নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
লোকে আমায় দেখে মানুষ ভাবে।
আমি হয়তো মানুষ নই,
পশু কিংবা পাখিও নই,
আমি হয়তো আমি নই!
আমি হয়তো আকাশ নই,
বাতাস কিংবা ঝড় নই,
তোমার খোঁপার ফুলও নই,
কিংবা চোখের কাজল নই!
প্রান থাকলে প্রাণী হয়,
মন থাকলে মানুষ।
আমার হয়তো
কিছুই নেই!
আমি হয়তো মানুষ নই !
#এআ
১৪/১১/২০২১
ভোর ০৫:২৬
বরিশাল।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
২| ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫০
অপু তানভীর বলেছেন: আরে আরমান সব অনেক দিন পরে সামু পাড়ায় আপনার আগমন ! তা ভুল করে এপথে নাকি ?
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৬
একজন আরমান বলেছেন:
ভুলে যাই কি করে? মনে পড়ে ঠিকই। কিন্তু সময় করে উঠতে পারি না। তবে আসবো ফিরে বারেবার। ভালো লাগার জায়গা যে !
৩| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও তো সেটাই বলতে চাইছিলাম, একজন আরমান হঠাৎ কি পথ ভুলে ব্লগে এলেন?
কবিতা ভালো লেগেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৮
একজন আরমান বলেছেন:
ভালো লাগার জায়গা যে ভুলে যাই কি করে? ব্যাক্তিগত ব্যাস্ততার ফাঁকে সুযোগ হয়ে ওঠে না। তবে আসবো ফিরে এই অপেক্ষায়।
আশা করি ভালো আছেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ২:৪৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: হুম, আপনি একটা ছায়া মাত্র!।
শুভেচ্ছা ।