![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
আচ্ছা যদি পুরো এক মাস ১৪৪ ধারা জারি করে সবার বাসায় খাবার পৌছে দেয়া হতো তাহলে যারা ইনফেকটেড ছিল তাদের মাধ্যমে করোনা আর ছড়াতে পারতো না। আর যারা ইতোমধ্যে ইনফেক্টেড তারা হয় সুস্থ্য হয়ে যেতো না হয় মরে যেতো! এরপর তো চাইলেই আবার ১৪৪ ধারা উঠিয়ে নেয়া যেতো। আর তারপর সব এয়ারপোর্ট, সীপোর্ট আর ল্যান্ডপোর্টে চেকিং চালু করলেই হতো। যেমনটা এখন উহান করছে!
কিন্তু এখন যা করা হচ্ছে এভাবে করোনার বিস্তার রোধ সম্ভব নয়। কারণ বাংগালিকে দাবায়ে রাখা সম্ভব না! তাই পুরো দেশ একসাথে লকডাউন না করলে এভাবেই মৃত্যুর স্কোরবোর্ডে জ্যামিতিক হারকেও হার মানানো স্কোর বাড়তেই থাকবে!
এটা একান্তই আমার ব্যক্তিগত মত। কেউ ভিন্নমত পোষণ করে থাকলে সেটাও বলতে পারেন। ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৯
একজন আরমান বলেছেন:
আমরা নিজেরা সচেতন না হলে আল্লাহ ও আমাদের সাহায্য করবেন না !
২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৫
নেওয়াজ আলি বলেছেন: বাসায় চাল ডাল তেল লবন হব পুরিয়ে আসছে
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:৩১
একজন আরমান বলেছেন:
এখন কি অবস্থা?
৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৩
সাহাদাত উদরাজী বলেছেন: প্রথম থেকে সিরিয়াস থাকলে আমাদের ভাল হত। টেষ্ট করে আলাদা করে ফেলা এবং আক্রান্তদের জন্য আলাদা হাসপাতাল এবং বাইরে থেকে আসাদের জন্য ভাল মাত্রায় জায়গা সহ ডাক্তার, নার্স টেকনিশিয়ান্দের জন্য ভাল ব্যবস্থা করলে আমরা কিছুটা রক্ষা পেতাম। এখন সব তালগোল মিশিয়ে গেছে।
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:৩২
একজন আরমান বলেছেন:
ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা !
কিচ্ছু করার নাই !
৪| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সবাই কি ব্লগ থেকে বিদায় নিলেন?
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৩
একজন আরমান বলেছেন:
ভালোবাসার ব্লগকে কি ছেড়ে দিতে পারি? নিজেকে নিয়ে ব্যাস্ত ইদানিং।
কেমন আছেন ভাই?
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৬
জাহিদ হাসান বলেছেন: ব্লগে ফিরা আসেন
০৩ রা জুন, ২০২১ রাত ১২:২৪
একজন আরমান বলেছেন:
আমি ব্লগ ছেড়েছি। বিদায় সবাইকে।
আপনি একথা লিখেছেন কেন?
প্রিয় ব্লগের উপর কোন রাগ নেই। ব্যাক্তিগত ব্যাস্ততার কারণে আসা হয় না। আসবো আবার কখনো অলস সময় ফিরে পেলে। তার আগ পর্যন্ত এভাবে উঁকিঝুঁকি মারবো।
ভালো থাকুন সর্বদা।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: হে আল্লাহ আজকের এই পবিত্র রজনীতে বিশ্ব মুসলিমকে রহম করুন।ভূল করেছি, আপনার নিকট তওবা করি,আমার তওবা কবুল করেন হে রাহমানুর রাহিম।