছু কমবে, কিন্তু ব্যবসায়ীরা কি নিজের স্বার্থ বাদ দিয়ে পথশিশু বা অন্য কারো চিন্তা করবে?
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪১
একজন আরমান বলেছেন:
কিন্তু ব্যবসায়ীরা কি নিজের স্বার্থ বাদ দিয়ে পথশিশু বা অন্য কারো চিন্তা করবে?
এটাই একটি বড় প্রশ্ন।
আমরা কবে যে সচেতন হবো জানি না। শুধু জানি আমাদের বদলাতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
৫৪| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৯
শিপু ভাই বলেছেন:
দারুন একটি বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ!!!
+++++++++++++চমৎকার পোস্ট!!!
কবিরা শুধু কবিতাই লিখে না- দিন দুনিয়ার খবরও রাখে দেখা যাচ্ছে!!!
মাদককে না বলুন!!!
০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৩
একজন আরমান বলেছেন:
আপনার কাছ থেকেই বলতে পারেন কিছুটা অনুপ্রেরণা পেয়েছি। আপনি সিরিয়াস ব্লগিং করেন আবার কবিতাও লিখতেন এক সময়। তো আপনাকে দেখেই আমার এমন আগ্রহ জেগেছে। তাই ব্লগিং এ ভেরিয়েশন আনার চেষ্টা করছি।
অনেক ধন্যবাদ শিপু ভাই অনুপ্রেরণা যোগানোর জন্য।
আশা করছি ভবিষ্যতেও আপনার মত গুনি ব্লগারদের পাশে পাবো।
ধন্যবাদ।
৫৫| ০১ লা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৮
নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর আর সচেতনতা মুলক মজার পোষ্ট ।
খুব সম্ভব আমি যেবছর S.S.C দেই সেইসময় বা তার কিছু আগে-পরে হবে এই বিষয়টা জানতে পেরেছিলাম । কিন্তু এত দিনে ভুলেই গিয়েছলাম । আপনার গবেষণায় এটা আবার মনে পরে গেল । ধন্যবাদ আপনাকে অসাধারন এই পোষ্ট এর জন্য ।
মাদকের হাত থেকে যুবসমাজ সর্বপরি দেশ রক্ষা পাক ।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৫
একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ হিমু ভাই।
কেমন আছেন?
ব্লগ ডে'র প্রস্তুতি কেমন চলছে?
৫৬| ০১ লা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪১
দূর্যোধন বলেছেন: আসলে ডান্ডির প্রেমে এরা গন্ধ ভালো লাগে বলে পড়ে না, মূলত খুবই সস্তা এবং স্নিফ করার ফলে শারীরিক বেদনাবোধশক্তি লোপ পায় বলেই এরা ডান্ডির ভক্ত । তাছাড়া ক্ষুধামন্দা সৃষ্টি,যার জন্য অনেকক্ষন খিদে পায় না গ্লু স্নিফিংয়ে । তাই এরা ডান্ডি সেবন করে । আরো বেশ কয়েকটা কারন আছে, তবে এগুলো উল্লেখযোগ্য ।
পোস্টে ভালো লাগা ।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৬
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
৫৭| ০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
রুমান_খান বলেছেন: আপনি তো সবাইকে শিখিয়ে দিলেন!!! ঘটনাটা আমিও দেখেছি।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৭
একজন আরমান বলেছেন:
হা হা।
হাসালেন আমায়।
যাকগে ধন্যবাদ।
৫৮| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন: গতকাল রাতেই পরছি আর আজ কমেন্ট করতাছি তাইলে বুঝেন আমার অবস্থা
যাক পোস্ট প্রিয়তে নিলাম
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৬
একজন আরমান বলেছেন:
হুম। বুঝেছি। ধন্যবাদ।
আমি আগামিকাল মিরপুর আসবো, আপনাকে কল দিবোনে।
৫৯| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:১২
মামুন রশিদ বলেছেন: মাই গড !! এ্যাহেসিভ কমপোনেন্ট শরীরের জন্য খুবই ক্ষতিকর । দীর্ঘ মেয়াদে এর ব্যবহার কার্সিনোমা (ক্যান্সার) সেল তৈরি করতে পারে । এখনই এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা দরকার ।
সরকারের কোন বিভাগ কি এটা জানে ??
