নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

দয়া করে পোস্টটি এড়িয়ে যাবেননা । একটু ধর্য্য নিয়ে পড়ুন আর বাঙালি হয়ে জাতিকে অপমানের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসুন..

১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯



আসুন আরেকটা মানববন্ধন করি ....

এই নতুন বছরে নতুন সিধান্ত নিতে সবার উচিত একটু নেড়েচেড়ে বসার । আমাদের সবার প্রিয় বিপিএল কে ঘিরে বড় দেশগুলার ছিল ক্ষুভ আর অবহেলার প্রয়াস । যা কিনা আমাদের একটু ভাবনায় রেখেছিল,কতটুকু সফল ভাবে আমরা এই লীগের আয়োজন করতে পারব | তা অনেক জল্পনা কল্পনার অবসাদ ঘটিয়ে উদ্বোধনীর সকল কার্যক্রম শেষ হয়ে এখন মাঠে নামার পালা । আর কয়েক ঘন্টা পরেই মাঠে গড়াবে বিপিএল এর দ্বিতীয় আসরের প্রতিযোগিতা । একটু ভিন্ন ভাবেই হচ্ছে এইবারের বিপিএল,যেখানে থাকছেননা আমাদের বাঙালিদের প্রিয় দুটি দলের কোন খেলোয়ার । পার্শবর্তী দেশ ভারত বিপিএলকে নিম্নমানের ক্রিকেট আসর বলে ঘোষণা দিয়েছিলেন গত বিপিএলই । উনারা কোনো খেলোয়ার দিবেননা তা স্পষ্ট ভাবেই বলে দিয়েছিলেন । তবে সেই আসরে ছিলেন বাঙালির প্রিয় আরেকটি দল পাকিস্তানি । অনেকটাই মানসম্মত হয়েছিল সেই আসরটি । কিন্তু এইবার পাকিস্তানিরা একটু ভাব ধরলেন । আমরা তাদের ভেন্যুতে খেলতে না যাওয়ার জন্যই একটু মাইন্ড কছেন ।একেবারে আমাদের গলার ভিতর কাটা ফুটিয়ে, না করে দিলেন বিপিএল এ অংশ গ্রহণ করবেননা ।আমরা মানববন্ধন করেছি অনেক লেখালেখি করেছি পাকিস্তান যেতে দিবনা আমাদের টাইগারদের,সফলও হয়েছি তাতে । নিরাপত্তার যতেষ্ট অভাব থাকায় আমরা যেতে দেইনি আমাদের গর্বিত ক্রিকেট খেলোয়ারদের । আর তাতেই উনাদের গাল ভূতা হয়ে গেল । আর প্রতিহিংসার দেশ ভারত,উনাদের কথা আর কি বলব,উনাদের ভাব দেখলে রীতিমত গা জ্বলে যায় । নিজেদেরকে মনে করেন অনেক বড় । অপমান উনাদের কালচারে পরিনত হয়েগেছে । বিশ্ব চ্যাম্পিয়ান হয়েও রেংকিং এর কোন ভালো অবস্থান উনাদের কপালে নেই,হয়ত এটাই হিংসার ফল । তামিমের মত একজন ফর্মাল ব্যাটসম্যানকে সাইড লাইনে বসিয়ে রেখেছেন । অতচ বাংলার তামিম দ্বিতীয়টি ভারতে নেই,এটা কি অপমান নয় ? সাকিব বিশ্বের একনাম্বার অলরাউন্ডার হয়েও বসে রয়েছেন,এটা কি অপমান নয়?কেন এমন আচরণ আমাদের প্রতি ? তা হলফ করে বলা যায়....অপমান । তাই আসুন আরেকটা মানববন্ধন করি,আর ধিক্কার জানায় এদের প্রতি । আমরাও বলেদেই যাবনা খেলতে আইপিএল , যেতে দেওয়া হবেনা কোন বাঙালি খেলোয়ারদের ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

ধমাধম বলেছেন: পাকিসটানিডের ফিরিয়ে ানার জোন্য াবার মানোববোনধোন কোরা ুচিট। কি বোলেন াপনি?

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

এ,আর রানা বলেছেন: পাকিস্তান কে আনার মানববন্ধন করতে তো বলিনি ভাই ।বুজতে পারেননি !!!!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

সবুজ-ভাই বলেছেন: বাংলাদেশীদের কোন মান সন্মান আছে নাকি ?? মানব বন্ধন করতে মানুষ লাগে। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয়। মনুষ্যত্ব নিয়ে কেও জন্মায় না প্রকৃত শিক্ষার দ্বারা তা অর্জন করতে হয়। মন চাইলেই কি সব হয় ?

আপনার সাথে বাজি ধরতে পারি কাল ভারত - পাকিস্তান ম্যাচ দেন একটা মানববন্ধনেরও লোক পাবেন না সবাই খেলা দেখতেই ব্যাস্ত থাকবে।

জীবনে অনেক কিছু করার আছে এসব ব্যাপারে সময় নষ্ট করে কি লাভ বলেন ?

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

বলশেভিক বলেছেন: ধমাধম শিবসেনারটা ধুতিতে টান পড়ে গেছে।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

লোপা এসহক বলেছেন:
হিংশুটে দেশ ভারত।
বাটপার, জুয়াড়ি, বর্বর পাকিস্তান

ওদের ছাড়াও আমাদের চলবে, আমাদের হোম ক্রিকেট ওদের চেয়ে আনেক বড়।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

এ,আর রানা বলেছেন: ঠিক বলছেন 

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আশফাক সুমন বলেছেন: "হিংশুটে দেশ ভারত।
বাটপার, জুয়াড়ি, বর্বর পাকিস্তান"
-লোপা এসহক এর সাথে সহ মত ।
আ্মাদের কপাল খারাপ, ২ টা বাজে প্রতিবেশি পাইছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.