নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

Win7 এর password ভুলে গেছেন !

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

Win7 এর password ভুলে গেছেন ! এখনি password রিমুভ করুন

প্রথমে সবাইকে আমার সালাম।

উইন্ডোজ৭ এর পাসওয়ার্ড ভুলে গেলে অনেকে আর উইন্ডোজ ওপেন করতে পারে না। এক্সপি আর জন্য যতটা সহজ পাসওয়ার্ড বের করা। কিন্ত উইন্ডোজ-৭ এ এত সোজা না। তাই বলে কি আর কোন সমাধান নাই ?

চিন্তার কিছু নাই। "May hoa nah" আমি আজ আলোচনা করব কিভাবে উইন্ডোজ-৭ এর পাসওয়ার্ড বের করা যায়।

তার জন্য যা করতে হবে তা হল ছোট্ট একটি Bootable (ISO) software (8.44 MB) সিডিতে কপি করতে হবে, কপি শেষ হলে যে কম্পিউটারের password রিমুভ করা ধরকার সেই কম্পিউটারের CD-ROM-এ password রিমুভ করার সিডিটি ঢোকান, তার পর কম্পিউটার Restart করে CD থেকে Boot করুন, তার পর দেখবেন উইন্ডোজ এক্সপির মত সেটাপ হচ্ছে, তা দেখে ভয় পাবেন না বা ভাববেন না যে উইন্ডোজ এক্সপি সেটাপ হচ্ছে। একটু অপেক্ষা করুন দেখবেন Dos mod চলে আসছে এবং সেখানে সব গুলো ড্রাইব স্কেন করে যে ড্রাইবে উইন্ডোজ আছে সেটা দেখাবে।

প্রথম ধাপে আপনাকে ড্রাইব সিলেক্ট করতে বলবে ( ড্রাইব এর পাশে যে নাম্বার দেওয়া থাকবে সেটা চেপে এন্টার দেন) তার পর দ্বিতীয় ধাপে সব গুলো ইউজার নিছে দেখাবে এখান থকে যে ইউজার এর password রিমুভ করবেন সেই ইউজার এর পাশের যে নাম্বার দেওয়া থাকবে সেটা চেপে এন্টার দেন। তার পর আপনাকে বলবে আপনি কি সত্যি-ই password টি রিমুভ করতে চান ? উওর Yes হলে (Y) আর No হলে (N) চেপে এন্টার দিয়ে সিডি টি বের করে কম্পিউটার Restart করে দেখেন আর password দেওয়ার জন্য বলছে না। ভাল লাগলে মন্তব্য করবেন আর Bootable software টি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।

ডাউনলোড লিঙ্ক ক্লিক করুন

এখন আপনি খুব সহজে যে কোন উইন্ডোজ-৭ এর পাসওয়ার্ড বের করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

( সংগৃহীত )

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

হিমূ বলেছেন: লিংক কই??

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

এ,আর রানা বলেছেন: দুঃখিত এইবার দেওয়া হল

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মামদোভুত বলেছেন: লিংক কই??

B-) B-) B-) B-) :D :D :D :D :D

মোবাইল মেমরি কার্ডের পাসওয়ার্ড ভুলে গেছি। এটা কিভাবে উদ্ধার বা ডিলিট করবো?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

এ,আর রানা বলেছেন: বাজার থেকে আনলকার কিনে নিন ...।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

নেংটি ইদুর বলেছেন: ভাই আমি আমার এই একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি। এহন কেম্নে কি.? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.