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৭
একজন আরমান বলেছেন:
জানলেও কি আর না জানলেও কি? তারা তো সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
৬০| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ২:০৬
বিশেষজ্ঞ বলেছেন: ভালো লিকসেন
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৭
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
৬১| ০২ রা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৪১
সৌরভ ভুঁইয়া বলেছেন: ড্যান্ডি আর নতুন কি? পুলাপাইন এখন ভাত খাইয়াও নেশা করতে চায়। নেশার মধ্যে যে কি পাইসে মাইনশে।
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৮
একজন আরমান বলেছেন:
হুম।
৬২| ০২ রা ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ২৩ নাম্বার পিলাচ । এইডা সম্পর্কে আগে থেকি এট্টু এট্টু জানতাম :-& :-& :-&
ভালো থাকবেন সবসময় ভ্রাতা
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৯
একজন আরমান বলেছেন:
টেস্টু করছিলেন নাকি?
৬৩| ০২ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
নীলঞ্জন বলেছেন: সময়োপযোগী পোস্ট। +++++++++
ভালো লাগা রইল বেশ।
শুভ কামনা রাশি রাশি ছোটভাই।
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৪
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নীলঞ্জন ভাই।
৬৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন: ঠিক আছে ব্রাদার
০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৭
একজন আরমান বলেছেন:
৬৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:০৬
লক্ষ্মীপেঁচা বলেছেন: এই জিনিসের নাম জীবনে প্রথম শুনলাম। আঠার গন্ধ শুইকা নেশা!!! কিছুদিন পর মনে হয় দেখা যাবে পোলাপাইন বাথরুমে বইসা সময় কাটাইতাছে। কারন কি ?? গুয়ের গন্ধে নাকি নেশা হয়!!!! :-& :-& :-& :-&
০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৯
একজন আরমান বলেছেন:
হা হা।
ভালোই বলেছেন।
টিকটিকির ল্যাজ পুরিয়ে, পুরোনো মোজার গন্ধ নিয়েও নেশা করে থাকে।
৬৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৬
থটফুলরাইটস বলেছেন: ন্যস্টি ড্রাগ, ইউ!!
০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৯
একজন আরমান বলেছেন:
বাংলায় কন। ইংলিশ কম বুঝি।
৬৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৯
অনীনদিতা বলেছেন: এখনতো রাস্তার পাশে, ফুটপাতে সবসময়ই এমনটা দেখা যাচ্ছে।ছোট ছোট ছেলে মেয়েরা সবার সামনেই এটা করছে।
খুব অপরাধি মনে হয় নিজেকে,যখন ওদের মুখের দিকে তাকাই।আমাদেরই উচিত এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করার।
০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০০
একজন আরমান বলেছেন:
আমাদেরই উচিত এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করার।
সহমত।
৬৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১০
অনীনদিতা বলেছেন: কেমন আছেন গুরুজি?
কেন যেন মনটা খুব ঘন ঘন খারাপ হচ্ছে।
০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
একজন আরমান বলেছেন:
খুব একটা ভালো না। গত পরশু সন্ধায় বরিশাল গিয়েছিলাম। গতকাল সকালে পৌঁছে রুশানের উপর একটা ডকুমেনটরি বানাবো বলে ভিডিও করলাম। ওর আম্মুর কান্না দেখে ভিডিও করার সময় আমার নিজের চোখেই জল চলে এসেছিলো।
আবার কালকেই ঢাকা এসে পড়েছি।
শরীর এর অবস্থা খুব ই খারাপ।
মন খারাপ করে রাখলেই খারাপ।
কাজে ব্যাস্ত থাকুন মন খারাপ হবার চাঞ্চ পাবে না।
আমি তো কাজের মধ্যে থাকার চেষ্টা করি যাতে মন খারাপ না হয়।
মন খারাপের একেকটা দিন,
নিকষ কালো মেঘলা লাগে,
কেউ বোঝে না আমার আগে,
আমারও যে একলা লাগে।।
৬৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: গুরুত্বপুর্ন একটা বিষয় নিয়ে কথা বলেছেন। ধন্যবাদ।
হুম! সচেতনতা তৈরি করা উচিত।
০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪
একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।
৭০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১০
অনীনদিতা বলেছেন: আমি জানি,আপনার মনটা অনেক বেশি নরম।এত নরম হলে চলেনা।শক্ত হয়ে এগিয়ে যেতে হবে।সফলতা আসবেই ইনশাআল্লাহ।
শরিলের প্রতি যত্ন নেন।নিজেই অসুস্থ হয়ে পরলে কিভাবে আপনার ভালোবাসায় সবাইকে ভরে দেবেন।
মন খারাপের একেকটা দিন,
নিকষ কালো মেঘলা লাগে,
কেউ বোঝে না আমার আগে,
আমারও যে একলা লাগে।।
মুখে হাসি নিয়ে আছি আমি বেচে
সুখেই আছি,
মনকে বলি এই কথাটি নাওযে তুমি বুঝে।
কখনো বুঝে, অথবা না বুঝে হয় সে আশাবাদি,
কখনো আবার হয়ে উঠে একটু প্রতিবাদি।
আজ মনযে আমার করছে কেমন
চাচ্ছেনা শুনতে সে কোনই বারণ।
০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৮
একজন আরমান বলেছেন:
সফলতা নামক সোনার হরিনের পেছনে এখন আর দৌড়াই না।
কারণ এখন আমি জানি- success is journey not a destination !
