![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1."মেয়েটাকে বিয়ে করে ফেললেই তো পার -
ফ্রিতেই যদি গাভীর দুধ মেলে তাহলে কোন
মূর্খ টাকা খরচা করে ঘরে গাই পোষে?" মনেরমত মন,সমরেশ মজুমদার
2. "একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে আছেটা কি?অথচ আশ্চর্য ! নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজ যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি । মনের দাম নেই কানাকড়িও!" -বুদ্ধদেবগুহ
3."চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।
কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার
হাত-পা বাঁধা।" -হুমায়ূন আজাদ
4. "কম বয়েসী মেয়ে হল রসগোল্লার মত
যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে!" -শংকর
5. "পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র
প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা!" - মেনানডার
6. "পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর
মেয়েরা শয়তানেরখেলার সামগ্রী!
মেয়েরাসন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু
নয়!" -নেপোলিয়ান
7. "বিড়াল, পাখিরা এবং মেয়েরা এই ধরণের
প্রাণী যারা নিজেদের প্রসাধনের উপর সর্বাধিক সময় নষ্ট করে!" -চার্লস নড়ায়ার
9. "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম!" -রবীন্দ্রনাথ ঠাকুর
10. "প্রত্যেক মেয়েই নিজের জন্য একটা নুনু
চায় ।এই নুনুর জন্যই তারা পুরুষদের
হিংসা করে!" -সিগময়েড ফ্রয়েড
11. "বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে" - হুমায়ুন আজাদ
নারী সম্পর্কে কিছু মহান উক্তি : এগুলো নিয়ে কোন দিন কারো মনে প্রশ্ন আসবেনা।কারন তারা সাহিত্যিক বলে কথা।পারলে তাদের নোবেল পুরস্কার দিত শেখ হাসিনা ও তার বামপন্থি দোসররা ।
২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০০
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: তেতুল শফি'র কথা লিখলেন না কেন ?
আপনারও কি লালা ঝরে নাকি ?
৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বুদ্ধদেব গুহের কথাটি বেশ ভালো লাগলো। ভালো লাগলো রবীন্দ্রনাথের কথা।
কিন্তু সব কথাই লেখকের মনের কথা বলে চাপিয়ে দিলে তো হবে না। লেখক সমাজের কথা বলেন। সমাজ যেভাবে নারীকে দেখে সেটা লেখায় তুলে না ধরলে মানুষ সচেতন হবে কীভাবে? সমাজ কীভাবে শুদ্ধ হবে?
নেপোলিয়ান ছাড়া বাকি সবাই তো লেখক।
বেশ চিন্তা-জাগানিয়া কিছু উদ্ধৃতি তুলে ধরেছেন, ভাই! আপনাকে ধন্যবাদ
৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: এই ধরনের কথা বলার দায়ে হুমায়ূন আজাদকে খুন করেছিলেন আপনারা । তাহলে শাফি সাহেবের বিরুদ্ধে কি একই ব্যাবস্থা নেওয়া হবে ? না হলে কেন নয় , এই অধম তা জানতে চায় । বিদেশীদের কথা বাদ দিন । তারাও এই দেশই হলে আপনারা তাদেরও একই ব্যাবস্থা করতেন , শিওর ।
9. "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম!" -রবীন্দ্রনাথ ঠাকুর
এখানে খারাপ কি দেখলেন ! যারা মউদুদি আর হেফাজতি বুঝে , তারা রবীন্দ্রনাথ বুঝবে কেমনে ! এলাকার লাইট আর সুইচ মিস্ত্রি Nikola Tesla কেই চিনবে কিভাবে , তার wireless transmission of electrical energy বিষয়ইবা বুঝবে কিভাবে !!!!
৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭
রোহান খান বলেছেন: মাথা নস্ট
৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫
কলাবাগান১ বলেছেন: "যারা মউদুদি আর হেফাজতি বুঝে , তারা রবীন্দ্রনাথ বুঝবে কেমনে ! এলাকার লাইট আর সুইচ মিস্ত্রি Nikola Tesla কেই চিনবে কিভাবে , তার wireless transmission of electrical energy বিষয়ইবা বুঝবে কিভাবে !!!! "
শফি সাহেবকে যদি বলা হয় যে চাদের দেশে মানুষ গিয়েছে, আমার বিশ্বাস যে উনি অস্বীকার করবেন... টেস্ট টিউবে বেবী তৈরী করা ও উনি জানেন কিনা আমি সন্দিহান... কিন্তু আদিম লীলাটা ভালো ভাবেই জানেন বলে বিশ্বাস
৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬
কলাবাগান১ বলেছেন: সেই একই বানান আপনার নিকের (ভুল টা) যেটা আপনার মত মতার্দশীদের প্রায় সবার মাঝেই দেখা যাচ্ছে।
৮| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৩
মৃন্ময় বলেছেন: কলাবাগান১ বলেছেন: সেই একই বানান আপনার নিকের (ভুল টা) যেটা আপনার মত মতার্দশীদের প্রায় সবার মাঝেই দেখা যাচ্ছে।
আসলেইতো খেয়াল করিনাই,
অারমান সাহেব দারুন একখান লেখা দিছে.......
৯| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
বোকা ছেল বলেছেন: নিচে অবশ্যই লিখে দেয়া উচিত ছিল জ্যামিতির উপপাদ্যের মত শফী সাহেব ১জন ভালো মনের মানুষ(প্রমাণিত)
১০| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮
মাথা নষ্ট সিপাহি বলেছেন: ৩ নং কোটেশন এ হুমুআযাদ কি বোঝাতে চেয়েছে ? তিনি কি মানুষ ছিলেন না আমাদের ডোমেসটিক কোন জন্তূ?
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫
এন ইউ এমিল বলেছেন: এই পোষ্ট গত কাল ২বা আজকে ১বার আরো কত বার দেখতে হবে কে জানে?