নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার জয় হোক

কোড

মানবতার জয় হোক

কোড › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের স্বপ্ন >>>:-/:-/:-/:-/:-/:-/

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

সাধারণত ছেলেদের থেকে মেয়েদের বাইরের জগত ছোট। এরা বাসায় আয়োজন করে নতুন নতুন রেসিপি বানাবে। সবসময় পরিষ্কার সাজগুজ হয়ে থাকবে। মুখে ক্রিম পাউডার দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা।



চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে এরা অনেক কিছু ভাবে। নিজেকে দেখে। কাছের মানুষটা তাকে দেখলে কেমন বোধ করবে তা ভাবে। আরো অনেক কিছুই হয়ত ভাবে। আমি জানি না।



হাতে মেহেদী দিয়ে বোনকে দেখাবে। মা কে দেখাবে। নকশা নিয়ে আলোচনা হবে। বাইরে থেকে কেউ এলে ভাত বেড়ে দিবে। মাঝে মাঝে ফ্রিজ খুলে ট্যাং বানিয়ে দিবে। ডালের চামচ নাড়তে নাড়তে সহজ কোন গল্প বলবে। সুমনদের গাছের আমের ভর্তা বানিয়েছে। সেই আম কীভাবে এল সেই গল্প।



এদের গল্পে কোয়ান্টাম মেকানিক্স কিংবা প্যারালাল জগতের ব্যাপার সেপার থাকে না। সকালের পত্রিকায় সবাই যখন প্রথম পৃষ্ঠা নিয়ে কাড়াকাড়ি করে ... এদের চোখ থাকে বিনোদন পাতায়। কত স্নিগ্ধ কত সরল এদের জগত।



বাসায় কারো চা লাগলেই ডাক পড়বে। চা ভাল না হলেও বাবা বলবে তার মত চা আর কেউ বানাতে পারে না। এই প্রাপ্তিতেই এদের মন ভাল হয়ে যায়। ক্লাস করবে। ছেলেরা যেমন স্কুল পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এদের ক্ষেত্রে সংখ্যাটা অনেক কম।



বান্ধবীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। সেই আলোচনার বিষয় বস্তুতে ইয়াবা চালানের ব্যাপার থাকে না। এদের জগত বড় স্নিগ্ধ। কাচের বোতলের আমের আচারের মত স্নিগ্ধ।



এরা যখন কোন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন এদের সব কিছু সেই সম্পর্কে কেন্দ্রভুত করে ফেলে। স্বপ্ন দেখতে থাকে একদিন বিয়ে হবে। ছোট জানালা হবে। মা হবে। বাবুকে স্কুলে নিয়ে যাবে। কোলে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াবে। বাজার করে আনলে সে রান্না করবে। ঘর সাজাবে। তার নিজের মত করে সাজাবে।



ছেলেরা এই ভাবে ভাবতে পারে না। এখানে একটা দ্বন্দ্ব লেগে যায়। সেই দ্বন্দ্বও ঠিক করতে হয় মেয়েদের। বাবুকে নিয়ে মেলায় ঘুরার স্বার্থেই এসব করতে হয়।



এদেশের মেয়েরা মোগল সাম্রাজ্যের রাজপ্রাসাদ চায় না। নালা পাড়ার নোংরা বাড়ীটাও তাদের ছোঁয়ায় এক সময় রাজপ্রাসাদ হয়ে যায়।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

মদন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

নিয়ামুল ইসলাম বলেছেন: ২০ বছর আগে হয়তো এরকম হতে পারে, বর্তমানে রূপকথা।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ডার্ক ম্যান বলেছেন: বদ্দা বুইঝঝি অনে নালা পাড়া তাহন? নিউমার্কেট / আর ডাগেরগে?