আর মন খারাপ !
হাহ!
আমি কাটাতারে সুখী
এই কুয়াশাতে উকি দিয়ে .....
রাজি মিথ্যে মিথ্যে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই
৭১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২০
অনীনদিতা বলেছেন: হুম..
০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৫
একজন আরমান বলেছেন:
হুম।
৭২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৫
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাই আঠা দিয়ে নেশা করাটা আমি প্রতিনিয়ত ঢাকাতেই দেখি! দেখে আমার মনের মধ্যে কেমন যেন দুমরে মুচরে যায় আর চিন্তা করি এই বাচ্চাটা যদি আমার হ'ত অথবা আমার ছোটা ভাই হ'ত অথবা আমার ভাতিজা হ'ত? তাহলে কেমন হ'ত আমাদের অবস্থা?
একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে মতিঝিলে একটা বাচ্চাকে এই রকম নেশা করতে দেশে কিছুক্ষণ দাড়ায়ে দেখলাম বাচ্চাটি একবার পলিথিনে আঠা থেকে নাকে নিঃশ্বাস টানছে এবং কেমন যেন টলমল করছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। বাচ্চাটির বয়স আনুমানিক ৬ থেকে ৮ এর মধ্যে হবে। এই দৃশ্য দেখার পর আমার অজান্তেই চোখে পানি এসে গেল। দ্রুত ওখান থেকে চলে এলাম। থাকতে পারলাম না। ভাবলাম বাচ্চাটি যদি আমার হ'ত? কিন্তু আমি বাচ্চাটির জন্য কিছুই করতে পারিনি। মনে হলে বড়ই পীড়া দেয় আমার মনে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৭
একজন আরমান বলেছেন:
আসলেই অনেক ভয়ঙ্কর একটি নেশা। কিছু করা দরকার আমাদের।
৭৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪২
একজন আবির বলেছেন:
:-& :-& :-& :-& :-& :-&
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯
একজন আরমান বলেছেন:
কি হইলো?
৭৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩০
কেতকী বলেছেন: Aar ki dekhbo!
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২২
একজন আরমান বলেছেন:
হুম। দেখার আছে অনেক কিছু।
৭৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৮
জয়দিত্য বলেছেন: অবাক ব্যাপার। আরও কত রকমের নেশা যে দেখব
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২২
একজন আরমান বলেছেন:
হুম। দেখার আছে অনেক কিছু।
৭৬| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০১
পেন্সিল স্কেচ বলেছেন: চমৎকার পোস্ট !!!
০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আপনাদের অনুপ্রেরণা পেলে এ রকম পোস্ট ভবিষ্যতে আরও দিবো।
ভালো থাকবেন।
৭৭| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
কামরুল আহসান খান বলেছেন: সচেতনতা মুলক পোস্টের জন্য ধন্যবাদ
আর ভাই এনজিও গুলার কথা বইলেন না।অনেক এনজিও এইসব বিষয়কেও নিজেদের স্বার্থে ব্যবহার করে।আমি কোন এনজিওর নাম বোলব না।
আমার অভিজ্ঞতা থেকে একটা ঘটনা বলি,আমি স্কুল লাইফে স্কাউটস এ ছিলাম। একবার আমাদের স্কুলে একটি এনজিওর সাথে যৌথভাবে মাদক বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করা হল,অন্য কয়েকটা স্কুলের স্কাউট আর ছাত্র ছাত্রীরাও ক্যাম্পেইন এ আসল।ক্যাম্পেইন শেষ হবার কিছুদিন পরে হঠাত করে আমাদের স্কুল্লেই বেশ কয়েকজন ছাত্র ছাত্রী মাদকাসক্ত হয়ে পরল।আগে কিন্তু তারা কখনো মাদক নেয়নি।পরে জানা গেলো ঐ আয়োজক এনজিও ছাত্র ছাত্রিদের মাদক তৈরির উপকরন দিয়েছে।আর মাদক ব্যাবহারের নিয়ম তাদের ক্যাম্পেইনে সচেতনতা তৈরির নামে বলা বা জানানো হয়েছেই। মানে কিনা নিজেদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে তারা মাদক সরবরাহের মত বেআইনি হীন কাজ করতেও লজ্জা বোধ করেনি। আমি আমার অনেক পরিচিত ছাত্রের ক্যাম্পেইনের পর কৌতূহলবশত মাদক গ্রহনের ঘটনা ঘটতে দেখেছি।অর্থাৎ তারা সচেতন না হয়ে উল্টো মাদকের প্রতি আর আগ্রহী হয়েছে।
টিনএজে যেহেতু ছেলেমেয়েরা একটু বেশী কৌতূহলী হয় তাই এইসব মাদক সম্পর্কে তাদেরকে অপরিকল্পিত জ্ঞান দেয়াটা বিপজ্জনক হতে পারে বৈকি।তাদের সচেতন করতে এমন কৌশল নেয়া উচিত যাতে তাদের মধ্যে মাদক গ্রহনের প্রবনতা তৈরি না হয়।আর আমদেরও খেয়াল রাখতে হবে যাতে কেও এই বিষয়ের অন্যায় ফায়দা লুটতে না পারে।
লম্বা কমেন্ট হয়ে গেলো, শুভকামনা রইল।
০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫২
একজন আরমান বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ এতো ভয়াবহ একটি খবর জানানোর জন্য। আসলে আমরা সবাই খুব বেশী স্বার্থপর।
ভালো থাকবেন।
৭৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫১
শাকিলা জান্নাত বলেছেন: নতুন কিছু জানলাম ও শিখলাম, ।
কোন এলাকার ঘটনা সেটা জানলে ভাল লাগতো।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৩
একজন আরমান বলেছেন:
আপু এটা কোন নির্দিষ্ট এলাকার ঘটনা নয়।
এটা সমগ্র বাংলাদেশের চিত্র !
আর আমি লিখেছি আমার এলাকা মানে বরিশালে দেখতে পেয়ে।
ধন্যবাদ।
৭৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৮
একজন আবির বলেছেন: ভালো হইছে । ++++++
কি অব্বস্তা এদের।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৪
একজন আরমান বলেছেন:
হুম। ধন্যবাদ ভাই সাহেব।
এদের অবস্থা আসলেই খারাপ।
৮০| ২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৭
মুদ্দাকির বলেছেন: ভয়ানক এক মাদক এই গ্লু, বেশীর ভাগ বাবা মারা চিনেন না , তাই আজ উচ্চবিত্তের ছেলে মেয়েরাও আসক্ত হচ্ছে, আর গ্লু স্নিফিং এর পর যে হ্যালুসিনেসন হয় তার মজা যারা পেয়েছে, তারা খুব সহযে এই থেকে দূরে যেতে পারে না।
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
একজন আরমান বলেছেন:
হুম। আমাদের সজাগ হতে হবে !