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

কোড বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

কোড বলেছেন: মদন ... :D :D :D :D :D :D :D

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ এরকম সুন্দর, সত্যি করে মেয়েদের উপস্থাপন করার জন্য।

আর নিয়ামুল ভাই, আমরা বাংলাদেশি মেয়েরা এখনো এমনই আছি।
দুই একটা উশ্রিংখল মেয়ে সব যুগেই থাকে। আপনি যদি মনে করেন "২০ বছর" আগের মেয়েরা দেবি ছিল, আর এখনকার মেয়েরা ইন্ডিয়ান সিরিয়ালের ঘর ভান্গানি ডাকাসাটে ভিলেন তাহলে ভুল ভাবছেন। লেখক যেভাবে বর্ণনা করেছেন এখন পর্যন্ত সব যুগেই ৮০ ভাগ বাংলাদেশি মেয়ে এমনই ছিল, আছে।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

কোড বলেছেন: ধন্যবাদ সামু পাগলা০০৭

৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

কোড বলেছেন: ধন্যবাদ সামু পাগলা০০৭

৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

কোড বলেছেন: আমি একজন সাধারন মানুষ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তো সোর্স ছাড়া লেখা দেন কেন? দিস ইজ ইকুয়াল টু 'চুরি'।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ভিটামিন সি বলেছেন: আমি আগের লেখাটা পড়ি নাই। এইটাই পড়লাম। তাই ধন্যবাদটা এই লেখককে দিতেই হচ্ছে যে তিনি এমন সুন্দর একটা লেখা আমাকে পড়তে দিয়েছেন।
আসলেই ভাই, বাংগালি মেয়েরা এমনই। আমি আমার আগের ৫টি টি-২০ আর বর্তমানের টেষ্ট ম্যাচের ফলাফল দেখে বলছি।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

কোড বলেছেন: ;) ;) ;) ;) ;) :D :D :D :D

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১

বোধহীন স্বপ্ন বলেছেন: নিয়ামুল ইসলাম বলেছেন: ২০ বছর আগে হয়তো এরকম হতে পারে, বর্তমানে রূপকথা।


সামু পাগলা০০৭ বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ এরকম সুন্দর, সত্যি করে মেয়েদের উপস্থাপন করার জন্য।

আর নিয়ামুল ভাই, আমরা বাংলাদেশি মেয়েরা এখনো এমনই আছি।
দুই একটা উশ্রিংখল মেয়ে সব যুগেই থাকে। আপনি যদি মনে করেন "২০ বছর" আগের মেয়েরা দেবি ছিল, আর এখনকার মেয়েরা ইন্ডিয়ান সিরিয়ালের ঘর ভান্গানি ডাকাসাটে ভিলেন তাহলে ভুল ভাবছেন। লেখক যেভাবে বর্ণনা করেছেন এখন পর্যন্ত সব যুগেই ৮০ ভাগ বাংলাদেশি মেয়ে এমনই ছিল, আছে।



তাই তো অফিস-আদালতে কিংবা ভার্সিটিতে সামান্য জিনিস নিয়ে তুল-কালাম করে ফেলে।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১২

ভারসাম্য বলেছেন: ++

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: বোধহীন ভাই, অফিস-আদালতে কিংবা ভার্সিটিতে মেয়েরা কিরকমের সামান্য জিনিস নিয়ে কিরকম তুল-কালাম করে ফেলে সেটা একটু বললে আপনাকে উত্তর দিতাম। মানে আপনাকে বোধহীন থেকে বোধসম্পূর্ণ মানু্ষে পরিণত করতে পারতাম।

কয়েকটা মেজাজি মেয়েকে দেখে সবাইকে জাজ করবেন না প্লিজ। সব মেয়ে ভাল এটা আমিও বলছি না।
আর মেয়েদের বিরুদ্ধে যত কথাই বলুন না কেন, জন্ম একটা মেয়ের পেট থেকেই নিতে হয়েছে, আর আপনার গার্লফ্রেন্ড বা বউ
একজন "আজকালকার" মেয়েই আছে বা হবে। তাই মেয়েদের ভাল জিনিসগুলো একটু বেশি করে দেখার চেষ্টা করুন। লাভে থাকবেন।

প্রমিস করছি, মেয়েদের খারাপ জিনিসগুলো খুটিয়ে খুটিয়ে বের করতে যতটা মাথা খাটাতে হচ্ছে, ভাল জিনিসগুলো বের করতে ততটা করতে হবে না।

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:



মেয়েরা এমনই !

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ সামু পাগলা০০৭

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

কোড বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.