৮১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
ডানাহীন বলেছেন: এই নেশাটা মুলত পথশিশুরাই করে । একবার এক পিচ্চিকে এটা ব্যবহার করার কারন জিজ্ঞেশ করলে সে আমাকে জবাব দিছিল .. এটা নিলে নাকি অনেকক্ষণ ক্ষুধা ভুলে থাকা যায় ! খিদেকে হত্যা করতে তারা নিজেদের হত্যা করার পথ বেছে নেয় ! তাদেরকে পশুর জীবন যাপন করতে বাধ্য করা হয় .. একসময় তারা সত্যিকার পশু হয়ে ওঠে ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
একজন আরমান বলেছেন:
হ্যাঁ। এটা ক্ষুধামন্দার কারণ।
৮২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্টটি নির্বাচিত পাতায় নেয়া হোক
খুবি গুরুত্ত পূর্ণ একটি বিষয় যা আমাদের সকলেরই জানা উচিত
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
একজন আরমান বলেছেন:
হা হা। মজা পেলাম ভাই। আমি তো নির্বাচিত পাতা পড়িই না। আমার মতো অনেকেই আছেন যারা ওই আবাল পাতায় ঢোকেই না। হা হা।
৮৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও কিন্তু তাই হা হা হা হা
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
একজন আরমান বলেছেন:
হা হা হা।
নির্বাচনী পাতা = ব্যাপক বিনোদন।
৮৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
একজন নিশাচর বলেছেন: আমার এলাকায় এই ডান্ডি নামক গামটি ড্যান্ডি নামেই বেশি পরিচিত। এমনকি দু-একজন বন্ধুও আছে যাদেরকে ড্যান্ডি অমুক, ড্যান্ডি তমুক নামে ডাকা হয়। তবে আশার কথা হচ্ছে আগের চেয়ে এখন এর মহামারী আগের চেয়ে তুলনামুলকভাবে কমে গেছে।
সুন্দর পোস্ট। কান্ডারী অথর্ব ভাই এর সাথে আমিও একমত যে, এই লেখাটি নির্বাচিত পোস্ট এর তালিকায় যাওয়া উচিত ছিল। বিভিন্ন কারনে হতাশ হয়ে তোমার মত আমিও নির্বাচিত পোস্ট পড়ি না।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
একজন আরমান বলেছেন:
হুম।
ভাই আপনার এলাকা যেন কোথায়?
আমি কিন্তু আপনার এলাকাতে এই কাহিনী দেখেই এই পোস্ট টা লিখেছিলাম।
৮৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
একজন নিশাচর বলেছেন: হা হা
তাইলে তো বলা যায় তুমি আমার এলাকার ড্যান্ডি রাজত্বের স্বর্ণযুগ (?) দেখোই নি। সেটা ছিল ২০০৪-০৫। আব্বা আম্মা আমার গৌরনদীর বন্ধুদের সাথে মেশার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেই সময়ে। আর শুধু এই কারনেই আমাকে আমার কোন বন্ধুর সাথে কলেজে ভর্তি হতে দেন নি তারা। ভাল খবর হচ্ছে এখন মোটামুটি আমার বন্ধুরা সবাই ঐ পথ থেকে ফিরে এসেছে। কিন্তু বেশ কিছু ছোট ভাইকে এখনো এই নেশায় আসক্ত হতে দেখা যায়। বেয়াদব সব। তাই দেখেও/বুঝেও না দেখার/বোঝার ভান করে এড়িয়ে যাই।
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
একজন আরমান বলেছেন:
হুম। সেই স্বর্ণযুগে আমি ঢাকা শহর ছিলাম। আমি এবার রমজানের ঈদের সময় বাসস্ট্যান্ড আড্ডা দিচ্ছিলাম তখন এই ব্যাপারটা খেয়াল করি।
৮৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
নস্টালজিক বলেছেন: বাইতুল মোকাররাম এর সামনের ওভার ব্রিজের সামনে হরদম দেখা যায় পথশিশু-রা ডান্ডির নেশা করছে! কেউ কিচ্ছু বলে না!
ওভার ব্রিজের ওপরে ওদের দেখলে মনে হয় অন্য একটা জগতে চলে এসছি!
যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি! (যদিও জানিনা যথাযথ কারা!)
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
একজন আরমান বলেছেন:
হুম।
যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
৮৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২
শায়েরী বলেছেন: আল্লাহ ! আমি তো এর কিছুই জানতাম না !
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
একজন আরমান বলেছেন:
এখন তো জানলেন !
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৩
মেহেদী হাসান মানিক বলেছেন: এই বিষয়টা আমিও দেখেছি। গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেশা বলতেই ক্ষতিকর।
+++